Durga Puja 2025: এবারও মুম্বইয়ে অভিজিতের পুজো মাতাবেন বাংলার লালু! ঢাকের তালে কোমর দোলাবেন শাহরুখ, হৃত্বিকরা

Abhijeet’s Durga Puja in Mumbai: লালু ঢাকির খ্যাতি এখন দেশজুড়ে। প্রায় আড়াই দশক ধরে অভিজিতের বাড়ির দুর্গাপুজোয় ঢাক বাজান তিনি।

Abhijeet’s Durga Puja in Mumbai: লালু ঢাকির খ্যাতি এখন দেশজুড়ে। প্রায় আড়াই দশক ধরে অভিজিতের বাড়ির দুর্গাপুজোয় ঢাক বাজান তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
Lalu Dhaki,  Baschatar village  ,Abhijeet’s Durga Puja in Mumbai,  International performances,  Drum artistry,  Cross-border recognition,  Cultural pride  ,Folk music heritage,লালু ঢাকি  ,বাঁশচাতর  ,অভিজিত এর দুর্গাপুজো,  মুম্বাই মণ্ডপে ঢাক বাজানো  ,দেশের বাইরে প্রতিভা,  সুর ও উৎসব  ,সঙ্গীত সংস্কৃতি,  গ্রামীণ গর্ব

Durga Puja 2025: অভিজিতের বাড়ির দুর্গাপুজোয় ঢাক বাজাতে যাচ্ছেন লালু দাস।

Durga Puja: মুর্শিদাবাদ জেলার বেলডাঙা থানার প্রত্যন্ত গ্রাম বাঁশচাতর-এর বাসিন্দা লালু দাস, যিনি ‘লালু ঢাকি’ নামে খ্যাত, এ বছরও গায়ক অভিজিতের বাড়িতে দুর্গাপুজোর মণ্ডপ মাতাতে যাবেন তাঁর ঢাকের দলসহ। প্রায় আড়াই দশক ধরে এই ঐতিহ্য মেনে চলছেন তিনি।

Advertisment

দেশ ও বিদেশের বিভিন্ন প্রজন্মে সুরের হাত ধরে লালু ঢাকির খ্যাতি ছড়িয়ে গেছে। অভিজিতের মুম্বইয়ের বাড়িতে ঢাক বাজানোর পাশাপাশি দিল্লি, কলকাতা, মনিপুরের সঙ্গে-সংগে অস্ট্রেলিয়া, লন্ডন, আমেরিকা, ইউরোপ-সহ বহু দেশে তিনি এবং তাঁর দল বাজিয়েছেন দুর্গাপুজোর আরতি ও উৎসবে। বলিউডের অভিনেতা-নায়িকা, পরিচালক, গায়ক-গায়িকারা তার ঢাকের বোলে মোহিত হয়েছেন।

আরও পড়ুন- prisoners release: বন্দি-জীবনে আচরণ ভালো ছিল, পুজোর আগেই যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৪৫ বন্দিকে মুক্ত দিচ্ছে রাজ্য

Advertisment

এইবার সাত সদস্যের টিম নিয়ে কলকাতা থেকে মুম্বইয়ের পথে রওনা দেবেন লালু ঢাকি ও তার সহযোগীরা। তাঁর ভাইপো এই বছর মালয়েশিয়ায় ঢাক বাজাতে যাচ্ছেন। লালুর স্ত্রী ব্রজবালা দাস বলেন, “ভিন রাজ্যে বাঙালিদের উপর যা যা শুনছি, তাতে কিছুটা হলেও দুশ্চিন্তায় আছি। তবে গরিব মানুষের পক্ষে এটাই একটি যাত্রা এবং আমাদের সংস্কৃতি বাঁচিয়ে রাখার একটি সুযোগ।”

আরও পড়ুন-Nirmala Sitharaman:GST-এর সংস্কারে বাংলার কোন কোন ক্ষেত্রে দারুণ সুবিধা? বিশদে বললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী

লালু ঢাকি বলেন, “অভিজিত বাবুর পুজোর শুরু থেকেই আমরা ঢাক বাজাচ্ছি। এবার দল কম হলেও সুর এবং উৎসবের মাত্রা অপরিবর্তিত থাকবে।”

Murshidabad mumbai Durga Puja 2025