বারবার প্রতিশ্রুতির পরেও এলাকার বেহাল রাস্তার সংস্কার হচ্ছে না। এবার কুণাল ঘোষকে সামনে পেয়ে
ক্ষোভে ফেটে পড়লেন এলাকার বাসিন্দারা। ঠাসা ভিড় থেকে কুণালকে দেখেই এক মহিলা বলে উঠছলেন, 'রাস্তা হলে ভোট দেব, নয় তো ভোট দেব না'। যা নিয়ে প্রথমটায় দৃশ্যতই অস্বস্তিতে পড়তে দেখা গিয়েছে কুণাল-সহ এলাকায় উপস্থিত তৃণমূলের স্থানীয় নেতাদের। বুধবার পাঁশকুড়ার ধনঞ্জয়পুরের এই ঘটনা এখন জোর চর্চায়। এছাড়াও এদিন ওই এলাকাতেই তৃণমূলের প্রয়াত প্রাক্তন বিধায়কের পরিবারের সদস্যদের ক্ষোভের মুখেও পড়তে হয়েছে কুণাল ঘোষকে।
আবাস দুর্নীতি নিয়ে ক্ষোভের আগুন তো জ্বলছেই, এবার রাস্তা সারাই নিয়েও গ্রামবাসীদের প্রবল ক্ষোভের মুখে তৃণমূল নেতৃত্ব। বুধবার পাঁশকুড়ার ধনঞ্জয়পুরে দলের জনসংযোগ কর্মসূচিতে গিয়েছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। এক জায়গায় গিয়ে স্থানীয় বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়তে দেখা যায় কুণাল ঘোষকে। রাস্তা সারাই না হওয়ায় কুণালের সামনেই ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। যাঁদের অধিকাংশই ছিলেন মহিলা। বারবার প্রতিশ্রুতি দেওয়ার পরেও এলাকার রাস্তা সংস্কার করছে না প্রশাসন, অভিযোগে ক্ষুব্ধ বাসিন্দারা কুণাল ঘোষকে কার্যত ঘেরাও করে বিক্ষোভ দেখান। এমনকী ভিড়ের মধ্যে থেকে এক মহিলা বলে ওঠেন, 'রাস্তা হলে ভোট দেব, নয় তো ভোট দেব না'।
আরও পড়ুন- ভারত জোড়ো যাত্রা, কংগ্রেসে নরম শত্রুঘ্ন-চিরঞ্জিত? কী বললেন তৃণমূলের শীর্ষ নেতা?
তবে দ্রুত এলাকার বেহাল রাস্তা সংস্কারে প্রশাসনের সঙ্গে কথা বলা হবে বলে এদিন আশ্বাস দিয়েছেন কুণাল ঘোষ। এদিন কুণাল ঘোষের সঙ্গেই এলাকার তৃণমূলের একাধিক নেতা ছিলেন। তাঁদের দ্রুত এব্যাপারে যথোপযুপক্ত পদক্ষেপ করতে নির্দেশ দিয়েছেন তৃণমূলের তরফে পূর্ব মেদিনীপুর জেলার দায়িত্বপ্রাপ্ত এই নেতা। ক্ষুব্ধ গ্রামবাসীদের কুণাল বলেন, 'জট কাটানোর চেষ্টা চলছে। রাস্তা করার আপ্রাণ চেষ্টা হচ্ছে। কাজ শুরু হয়েও আটকে আছে।'
আরও পড়ুন- ‘লজ্জা লাগা উচিত’, হাইকোর্টের বিক্ষোভ নিয়ে মমতা-অভিষেককে দুষে শুভেন্দুর গলায় কেষ্টর সুর
অন্যদিকে, ওই এলাকায় কুণাল যেতেই দলের তুমুল গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগে সরব হয়েছেন পাঁশকুড়া পশ্চিমের প্রাক্তন বিধায়ক ওমর আলির ছেলে। 'কোন্দল না মেটালে দলের ক্ষতি হবে', কুণালকে সামনে পেয়ে ক্ষোভ উগরে দেন প্রাক্তন বিধায়কের ছেলে মুসলেম আলি। ক্ষোভ সামাল দিতে দ্রুত সমস্যা মেটানোর আশ্বাস তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের।