নিয়োগ দুর্নীতির ঘুঘুর বাসা ভেঙেছেন তিনি। তাঁর একের পর এক নির্দেশে চাকরি হারিয়েছেন অযোগ্যরা। আবার সেই চাকরি পেয়ে তাঁকে মসিহার তকমা দিয়েছেন যোগ্য প্রার্থীরা। সেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এবার ভিন্ন রূপে দেখা গেল। কোচা দেওয়া ধুতি-পাঞ্জাবি পরে তাঁর সেই ছবি ভাইরাল। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ সেই ছবি টুইট করে কটাক্ষও করেছেন।
হাইকোর্টের এজলাসে একের পর এক বেনজির রায় দেওয়ার পর বাংলার রাজনীতিতে শিরোনামে আসেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তিনি একদিনে যেমন চাকরিপ্রার্থীদের ভগবান আবার তিনি দুর্নীতিবাজদের যম। কিছুদিন আগে একটি বেসরকারি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিয়ে বিতর্কে জড়ান। সুপ্রিম রোষানলে পড়েন। তাঁকে নিয়োগ দুর্নীতির দুটি মামলা থেকে সরিয়ে দেয় শীর্ষ আদালত। তবুও তিনি দমেননি। পুর-নিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন।
আরও পড়ুন আচমকা ৬০৩ শিক্ষকের বদলি নির্দেশ স্থগিত, কারণ ঘিরে তুমুল ধোঁয়াশা!
জানা গিয়েছে, শূন্য নামে একটি ফ্যাশন ব্র্যান্ডের জন্য ধুতি-পাঞ্জাবি পরা ছবি তুলেছেন তিনি। সেই ছবি টুইট করে কুণাল ঘোষ লিখেছেন, "অপূর্ব। বিচারপতিরা আর কী কী করেন দেখি। জলি এল এল বির বিচারক সৌরভ শুক্লা যেন মেয়ের জন্য কোন ব্র্যান্ড খুঁজছিলেন….শূন্য শব্দটিও ভাল। শূন্যদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর….কারা যেন শূন্য??"
প্রসঙ্গত, বামেদের সঙ্গে তাঁর সখ্যতার অভিযোগ বার বার তুলেছে শাসকদল তৃণমূল কংগ্রেস। সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের সঙ্গে একটি অনুষ্ঠানেও পাশাপাশি বসে থাকতে দেখা গিয়েছিল বিচারপতি গঙ্গোপাধ্যায়কে। এবার শূন্যদের ব্র্যান্ডের অ্যাম্বাসাডর বলে তাঁকে কটাক্ষ করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।