/indian-express-bangla/media/media_files/2025/05/27/hGWE6WUIG32HOFztk4My.jpg)
News in Bengal Highlights: গুরুত্বপূর্ণ খবরের টাটকা আপডেট জানুন।
Latest Kolkata News Highlights:সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই নতুন করে শিক্ষক নিয়োগের পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করতে চলেছে রাজ্য সরকার। মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠকেই এমনই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, "এখনই বলা উচিত নয়, যে আমরা পরীক্ষা দেব না। তাহলে তো চাকরিটাই থাকবে না। ৩০ মে পরীক্ষার বিজ্ঞপ্তি দেবে সরকার। ১৬ জুন-১৪ জুলাই অনলাইনে আবেদন। ১৫ নভেম্বর মেধাতালিকা প্রকাশ। ২০ নভেম্বর থেকে কাউন্সিলিং। নবম দশমে ১১,৫১৭ শিক্ষকের শূন্যপদ আছে। একাদশ-দ্বাদশে ৬,৯১২ শূন্যপদ। বয়সের জন্য আটকাবে না। প্রত্যেকেই পরীক্ষায় বসতে পারবেন। আপাতত সবাইকেই পরীক্ষায় বসতে হবে।"
জাপান, দক্ষিণ কোরিয়ার পর এবার সিঙ্গাপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাক ভূখণ্ডে থাকা ৯টি জঙ্গিঘাঁটি অপারেশন সিঁদুর চালিয়ে ধ্বংস করেছে ভারত। পাকিস্তানের মুখোশ বিশ্বের অন্য দেশগুলির সামনে আরও একবার টেনে খুলে দিতে দুরন্ত তৎপরতা কেন্দ্রের। ভারতীয় সাংসদদের বেশ কয়েকটি দল এই মুহূর্তে গোচা বিশ্ব চষে বেড়াচ্ছে। এমনই একটি দলে রয়েছেন তৃমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ সিঙ্গাপুরে INA-এর স্মৃতিসৌধে সম্মান জানানোর পাশাপাশি রামকৃষ্ণ মিশন ঘুরে দেখেছেন অভিষেক। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, "আজ, সিঙ্গাপুরের এসপ্ল্যানেড পার্কে অবস্থিত আইএনএ স্মৃতিসৌধে, আমি নেতাজি সুভাষ চন্দ্র বোসকে আন্তরিকভাবে স্মরণ করছি - একজন উচ্চপদস্থ রাষ্ট্রনায়ক, নির্ভীক দেশপ্রেমিক এবং ভারতের স্বাধীনতার সন্ধানে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব।সিঙ্গাপুরে গুরুত্বপূর্ণ ঘটনাবলীর আগে আইএনএ-র প্রতি শ্রদ্ধা নিবেদনকারী স্মৃতিস্তম্ভটি বর্তমানে সংস্কারাধীন, তাই আমি বাইরে থেকে আমার শ্রদ্ধা নিবেদন করেছি। এই মুহূর্তটি আমার মধ্যে গভীর আবেগ জাগিয়ে তুলেছিল - নেতাজির মতো বিপ্লবীদের নেতৃত্বে বীরত্বপূর্ণ সংগ্রামের একটি মর্মস্পর্শী স্মারক।"
'অপারেশন সিঁদুর'-এর মাধ্যমে পাক ভূখণ্ডে থাকা ৯টি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারত। মঙ্গলবার গুজরাটের গান্ধীনগরের একটি সরকারি অনুষ্ঠানে হাজির হয়ে পাকিস্তানকে আবারও কড়া বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তিনি বলেন, "পাকিস্তানকে ধুলো চাটিয়ে ছেড়েছে ভারত। সুযোগ পেলেই নিরীহদের মারে পাকিস্তান। আর সহ্য করার দিন নেই। এবার গুলির জবাব গুলিতে। জঙ্গিদের শেষকৃত্যে পাক সেনা। ভারতও প্রতিবেশী দেশে সুখ চায়। ২২ মিনেটে জঙ্গিদের ৯ ঘাঁটি ধ্বংস। দেশবাসীর মনে জাতীয়তাবাদের আবেগ। সোজা লড়াইয়ে না পেরে ছায়াযুদ্ধ পাকিস্তানের। এখন তো ছায়াযুদ্ধ নয়, যুদ্ধই লড়ছে পাকিস্তান। এবার থেকে এমনই জবাব মিলবে। গত কয়েক বছরে অর্থনীতিতে ১১ থেকে ৪ নম্বরে ভারত। সিন্ধু জলচুক্তিতে যা আছে তা শিনলে চমকে যাবেন। বলা হয়েছে, জম্মু কাশ্মীরের ড্যামগুলি সংস্কার করা যাবে না। গত ৬০ বছরে সেখানকার ড্যামগুলির সংস্কার হয়নি।
আরও পড়ুন- Success Story: অবিশ্বাস্য প্রচেষ্টায় অভাবনীয় সাফল্য! বাংলার অজ গাঁয়ের মামতাজুলের 'সোনার কীর্তি' গোটা দেশে চর্চায়!
