/indian-express-bangla/media/media_files/2025/11/04/pics-2025-11-04-14-26-52.jpg)
West Bengal SIR 2025: ভোটের আগে ভোটার যাচাই। বাড়ি-বাড়ি ঘুরছেন BLO-রা। এক্সপ্রেস ফটো: শশী ঘোষ।
West Bengal SIR 2025: মঙ্গলবার ৪ নভেম্বর ২০২৫ থেকে পশ্চিমবঙ্গ সহ দেশের মোট ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে পুরোদমে শুরু হয়ে গিয়েছে নির্বাচন কমিশনের স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) প্রক্রিয়া। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা বা SIR-এর মাধ্যমে ভোটার তালিকা পুনর্বিবেচনা করার কাজ চলছে রাজ্যজুড়ে।
বিহারে এই প্রক্রিয়াকে ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে তুমুল বিতর্ক। পশ্চিমবঙ্গেও এই সমীক্ষাকে ঘিরে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এই SIR প্রক্রিয়াকে নির্বাচন কমিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে।
কেন হচ্ছে পশ্চিমবঙ্গে SIR সমীক্ষা?
নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন, ভোটার তালিকার “বিশুদ্ধতা” বজায় রাখতেই এই বিশেষ সমীক্ষা। স্বাধীন ভারতে এর আগে ১৯৫১ থেকে ২০০৪ সাল পর্যন্ত মোট আটবার SIR চালানো হয়েছে। তিনি বলেন, “গত কয়েক দশক ধরে প্রায় সব রাজনৈতিক দলই অভিযোগ জানিয়েছে যে ভোটার তালিকায় বহু অবৈধ নাম রয়েছে। এই সমীক্ষার মূল উদ্দেশ্যই হলো সেই তালিকা পরিষ্কার করা।”
২০০২ সালে শেষবার এই ধরনের বৃহৎ পরিসরের সমীক্ষা হয়েছিল। এরপর দুই দশকে বহু ভোটার স্থান পরিবর্তন করেছেন বা প্রয়াত হয়েছেন। একই সঙ্গে একাধিক জায়গায় নাম থাকা বা বিদেশিদের নাম যুক্ত হওয়ার সম্ভাবনাও রয়েছে।
পশ্চিমবঙ্গে SIR কবে থেকে শুরু এবং কীভাবে নাম খুঁজবেন?
মঙ্গলবার ৪ নভেম্বর ২০২৫ থেকে শুরু হয়েছে পশ্চিমবঙ্গে SIR প্রক্রিয়া। যাঁরা ভোটার তালিকায় আছেন বা আছেন বলে মনে করেন, তাঁদের নিজেদের নাম (এবং পরিবারের সদস্য বা আত্মীয়দের নাম) ২০০২ সালের ভোটার তালিকায় আছে কি না, তা মিলিয়ে দেখা অত্যন্ত জরুরি।
এই প্রক্রিয়া পশ্চিমবঙ্গ ছাড়াও আন্দামান-নিকোবর, ছত্তিশগড়, গোয়া, গুজরাট, কেরল, লক্ষদ্বীপ, মধ্যপ্রদেশ, পুদুচেরি, রাজস্থান, তামিলনাড়ু ও উত্তরপ্রদেশেও একসঙ্গে শুরু হয়েছে।
আরও পড়ুন-SIR: কে আপনার বুথের দায়িত্বে? এক মিনিটেই বের করুন BLO ও ERO-র নাম ও নম্বর !
কীভাবে খুঁজবেন নিজের নাম পশ্চিমবঙ্গের ২০০২ সালের ভোটার তালিকায়?
ভিজিট করুন: https://ceowestbengal.wb.gov.in/
পপ-আপ বন্ধ করে ক্লিক করুন “Electoral Roll of SIR 2002” অপশনে।
সেখানে দেখবেন পশ্চিমবঙ্গের মোট ২১টি জেলার নাম—কোচবিহার থেকে শুরু করে বীরভূম পর্যন্ত।
নিজের জেলার নাম ক্লিক করুন।
তারপর আপনার বিধানসভা কেন্দ্র (Assembly Constituency) নির্বাচন করুন।
এরপর আপনার বুথ বা পোলিং স্টেশনের পাশে থাকা “Final Roll” বাটনে ক্লিক করুন।
একটি captcha code আসবে—সঠিকভাবে লিখে “Verify” বাটনে ক্লিক করুন।
একটি PDF ফাইল ওপেন হবে যেখানে থাকবে ভোটার তালিকার নামের তালিকা।
দ্বিতীয় পাতায় দেখবেন “নির্বাচক তালিকা (Electoral Roll 2002)” শিরোনামের নীচে ভোটারদের নাম, সম্পর্কিত ব্যক্তির নাম, বাড়ি নম্বর, বয়স ও লিঙ্গের তথ্য।
যদি আপনার নাম না থাকে তালিকায়, কী করবেন?
ডিসেম্বর ৯, ২০২৫-এ প্রকাশ পাবে খসড়া ভোটার তালিকা (Draft Roll)ফেব্রুয়ারি ৭, ২০২৬-এ প্রকাশ পাবে চূড়ান্ত ভোটার তালিকা (Final Roll) যাঁদের নাম ২০০২ সালের তালিকায় নেই, তাঁদের নোটিশ পাঠানো হবে নির্বাচন কমিশনের তরফে। এরপর তাঁদের ভোটার হিসেবে নাম তোলার যোগ্যতা প্রমাণ করতে হবে প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়ে।
কোন কোন নথি জমা দিতে হবে (Documents Required)?
যাঁদের নাম ভোটার তালিকায় নেই, তাঁরা নিম্নলিখিত নথিগুলির যে কোনওটি জমা দিতে পারবেনঃ
কেন্দ্র বা রাজ্য সরকার / PSU কর্তৃক প্রদত্ত পরিচয়পত্র বা পেনশন অর্ডার
ভারত সরকার, ব্যাঙ্ক বা স্থানীয় প্রশাসনের দেওয়া আইডি কার্ড / সার্টিফিকেট
জন্ম সনদ
পাসপোর্ট
শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট (মাধ্যমিক / বিশ্ববিদ্যালয়)
রাজ্য সরকারের জারি করা স্থায়ী বাসিন্দা সনদ
বনাধিকার সনদ (Forest Rights Certificate)
জাতি সনদ (OBC/SC/ST)
নাগরিক নিবন্ধন (NRC) সার্টিফিকেট, যেখানে প্রযোজ্য
পরিবার নিবন্ধন রেকর্ড
সরকারি জমি / বাড়ি বরাদ্দপত্র
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us