/indian-express-bangla/media/media_files/2025/09/18/lalu-2025-09-18-20-59-00.jpg)
Durga Puja 2025: অভিজিতের বাড়ির দুর্গাপুজোয় ঢাক বাজাতে যাচ্ছেন লালু দাস।
Durga Puja: মুর্শিদাবাদ জেলার বেলডাঙা থানার প্রত্যন্ত গ্রাম বাঁশচাতর-এর বাসিন্দা লালু দাস, যিনি ‘লালু ঢাকি’ নামে খ্যাত, এ বছরও গায়ক অভিজিতের বাড়িতে দুর্গাপুজোর মণ্ডপ মাতাতে যাবেন তাঁর ঢাকের দলসহ। প্রায় আড়াই দশক ধরে এই ঐতিহ্য মেনে চলছেন তিনি।
দেশ ও বিদেশের বিভিন্ন প্রজন্মে সুরের হাত ধরে লালু ঢাকির খ্যাতি ছড়িয়ে গেছে। অভিজিতের মুম্বইয়ের বাড়িতে ঢাক বাজানোর পাশাপাশি দিল্লি, কলকাতা, মনিপুরের সঙ্গে-সংগে অস্ট্রেলিয়া, লন্ডন, আমেরিকা, ইউরোপ-সহ বহু দেশে তিনি এবং তাঁর দল বাজিয়েছেন দুর্গাপুজোর আরতি ও উৎসবে। বলিউডের অভিনেতা-নায়িকা, পরিচালক, গায়ক-গায়িকারা তার ঢাকের বোলে মোহিত হয়েছেন।
এইবার সাত সদস্যের টিম নিয়ে কলকাতা থেকে মুম্বইয়ের পথে রওনা দেবেন লালু ঢাকি ও তার সহযোগীরা। তাঁর ভাইপো এই বছর মালয়েশিয়ায় ঢাক বাজাতে যাচ্ছেন। লালুর স্ত্রী ব্রজবালা দাস বলেন, “ভিন রাজ্যে বাঙালিদের উপর যা যা শুনছি, তাতে কিছুটা হলেও দুশ্চিন্তায় আছি। তবে গরিব মানুষের পক্ষে এটাই একটি যাত্রা এবং আমাদের সংস্কৃতি বাঁচিয়ে রাখার একটি সুযোগ।”
লালু ঢাকি বলেন, “অভিজিত বাবুর পুজোর শুরু থেকেই আমরা ঢাক বাজাচ্ছি। এবার দল কম হলেও সুর এবং উৎসবের মাত্রা অপরিবর্তিত থাকবে।”