-
May 27, 2025 15:48 IST
Kolkata News Live Update:ফের চোখ রাঙাচ্ছে করোনা
ফের চোখ রাঙাচ্ছে করোনা। মালদহে দুই বছরের এক শিশুর শরীরে মিলল করোনা ভাইরাস। মালদার ইংরেজবাজার থানা এলাকার বাসিন্দা দুই বছরের ওই শিশু গত শনিবার জ্বর, সর্দি কাশি এবং পিঠে চট পেয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। সেদিন রাতেই ওই শিশুর নালা সংগ্রহ করে একাধিক পরীক্ষা করা হয়। আর তাতেই করোনা পজেটিভ আসে ওই শিশুর। এরপর ওই শিশুকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পিকু ওয়ার্ডের ভর্তি করা হয়। তবে বর্তমানে ওই শিশু আগের তুলনায় অনেকটাই ভালো রয়েছে। মালদা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায় বলেন, "এখনই করোনা নিয়ে কেন্দ্র বা রাজ্যের পক্ষ থেকে কোন নির্দেশিকা আসেনি, তবে প্রতি মুহূর্তে আমরা রাজ্যের সাথে যোগাযোগ রাখছি। এখনই করোনা নিয়ে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।"
-
May 27, 2025 15:46 IST
Kolkata News Live Update:১৯ জুন উপনির্বাচন
আগামী ১৯ জুন বাংলা-সহ চার রাজ্যে উপনির্বাচনের দিন ঘোষণা করেছে কমিশন। এই রাজ্যের কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রেও হবে উপনির্বাচন। সেই উপনির্বাচনেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। সম্প্রতি কালীগঞ্জ বিধানসভার বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের মৃত্যু হয়। সেই কারণেই ওই কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে।
-
May 27, 2025 15:46 IST
Kolkata News Live Update: রাতের আকাশে ড্রোন?
এবার রাজ্যের সীমান্তবর্তী জেলা উত্তর দিনাজপুরের রায়গঞ্জে রাতের আকাশে ছোট ছোট বেশ কয়েকটি আলোকবিন্দুকে নড়াচড়া করতে দেখেন বাসিন্দারা। সেগুলি দেখে ড্রোন বলেই সন্দেহ হয় তাঁদের। যদিও ওই আলোক বিন্দুগুলি ড্রোন নয় বলেই দাবি করেছেন রায়গঞ্জের পুলিশ সুপার। তবে এতেও সন্দেহ কমছে না অনেকেরই। কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর সীমান্তবর্তী একাধিক রাজ্যে এমনই গুচ্ছগুচ্ছ পাক ড্রোন দেখা গিয়েছিল। সেই সব ড্রোন গুলি করে নামায় ভারতীয় সেনা। সম্প্রতি কলকাতার আকাশেও বেশ কয়েকটি ড্রোন উড়তে দেখা গিয়েছিল। যা ঘিরেও রহস্য বেড়েছিল বহুগুণে।
-
May 27, 2025 15:08 IST
Kolkata News Live Update:চাকরিহারাদের কী বার্তা মুখ্যমন্ত্রীর?
SSC-এর চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের জন্য বিশেষ সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী আজ বিকেলে নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে কী বলেন সেদিকেই তাকিয়ে হাজার-হাজার চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা। গতকালই বিকাশ ভবনে রাজ্যের শিক্ষাসচিবের সঙ্গে বৈঠক করেছেন চাকরিহারা শিক্ষকদের ৬ প্রতিনিধি। সেই বৈঠকে তাঁরা স্পষ্ট করে নিজেদের দাবি-দাওয়া জানিয়েছেন। তারপরেই আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে জানিয়েছেন তিনি বিষয়টি নিয়ে সাংবাদিক বৈঠক করবেন।
বিস্তারিত পড়ুন- Mamata Banerjee: পরীক্ষায় বসতেই হবে? নাকি কোনও 'উপায়' বের করেছে রাজ্য, চাকরিহারাদের কী বার্তা মুখ্যমন্ত্রীর?
