/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/03/sujan-kunal.jpg)
ফের কুণালের নিশানায় সুজন।
ফের বাম আমলের নিয়োগ দুর্নীতি নিয়ে সোচ্চার কুণাল ঘোষ। আবারও কুণালের নিশানায় সুজন। এবার সুজন চক্রবর্তীর মোট ১৩ আত্মীয়ের নামের তালিকা প্রকাশ তৃণমূলের রাজ্য সদাধারণ সম্পাদকের। এঁদের অধিকাংশই কোনও না কোনও সরকারি ক্ষেত্রে কর্মরত বলে দাবি কুণাল ঘোষের। সুজন চক্রবর্তীর এই আত্নীয়দের চাকরি পাওয়া নিয়ে তদন্ত দাবি করেছেন তৃণমূল নেতা। 'নজর ঘোরাতেই এই প্রচার', সংবাদমাধ্যমে পাল্টা সরব সুজন।
সুজন চক্রবর্তীকে ঘিরে আবার একটি তালিকা সামনে এসেছে। সিপিএমের সূত্রেই বেরিয়েছে। তখন রাজ্যে অত বেকার, আর ওই বৃত্তে সবাই চাকরিতে।
সুজনদা, তালিকা কি ঠিক?
যদি ঠিক হয়, এতজনের চাকরি দৃশ্যত কি স্বাভাবিক?
যদি তালিকা ভুল হয়, রটনা নিন্দার।
যদি ঠিক হয়, তদন্ত হোক। pic.twitter.com/AM9Hau5jW8— Kunal Ghosh (@KunalGhoshAgain) March 31, 2023
ফের কুণাল ঘোষের নিশানায় সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী। কুণাল ঘোষের দাবি, বাম নেতা সুজন চক্রবর্তীর স্ত্রী-সহ তাঁর অনেক আত্মীয়ই সরকারি চাকরিতে যুক্ত। এঁদের সরকারি চাকরি পাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। সুজন চক্রর্তীর আত্মীয়দের সরকারি চাকরি পাওয়ার বিষয়টিতে তদন্ত হওয়া প্রয়োজন বলেও মনে করেন তৃণমূল নেতা।
আরও পড়ুন- বাম আমলের নিয়োগ ‘কেচ্ছা’: উদয়নের চেয়েও ভয়ঙ্কর অভিযোগ তাপস চট্টোপাধ্যায়ের
টুইটে এদিন সুজন চক্রবর্তীর মোট ১৩ আত্মীয়ের নামের তালিকা ও তাঁদের চাকরিক্ষেত্র ধরে ধরে উল্লেখ করেছেন তৃণমূল নেতা। টুইটে তিনি লিখেছেন, 'সুজন চক্রবর্তীকে ঘিরে আবার একটি তালিকা সামনে এসেছে। সিপিএমের সূত্রেই বেরিয়েছে। তখন রাজ্যে অত বেকার, আর ওই বৃত্তে সবাই চাকরিতে। সুজনদা, তালিকা কি ঠিক? যদি ঠিক হয়, এতজনের চাকরি দৃশ্যত কি স্বাভাবিক? যদি তালিকা ভুল হয়, রটনা নিন্দার। যদি ঠিক হয়, তদন্ত হোক।'
আরও পড়ুন- ‘ভর্তি থাকার মতো কিছু হয়নি’, বিজেপির জিতেন্দ্রকে ফেরত পাঠাল SSKM
এদিকে, কুণাল ঘোষের এই টুইট সম্পর্কে সুজন চক্রবর্তী সংবাদমাধ্যমে বলেন, 'মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রীকে শ্বেতপত্র প্রকাশ করতে নির্দেশ দিয়েছেন। কেন করছেন না? এক একদিন একটা তালিকা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। তালিকাটা ভুলে ভরা। এটা একটা প্রচারের চেষ্টা হচ্ছে যেহেতু চোরেরা ধরা পড়ে গেছে।'