Weather Update: রোদ ঝলমলে আকাশ দিয়ে সপ্তাহের শুরু, দিন কয়েকেই ফের বিরাট বদল আবহাওয়ায়?

Bengal Weather Forecast: গত কয়েকদিন ধরে নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তুমুল দুর্যোগ চলেছে। যার জেরে নীচু এলাকাগুলি জলমগ্ন হয়ে পড়েছিল। তবে আপাতত নিম্নচাপের ফাঁড়া কেটেছে। তবে ফের মাত্র কয়েকদিনেই বদলে যেতে পারে আবহাওয়া? ফের প্রবল দুর্যোগ দুয়ারেই?

Bengal Weather Forecast: গত কয়েকদিন ধরে নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তুমুল দুর্যোগ চলেছে। যার জেরে নীচু এলাকাগুলি জলমগ্ন হয়ে পড়েছিল। তবে আপাতত নিম্নচাপের ফাঁড়া কেটেছে। তবে ফের মাত্র কয়েকদিনেই বদলে যেতে পারে আবহাওয়া? ফের প্রবল দুর্যোগ দুয়ারেই?

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
west bengal weather update 2 september 2024,  আবহাওয়ার পূর্বাভাস, পশ্চিমবঙ্গ

প্রতীকী ছবি।

West Bengal Weather Update: সোমবার সকাল থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রোদ ঝলমলে আকাশ। উত্তরবঙ্গেও জেলাগুলিতে মূলত মনোরম আবহাওয়া। আপাতত নিম্নচাপের গেরো কেটেছে। আগামী কয়েকদিন কেমন থাকবে গোটা রাজ্যের আবহাওয়া? তা নিয়েই রয়েছে আজকের ওয়েদার আপডেট (Weather Update)।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর 

Advertisment

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আজ সোমবার দিনভর মূলত আকাশ পরিষ্কার থাকবে। তবে সাময়িকভাবে কোনও জেলায় মেঘলা আকাশ দেখা যেতে পারে। সামান্য বৃষ্টি হতে পারে কয়েকটি জেলায়। আপাতত দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

কলকাতার ওয়েদার আপডেট 

সোমবার সকাল থেকে কলকাতায় রোদ ঝলমলে আকাশ। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আজ দিনভর এমনই পরিস্থিতি থাকবে। তবে কখনও মেঘলা আকাশে হালকা বৃষ্টি হতে পারে। আগামী কয়েক দিন কলকাতাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

Advertisment

আরও পড়ুন- RG Kar Incident: হঠাৎ আরজি করের নির্যাতিতার পরিবারকে ফোন কুণালের, কী কথা হল?

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর

উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙের পাশাপাশি জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামিকালও তেমন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গে। তবে আগামী বুধবার দার্জিলিঙে ভারী বৃষ্টি হতে পারে। 

আরও পড়ুন- Success Story: ধনুক ভাঙা পণে দুর্ধর্ষ সাফল্য বঙ্গতনয়ার! বিশ্বের দরবারে ভারতকে গর্বিত করলেন সায়নী

Bengal Weather Alipore Weather Office Kolkata Weather weather Bengal Weather Forecast