-
May 27, 2025 13:33 IST
Kolkata News Live Update:টেট উত্তীর্ণদের বিক্ষোভ
দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার ডিপিএসসি অফিসের সামনে অবস্থান বিক্ষোভে ২০২২-এর টেট উত্তীর্ণরা।
মঙ্গলবার ডায়মন্ড হারবার ডিপিএসসি অফিসের সামনে নিজেদের নিয়োগের দাবি নিয়ে অবস্থান বিক্ষোভ শুরু করেন শতাধিক চাকরিপ্রার্থী। বিক্ষোভকারীদের দাবি, ২০২২ সালে রাজ্যে টেট পরীক্ষায় উত্তীর্ণ হন তারা। উত্তীর্ণ হওয়ার পর আড়াই বছর কেটে গেলেও আজও পর্যন্ত ইন্টারভিউয়ের জন্য ডাক পাননি চাকরিপ্রার্থীরা। এমনকী শূন্য পদের সংখ্যাও তাদের জানানো হয়নি বলে অভিযোগ তাদের। নিজেদের নিয়োগের দাবি নিয়ে অবস্থান বিক্ষোভে সামিল হন চাকরিপ্রার্থীরা। -
May 27, 2025 13:19 IST
Kolkata News Live Update:আতঙ্ক উপকূলে
আজ রয়েছে অমাবস্যা। এদিকে বঙ্গোপসাগরে তৈরি হওয়ার সম্ভাবনা নিম্নচাপের। এই জোড়া ফোলায় নদী ও সমুদ্রে জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে নতুন আতঙ্কে উপকূলবাসী। বিগত বছর গুলিতে এই মে মাসে বিগত আমফান,ইয়াস থেকে বড় বড় ঝড় আঘাত এনেছে এই সুন্দরবনে। এই পরিস্থিতিতে জেলা অফিস থেকে ব্লক গুলিতে যে কোনও পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। এলাকাবাসীকে দুর্যোগের বিষয়ে সতর্ক করতে ব্লক ও পুলিস প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়। এছাড়াও মহকুমার পাশাপাশি ব্লক অফিস গুলিতেও কন্ট্রোল রুম খোলা হয়েছে। পর্যটন কেন্দ্রগুলিতে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। মূলত গঙ্গাসাগর ও বকখালির সমুদ্র সৈকতে সিভিল ডিফেন্স ও পুলিশকর্মীর সংখ্যা বাড়ানো হয়েছে। এই এলাকায় বাইরে থেকে আসা পুণ্যার্থী ও পর্যটকদের সমুদ্রে বেশি দূর পর্যন্ত নামতে দেওয়া হচ্ছে না।
-
May 27, 2025 13:08 IST
Kolkata News Live Update:তেজস্বীর পুত্রসন্তানের জন্ম
আবারও ঠাকুরদা হলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান রাজনীতিবিদ লালু প্রসাদ যাদব। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে লালুপ্রসাদ যাদবের পুত্র তেজস্বী যাদবের পুত্র সন্তানের জন্ম হয়েছে। সদ্যোজাত পুত্র সন্তানের ছবি নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন তেজস্বী। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বর্তমানে মা-সন্তান দু'জনেই ভালো আছেন। মঙ্গলবার হাসপাতালে তেজস্বী যাদবের সদ্যোজাত সন্তানকে দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতালে গিয়ে এদিন লালুপ্রসাদ যাদব-রাবড়ি দেবীর সঙ্গেও দেখা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বিস্তারিত পড়ুন- Tejashwi Yadav: ফের ঠাকুরদা হলেন লালু, কলকাতার হাসপাতালে তেজস্বীর পুত্রসন্তানের জন্ম, শুভেচ্ছা মমতার
-
May 27, 2025 12:36 IST
Kolkata News Live Update:দিন তিনেকেই বর্ষা
আবহাওয়া দফতর জানিয়েছে, পরিস্থিতি এমনই চললে আগামী দিন তিনেকের মধ্যে উত্তরবঙ্গ হয়ে এই রাজ্যে মৌসুমী বায়ু ঢুকে পড়তে পারে। অর্থাৎ বর্ষার প্রবেশ ঘটতে পারে রাজ্যে। চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড়-জল চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। বঙ্গোপসাগরে আজ নিম্নচাপ তৈরি হয়ে গেলে বুধবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
