/indian-express-bangla/media/media_files/2025/09/18/nirmala-2025-09-18-19-13-18.jpg)
Nirmala Sitharaman: ন্যাশনাল লাইব্রেরির অনুষ্ঠানে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এক্সপ্রেস ফটো: পার্থ পাল।
lowering tax rates:কলকাতায় ন্যাশনাল লাইব্রেরি ভাষা ভবন-এ “নেক্সট জেন GST সংস্কার” বিষয়ক আলোচনা সভায় যোগ দিয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী শ্রীমতি নির্মলা সীতারামন। ফাইন্যান্স কমিশনের সুপারিশ অনুযায়ী জিএসটি সংস্কারে আনা পরিবর্তন এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্কার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
তিনি জানান, এক তুলনামূলক তথ্যপত্র দর্শকদের জন্য প্রস্তুত করা হয়েছে। যেখানে UPA সরকারের আমলে এবং বর্তমান সময়ের ট্যাক্স কাঠামোর পরিবর্তন ও পণ্যের মূল্য পার্থক্যের বিশ্লেষণ অন্তর্ভুক্ত থাকবে। একইভাবে আরও একটি তথ্যপত্র থাকবে যাতে বোঝা যাবে কোন পণ্যের দাম GST সংস্কারের পরে কতটা কমেছে।
আরও পড়ুন- Adhir Chowdhury:'যে ঘা শুকিয়েছে, খুঁচিয়ে তুলে ঘৃণার বাতাবরণ তৈরির চেষ্টা', BJP-কে তুলোধোনা অধীরের
কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, “গত আট বছরে জিএসটি-র চারটি স্তর — ৫%, ১২%, ১৮% ও ২৮% শতাংশ — প্রযোজ্য ছিল। এখন সময় এসেছে নতুন রিভিউ করার।” তিনি উল্লেখ করেন যে নতুন সংস্কার পাঁচটি মাপকাঠিতে করা হয়েছে — দরিদ্র ও মধ্যবিত্তের সুরক্ষা, মধ্যবিত্তের উচ্চাকাঙ্ক্ষা পূরণ, কৃষকদের সাহায্য, মাইক্রো-ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (MSME)-কে সহায়তা এবং ভারতের দ্রুত অর্থনৈতিক বিকাশ।
কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্যে রয়েছে:
১২% রেটের অনেক পণ্য নতুন সংস্কারে ৫%-তে নামানো হবে।
২৮% রেটের অধীনে থাকা প্রায় ৯০% পণ্য ১৮% রেটের শ্রেণিতে স্থান পাবে।
বিলাসবহুল ও “সিন গুডস” (sin goods)-এর ক্ষেত্রে উচ্চ কর রক্ষা করা হবে।
তিনি আরও বলেন, “২২ সেপ্টেম্বরকে বেছে নেওয়া হয়েছে দুর্গাপূজোর আগে নতুন সংস্কারের ঘোষণা করার জন্য। যাতে সাধারণ মানুষ তাড়াতাড়ি উপকৃত হতে পারেন।” রাজ্য সরকারের সঙ্গে সমন্বয় করে রাজ্যগুলি যদি কর রেট কমানো বা কর কাঠামো পরিবর্তন করতে রাজি হয় তবে কেন্দ্রীয় সরকার সেই সিদ্ধান্তকে সমর্থন করবে।
আরও পড়ুন-Durga Puja 2025:গাংচিল বেশে এসে পুজো নিতেন 'দেবী'! ২৬০ বছরের এই দুর্গাপুজোর পরতে পরতে ইতিহাস!
পশ্চিমবঙ্গে বিশেষভাবে উল্লেখ করেন যে, চামড়াজাত শিল্প, হোসিয়ারি পণ্য, দার্জিলিং চা, জুট পণ্যসহ বহু ঐতিহ্যবাহী শিল্প ও গ্রামীণ উদ্যোগ নতুন জিএসটি-কাঠামোর ফলে সুবিধা পাবে। এছাড়া মিষ্টি পণ্যের পদে কর তুলে দেওয়া হয়েছে, কৃষি খরচ ও স্বাস্থ্য খাতের সেবা আরও সাশ্রয়ী করা হবে এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বাড়বে।