/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/01/cv-ananada-bose-Kunal-ghosh.jpg)
রাজ্যপালের দিল্লি সফর নিয়ে কুণালের টুইট ঘিরে চর্চা।
সরস্বতী পুজোর দিন বিকেলে রাজভবনে হাতেখড়ি সেরে রাতেই দিল্লির বিমন ধরেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বিকেলে হাতেখড়ি দিয়ে রাতেই রাজ্যপালের দিল্লি যাত্রা নিয়ে চর্চার শেষ নেই। তবে কী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে সিভি আনন্দ বোসের রাজভবনে এই হাতেখড়ি অনুষ্ঠানে চটেছেন মোদী-শাহরাও? রাজ্যপালের মুখে 'জয় বাংলা' স্লোগান শুনে কি তিতিবিরক্ত বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বও? এবার রাজ্যপাল সিভি আনন্দ বোসের দিল্লি সফরের কারণ খোলসা করলেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।
পরপর দুটি টুইটে কুণাল ঘোষ লিখেছেন, 'রাজ্যপালের দিল্লি সফর পূর্ব নির্ধারিত কর্মসূচি। তা গোপন করে যারা অন্য গল্প দিচ্ছেন এবং তলবজনিত চিত্রনাট্য লিখছেন, সেটা উদ্দেশ্যপ্রণোদিত। রাজভবনের উপর চাপের অপচেষ্টা বিজেপি চালাচ্ছে সেটা ঠিক। কিন্তু রাজ্যপালকে তলবের গল্প রটিয়ে দিল্লির দাদাগিরি প্রতিষ্ঠা যেন না করা হয়।'
রাজ্যপালের দিল্লি সফর পূর্ব নির্ধারিত কর্মসূচি।
তা গোপন করে যারা অন্য গল্প দিচ্ছেন এবং তলবজনিত চিত্রনাট্য লিখছেন, সেটা উদ্দেশ্যপ্রণোদিত।
রাজভবনের উপর চাপের অপচেষ্টা বিজেপি চালাচ্ছে সেটা ঠিক। কিন্তু রাজ্যপালকে তলবের গল্প রটিয়ে দিল্লির দাদাগিরি প্রতিষ্ঠা যেন না করা হয়।— Kunal Ghosh (@KunalGhoshAgain) January 26, 2023
অপর টুইটে রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক আরও লিখেছেন, 'নিরপেক্ষ রাজ্যপালকে কি জোর করে, চাপ দিয়ে বিজেপির অনুকূলে পক্ষপাতদুষ্ট করার চেষ্টা চলছে? গণতন্ত্রকে প্রহসনে পরিণত করতে আর কিছুই বাকি রাখছে না বিজেপি। যেসব কথা শোনা যাচ্ছে তা সত্যি হলে চরম আপত্তিকর। বাংলার মানুষ লক্ষ্য রাখছেন। আবার উপযুক্ত জবাব পাবে বিজেপি।'
নিরপেক্ষ রাজ্যপালকে কি জোর করে, চাপ দিয়ে বিজেপির অনুকূলে পক্ষপাতদুষ্ট করার চেষ্টা চলছে? গণতন্ত্রকে প্রহসনে পরিণত করতে আর কিছুই বাকি রাখছে না বিজেপি। যেসব কথা শোনা যাচ্ছে তা সত্যি হলে চরম আপত্তিকর। বাংলার মানুষ লক্ষ্য রাখছেন। আবার উপযুক্ত জবাব পাবে বিজেপি।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) January 26, 2023
উল্লেখ্য, সরস্বতী পুজোর দিন বিকেলে রাজভবনে রাজ্যপালের বাংলা শেখার হাতেখড়ি হয়। বৃহস্পতিবার জাঁকজমকপূর্ণভাবে রাজ্যপাল সিভি আনন্দ বোসের বাংলা শেখার হাতেখড়ি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল রাজভবনে। সেই অনুষ্ঠানে আগাগোড়া উপস্থিত থাকতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। হাতেখড়ি অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য শেষে রাজ্যপাল ‘জয় বাংলা’ বলেছেন।
আরও পড়ুন- রাজ্যপালের ‘হাতেখড়ি’, ছিলেন মমতাও, তেলেবেগুনে জ্বলে যা নয় তাই বললেন দিলীপ!
এতেই বেজায় ক্ষুব্ধ রাজ্য বিজেপি। সূত্রের খবর, ইতিমধ্যেই বঙ্গ বিজেপির নেতারা এব্যাপারে দলের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে রাজ্যপালের নামে নালিশ ঠোকারও প্রস্তুতি নিয়ে ফেলেছেন। 'জয় বাংলা' স্লোগান তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে দেখা যায়। সেই স্লোগান রাজ্যপালের মুখে শুনে ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে।
আরও পড়ুন- টানা সাড়ে তিনশো কবিতা গড়গড়িয়ে পাঠ, বিষ্ময় কীর্তিতে ‘বিশ্বজয়’ খুদেকন্যার
এমনকী রাজ্যপালের হাতেখড়ি নিয়ে শুভেন্দু অধিকারীর মতোই বেজায় চটেছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষও। 'এই ধরনের নাটক রাজ্যপালের শোভা পায় না। অন্যের বুদ্ধিতে উনি পরিচালিত হচ্ছেন।' রাজ্যপালকে বিঁধে বেনজির কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন দিলীপ ঘোষ।
আরও পড়ুন- মারকাটারি মেজাজে শীতের কামব্যাক শীঘ্রই? কী বলছে হাওয়া অফিস?