/indian-express-bangla/media/media_files/2025/05/27/KO6WPpfpi6XqJwYFRmhU.jpg)
Tejashwi Yadav: কলকাতার হাসপাতালে জন্ম তেজস্বীর পুত্র সন্তানের।
আবারও ঠাকুরদা হলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান রাজনীতিবিদ লালু প্রসাদ যাদব। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে লালুপ্রসাদ যাদবের পুত্র তেজস্বী যাদবের পুত্র সন্তানের জন্ম হয়েছে। সদ্যোজাত পুত্র সন্তানের ছবি নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন তেজস্বী। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বর্তমানে মা-সন্তান দু'জনেই ভালো আছেন। মঙ্গলবার হাসপাতালে তেজস্বী যাদবের সদ্যোজাত সন্তানকে দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতালে গিয়ে এদিন লালুপ্রসাদ যাদব-রাবড়ি দেবীর সঙ্গেও দেখা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার লালুপ্রসাদ যাদবের নাতিকে দেখে হাসপাতালের বাইরে বেরিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন "
তেজস্বীর পরিবারে খুশির খবর এসেছে। লালুজি-রাবড়িজিও এসেছেন। ওরাও খুব খুশি। বিহারে ভোটও আসছে। এই বাচ্চা শুভেচ্ছার বার্তা নিয়েই এসেছে। তেজস্বীর স্ত্রী এখানে গত ৯ মাস ধরে আছেন। ওরা গতরাতে আমাকে মেসেজ করিয়েছিলেন। আমি বলেছিলাম আসব। আমি খুব খুশি। লালুজি, রাবড়িজির সঙ্গে দেখা করেছি। বাচ্চাও দেখতে খুব সন্দর হয়েছে। বাবা-মা দেখতে এত সুন্দর হলে তো......!!!"
২০২১ সালে তেজস্বী যাদবের বিয়ে হয়েছিল। এর আগে তাঁর একটি কন্যা সন্তান রয়েছে। এবার তেজস্বীর পরিবারের জন্ম নিল এক পুত্র সন্তান।
Hello world! #happy #blessed #TejashwiYadav
Posted by Tejashwi Yadav on Monday, May 26, 2025
তেজস্বী যাদব বলেছেন, "মুখ্যমন্ত্রীকে আমাদের অনেক ধন্যবাদ। এখানে উনি আমাদের অভিভাবক। আমার প্রথম মেয়ে হয়েছিল নবরাত্রির সময়। তাই ওর নাম বাবা রেখেছিলেন কাত্যায়নী। এবার ছেলে হল মঙ্গলবার। আজ হনুমান জয়ন্তীর দিন। অনেকেই ওর অনেক নাম ভাবছে। তবে বাবা যে নামটা ভেবে রাখবে সেটাই ওর নাম হবে।"
আরও পড়ুন- Panchkula: একই পরিবারের ৭ সদস্যের মর্মান্তিক মৃত্যু, আত্মহত্যা নাকি খুন? তদন্তে পুলিশ