Lakshmir Bhandar: লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন কাঞ্চনের স্ত্রী শ্রীময়ীর? দাবি সুকান্ত মজুমদারের পোস্টে!

Sreemoyee Chattoraj: তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের স্ত্রী শ্রীময়ী চট্টরাজের লক্ষ্মীর ভাণ্ডার ভাতার জন্য আবেদন? সুকান্ত মজুমদারের পোস্টে চাঞ্চল্য ছড়াল সোশ্যাল মিডিয়ায় ও রাজ্য রাজনীতিতে।

Sreemoyee Chattoraj: তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের স্ত্রী শ্রীময়ী চট্টরাজের লক্ষ্মীর ভাণ্ডার ভাতার জন্য আবেদন? সুকান্ত মজুমদারের পোস্টে চাঞ্চল্য ছড়াল সোশ্যাল মিডিয়ায় ও রাজ্য রাজনীতিতে।

author-image
IE Bangla Web Desk
New Update
Lakshmir Bhandar, Sreemoyee Chattoraj, Kanchan Mallik, Trinamool MLA, Sukanta Majumdar, viral post, Bengal politics, TMC controversy, Lakshmir Bhandar application, social media buzz, Kolkata news, West Bengal politics,লক্ষ্মীর ভাণ্ডার, শ্রীময়ী চট্টরাজ, কাঞ্চন মল্লিক, তৃণমূল বিধায়ক, সুকান্ত মজুমদার, ভাইরাল পোস্ট, পশ্চিমবঙ্গ রাজনীতি, তৃণমূল বিতর্ক, লক্ষ্মীর ভাণ্ডার আবেদন, কলকাতা সংবাদ, সোশ্যাল মিডিয়া ভাইরাল

kanchan-sreemoyee: কাঞ্চন মল্লিক ও তাঁর স্ত্রী শ্রীময়ী। Photograph: (Instagram)

তৃণমূলের তারকা বিধায়ক কাঞ্চন মল্লিকের স্ত্রী শ্রীময়ী লক্ষ্মীর ভাণ্ডারের ভাতার জন্য আবেদন করেছেন? বিষয়টি স্পষ্ট না হলেও এই ব্যাপারে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের একটি পোস্ট ঘিরে দারুণ চর্চা ছড়িয়েছে। যদিও সুকান্ত মজুমদার নিজে অবশ্য বিষয়টি একেবারে সঠিক কিনা সে বিষয়ে মন্তব্য এড়িয়েছেন। তিনিও সোশ্যাল মিডিয়ায় একটি আবেদনপত্রের ছবি ঘোরাফেরা নিয়ে প্রশ্ন তুলে এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেছেন।

Advertisment

BJP-র প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এক্স পোষ্টে লিখেছেন, "গত ১৭ অক্টোবর ২০২৫ তারিখের একটি লক্ষ্মীর ভাণ্ডারের আবেদনপত্র এখন সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। এটিতে নাম সহ যে তথ্য এবং ছবি দেওয়া হয়েছে তার ভিত্তিতে সম্ভবত এই আবেদন করেছেন একজন অভিনেতা-তৃণমূল বিধায়কের স্ত্রী!"

তিনি আরও লিখেছেন, "সম্প্রতি সন্তান জন্মের জন্য হাসপাতালের বিপুল খরচের বিল পশ্চিমবঙ্গ বিধানসভায় জমা দেওয়া নিয়ে যাঁকে ঘিরে বিস্তর সমালোচনা হয়েছিল, দেখা যাচ্ছে সেই তৃণমূল বিধায়কের নামও জ্বলজ্বল করছে এই আবেদনপত্রে। একজন রাজ্যবাসী হিসেবে আমি অবিলম্বে এই আবেদনপত্রটির প্রকৃত সত্যতা জানার আগ্রহ প্রকাশ করছি।"

Advertisment

আরও পড়ুন- SIR 2025 শুরু পশ্চিমবঙ্গে! ভোটার তালিকায় কি আপনার নাম আছে? জানুন এক ক্লিকে

সুকান্ত মজুমদার লিখেছেন, "ওই প্রতিভাবান বিধায়কের প্রতি আমার যথেষ্ট সম্মান রেখেই জানাচ্ছি, যদি এই আবেদনপত্রটি এবং এতে উল্লেখিত যাবতীয় তথ্য সত্য হয় তাহলে বুঝতে হবে সত্যিই নির্বাচনের প্রাক্কালে তৃণমূলের বিধায়কদের ভাঁড়ারে প্রচণ্ড দুর্দশা! রাজ্য বিধানসভার একজন সদস্য হিসেবে মোটা টাকা ভাতা পেয়েও স্ত্রী-কে দিয়ে লক্ষীর ভাণ্ডারের জন্য আবেদন করানো হচ্ছে। ফলে এখানেই স্পষ্ট, লুটে নেওয়ার ক্ষেত্রে কোথাও কোনও খামতি নেই তৃণমূলের।" যদিও এ বিষয়ে কাঞ্চন বা শ্রীময়ীর কোনও প্রতিক্রিয়া মেলেনি।

আরও পড়ুন- SIR 2025 শুরু পশ্চিমবঙ্গে! ভোটার তালিকায় কি আপনার নাম আছে? জানুন এক ক্লিকে

lakshmir bhandar Sukanta Majumder West Bengal News Kanchan Mallik