Advertisment

RG Kar Incident: হঠাৎ আরজি করের নির্যাতিতার পরিবারকে ফোন কুণালের, কী কথা হল?

Kolkata Doctor Rape Murder Case: আরজি কর কাণ্ড নিয়ে উত্তাল পরিস্থিতি গোটা রাজ্যে। ক্ষোভের আগুন যেন নিভছেই না। নির্যাতিতা তরুণী চিকিৎসকের বিচারের দাবিতে পথে নেমে আন্দোলন চালিয়ে যাচ্ছে সমাজের একটা বড় অংশ।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Kunal Ghosh calls family of RG Kar case, আরজি কর, কুণাল ঘোষ

আরজি করের তরুণী চিকিৎসক হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ। এক্সপ্রেস ফটো: পার্থ পাল।

RG Kar Case: আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের নিহত তরুণী চিকিৎসকের পরিবারের সঙ্গে কথা বলেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। সূত্রের খবর, রবিবার বিকেল নাগাগ কুণাল ঘোষ নিজে ফোন করেছিলেন নিহত চিকিৎসকের পরিবারকে। দু'তরফে মিনিট দশেকেরও বেশি কথা হয়েছে। পরিবারটির পাশে থাকার আশ্বাস দিয়েছেন কুণাল।

Advertisment

আরজি কর কাণ্ড নিয়ে উত্তাল পরিস্থিতি বাংলা জুড়ে। দিকে দিকে ছড়াচ্ছে আগুনে প্রতিবাদ। নির্যাতিতা তরুণীর বিচারের দাবিতে পথে নেমে প্রশাসনকে তুলোধোনা করে সুর চড়া হচ্ছে দিন দিন। আরজি কর ইস্যুতে পুলিশ প্রশাসনের একাংশকে কাঠগড়ায় তুলে ক্ষোভের আগুন যেন নিভছেই না। 

ঠিক এই পরিস্থিতিতে আরজি করের নির্যাতিতা তরুণীর পরিবারকে ফোন করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। সূত্রের খবর, পরিবারটির পাশে থাকার আশ্বাস দিয়েছেন কুণাল। একইসঙ্গে যে কোনও সমস্যায় ফোন করতেও বলেছেন কুণাল ঘোষ। তবে নিহতের পরিবারের তরফে কুণাল ঘোষকে জানানো হয়েছে এই মুহূর্তে তাঁরা মেয়ের বিচারের অপেক্ষায় পথ চেয়ে বসে রয়েছে।

আরও পড়ুন- Weather Update: রোদ ঝলমলে আকাশ দিয়ে সপ্তাহের শুরু, দিন কয়েকেই ফের বিরাট বদল আবহাওয়ায়?

উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের নির্দেশে আরজি কর কাণ্ডের তদন্ত করছে কেন্দ্রীয় সংস্থা সিবিআই। তবে এখনও পর্যন্ত তদন্তে উল্লেখযোগ্য কোনও সাফল্য মেলেনি। যদিও এই ঘটনাকে কেন্দ্র করে প্রতিদিন বহু মানুষকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা। বিভিন্ন সূত্র মারফত খবরের ভিত্তিতে চলছে অভিযান। তবে ক্ষোভের আগুন নিভছে না। আরজি করের নির্যাতিতার তরুণীর বিচারের দাবিতে দিন যত এগোচ্ছে আন্দোলনের সুর ততই চড়া হচ্ছে। 

আরও পড়ুন- Ripun Bora quits TMC: অস্বস্তি আরও বাড়ল মমতা-অভিষেকের, অসম থেকে বড় দুঃসংবাদ এল তৃণমূলের

RG Kar Medical College Kunal Ghosh tmc
Advertisment