scorecardresearch

টলিউডের কোন কোন ছবি কুন্তলের টাকায়? বিস্ফোরক দাবিতে তোলপাড়

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতেও টাকা ঢেলেছিলেন কুন্তল ঘোষ? এমনই সন্দেহ ইডির।

Kuntal denied having a hotel in Goa and tea garden in Tripura
নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষ।

পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতার ফ্ল্যাটে মেলা টাকার পাহাড়ে ‘যোগদান’ ছিল কুন্তলেরও, শুক্রবারই ইডির তরফে আদালতে এমনই তথ্য জানানো হয়। এবার জানা গেল, রুপোলি দুনিয়াতেও নাকি ‘ইনভেস্টমেন্ট’ ছিল তৃণমূলের এই যুব নেতার। অর্থাৎ, বাংলা ছবিতেও টাকা ঢেলেছিলেন কুন্তল। এমনই জোরালো দাবি কেন্দ্রীয় সংস্থার। শুক্রবার আদালতে তোলা হলে জামিনের আবেদন করেন কুন্তল। যদিও সেই আবেদন নাকচ করে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত কুন্তলকে জেল হেফাজতে পাঠিয়েছেন বিচারক।

নিয়োগ দুর্নীতিতে ধৃত তৃণমূলের যুব নেতা কুন্তল ঘোষকে জেরায় ফি দিন তোলপাড় পেলা তথ্য পাচ্ছে ইডি। সূত্রের দাবি, কুন্তলকে জেরায় জানা গিয়েছে টলিউড ইন্ডাস্ট্রিতেও নাকি টাকা ঢালতেন কুন্তল। যদিও ‘চাকরি বিক্রি’র সেই টাকা কোন কোন বাংলা সিনেমা বা টলিউডের ঠিক কোন ক্ষেত্রে ঢালা হয়েছে তা স্পষ্ট হয়নি। কুন্তল ঘোষের সঙ্গে টলিউডের একজন অভিনেত্রী তথা তৃণমূলের এক নেত্রীর যোগাযোগ রয়েছে। অভিযোগ, ওই তৃণমূলনেত্রীকে কুন্তল একটি বড় ফ্ল্যাট ‘উপহার’ দিয়েছিলেন। সেই ‘উপহার’ও চাকরি বিক্রির টাকাতেই বলে জেনেছে ইডি।

শুক্রবার আদালতে তোলা হলে জামিনের আবেদন করেন কুন্তল ঘোষের আইনজীবী। তবে ইডির আইনজীবী সেই আবেদনের তুমুল বিরোধিতা করেন। তিনি আদালতে জানান, কুন্তলের দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রায় সাড়ে ৬ কোটি টাকার হদিশ মিলেছে। সেই টাকা ফের ট্রান্সফার করা হয়েছে। ওই টাকা কাকে পাঠানো হয়েছে, এসব জানতে কুন্তলকে ফের জেরা প্রয়োজন। এছাড়াও কুন্তল ঘোষের সঙ্গে প্রভাবশালী একাধিক ব্যক্তির সরাসরি যোগযোগ ছিল বলে জানতে পেরেছে ইডি। কোর্টে ইডির রিমান্ড লেটারেই এমনই দাবি করা হয়েছে।

আরও পড়ুন- আরও নামল পারদ, শীতের মারকাটারি ব্যাটিংয়ের জোরালো আপডেট জানুন

এছাড়াও ডিসেম্বরে কুন্তলের ফ্ল্যাটে তল্লাশি চালিয়েও বহু ওএমআর শিট উদ্ধার করে ইডি। সেগুলি আরটিআই করে পেয়েছেন বলে ইডিকে জানিয়েছেন কুন্তল। যদিও তৃণমূলের যুবনেতার এই দাবি মানতে নারাজ তদন্তকারীরা। সেই কারণেই এব্যাপারে বিশদে তাকে জেরা করা দরকার বলেও আদালতে শুক্রবার জানান ইডির আইনজীবী।

নিয়োগ দুর্নীতিতে নাম থাকা তাপল মণ্ডলই প্রথম কুন্তল ঘোষের নাম প্রকাশ্যে আনেন। সেই তাপস মণ্ডলকে এখনও গ্রেফতার করেনি ইডি। শুক্রবার এই বিষয়টি নিয়েই বারবার প্রশ্ন তুলতে দেখা যায় কুন্তলকে। এমনকী তাপস মণ্ডলের সঙ্গে বিজেপির যোগ রয়েছে বলেও দাবি করেন তৃণমূল নেতা। তাপস মণ্ডল কেন এখনও গ্রেফতার হলেন না, শুক্রবার সেই প্রশ্নও তুলেছেন কুন্তল। বিজেপির সঙ্গে যোগসাজস করে তৃণমূলকে অপদস্থ করার চেষ্টা করছেন তাপস মণ্ডল, এমন অভিযোগও শোনা গিয়েছে কুন্তলের মুখে।

আরও পড়ুন- ‘বিশ্বভারতীর উপাচার্যের স্বেচ্ছাচারিতায় সমালোচিত মোদীজি’, বিজেপি হেডকোয়ার্টার থেকে ভয়ঙ্কর তোপ অনুপমের

যদিও কুন্তল ঘোষের অভিযোগ উড়িয়ে তাপস মণ্ডল সংবাদমাধ্যমে বলেন, ‘ও যা জানে সেটা তদন্তকারী সংস্থার কাছে বলুক। আমি রাজনীতি করি না। আমার পরিচয় সব দলের নেতা-মন্ত্রীদের সঙ্গেই আছে। তবে আমার রাজনৈতিক যোগাযোগ কারও সঙ্গে নেই।’

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Kuntal ghosh ed ssc primary tet scam tollywood interogation info