/indian-express-bangla/media/media_files/2025/09/18/lalu-2025-09-18-20-59-00.jpg)
Durga Puja 2025: অভিজিতের বাড়ির দুর্গাপুজোয় ঢাক বাজাতে যাচ্ছেন লালু দাস।
Durga Puja 2025: মুর্শিদাবাদ জেলার বেলডাঙা থানার প্রত্যন্ত গ্রাম বাঁশচাতরের বাসিন্দা লালু দাস। যিনি ‘লালু ঢাকি’ নামে খ্যাত। এই বছরেও বলিউডের প্রখ্যাত গায়ক অভিজিতের বাড়িতে দুর্গাপুজোর মণ্ডপ মাতাতে যাবেন লালু ঢাকি ও তাঁর সহকর্মীরা। গত প্রায় আড়াই দশক ধরে ঢাক বাজিয়ে চলেছেন তিনি।
দেশ ও বিদেশের বিভিন্ন প্রজন্মে সুরের হাত ধরে লালু ঢাকির খ্যাতি ছড়িয়ে গেছে। অভিজিতের মুম্বইয়ের বাড়িতে ঢাক বাজানোর পাশাপাশি দিল্লি, কলকাতা, মনিপুরের সঙ্গে-সংগে অস্ট্রেলিয়া, লন্ডন, আমেরিকা, ইউরোপ-সহ বহু দেশে তিনি এবং তাঁর দল বাজিয়েছেন দুর্গাপুজোর আরতি ও উৎসবে। বলিউডের অভিনেতা-নায়িকা, পরিচালক, গায়ক-গায়িকারা তার ঢাকের বোলে মোহিত হয়েছেন।
এবারের দুর্গাপুজোয় সাত সদস্যের দল নিয়ে কলকাতা থেকে মুম্বইয়ের পথে রওনা দেবেন লালু ঢাকি। তাঁর ভাইপো এই বছর মালয়েশিয়ায় ঢাক বাজাতে যাচ্ছেন। লালুর স্ত্রী ব্রজবালা দাস বলেন, “ভিন রাজ্যে বাঙালিদের উপর যা হচ্ছে সেই সব কথা আমি শুনছি, সেইসব ঘটনা নিয়ে এবার একটু হলেও দুশ্চিন্তাতেও আছি। তবে গরিব মানুষের পক্ষে এটাই একটি যাত্রা এবং আমাদের সংস্কৃতি বাঁচিয়ে রাখার একটি সুযোগ।”
যাঁকে নিয়ে এত আলোচনা সেই লালু ঢাকি বলেন, “অভিজিত বাবুর পুজোর শুরু থেকেই আমরা ঢাক বাজাচ্ছি। এবার দলে লোকের সংখ্যা কম হলেও সুর এবং উৎসবের মাত্রা অপরিবর্তিত থাকবে।”