-
May 27, 2025 12:35 IST
Kolkata News Live Update:প্রয়াত বিধায়কের কন্যাই তৃণমূলের প্রার্থী
বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে নদিয়ার কালীগঞ্জে উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে আগামী ১৯ জুন। কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের মৃত্যুতে ওই আসনটি ফাঁকা হয়। আগামী ১৯ জুন দেশের অন্যান্য কয়েকটি কেন্দ্রের পাশাপাশি এই রাজ্যের কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রেও উপনির্বাচন হবে। কালীগঞ্জে এবার তৃণমূল প্রার্থী করেছে প্রয়াত তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের কন্যা আলিফা আহমেদকে। সাম্প্রতিক সময়ে তৃণমূলের বেশ কিছু কর্মসূচিতে তাকে দেখা গিয়েছিল। শেষমেষ ওই কেন্দ্রে তার ওপরেই ভরসা রাখল জোড়াফুল।
-
May 27, 2025 11:29 IST
Kolkata News Live Update:ফেসবুকে মিলল নিখোঁজ ছেলের সন্ধান
১৪ বছর আগে নিখোঁজ হয়েছিলেন বাড়ি থেকে। দীর্ঘ সন্ধানের পরেও মেলেনি খোঁজ। বাড়ির লোক ভেবেছিলেন তাঁদের মানসিক ভারসাম্যহীন ছেলে হয়তো আর বেঁচে নেই। কিন্তু দীর্ঘ ১৪ বছর পর সেই ছেলের খোঁজ মিলল প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে। ফেসবুকের মাধ্যমে হারিয়ে যাওয়া ছেলের খোঁজ পেয়ে তাজ্জব পরিবারের লোকেরা। ভিডিওকলে ছেলের সঙ্গে কথা বলতে গিয়ে চোখের জল ধরে রাখতে পারলেন না দিদি। এখন কীভাবে বাংলাদেশ থেকে ছেলেকে ফিরিয়ে আনবেন, তা নিয়ে চিন্তায় ঘুম উড়েছে পরিবারের। তাঁরা দ্বারস্থ হয়েছেন প্রশাসনের।
বিস্তারিত পড়ুন- Malda News: ফেসবুকে মিলল নিখোঁজ ছেলের সন্ধান, ওই দেশে গেল কীভাবে? প্রশ্ন পরিবারের
-
May 27, 2025 10:45 IST
Kolkata News Live Update: বিশেষ প্ল্যানিংয়েই বাজিমাত ভারতের!
ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্য অনুযায়ী, এই প্রথম অপারেশন সিঁদুরেই (Operation Sindoor) 'রেড টিমিং'-এর ধারণার ব্যবহার করে ভারতীয় সেনা। রেড টিমিং-এর মধ্যে রয়েছে পরিকল্পনা প্রক্রিয়ায় প্রতিপক্ষের মানসিকতা, কৌশল এবং প্রতিক্রিয়ার ধরণ সম্পর্কে পরিচিত বিশেষজ্ঞদের একটি ছোট দলকে অন্তর্ভুক্ত করা। তাঁদের ভূমিকা হল পরিকল্পনাকে সমালোচনামূলকভাবে চ্যালেঞ্জ করা, শত্রুর প্রতিক্রিয়া অনুকরণ করা এবং অভিপ্রেত সামরিক কৌশলের দৃঢ়তা পরীক্ষা করতে সহায়তা করা।
বিস্তারিত পড়ুন-Operation Sindoor: অপারেশন সিঁদুরেই প্রথম, একবারে তুখোড়-নিখুঁত এই বিশেষ প্ল্যানিংয়েই বাজিমাত ভারতের!
-
May 27, 2025 09:40 IST
Kolkata News Live Update: যুবকের দেহ উদ্ধার
রাজারহাট থানা এলাকার মোবারকপুরে একটি পুকুর থেকে এক যুবকের মৃত দেহ উদ্ধার। পুলিশ সূত্রে খবর ওই যুবকের হাত পা বাধা ছিল। যুবকের নাম তৌহিদ রহমান সাফুই। পরিবারের অভিযোগ, তাকে খুন করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে রাজারহাট থানার পুলিশ। গতকাল বিকেল চারটে নাগাদ ওই যুবকের বাড়ি থেকে প্রায় ২.৫ কিমি দূরে একটি পুকুরে তার মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পুলিশ গিয়ে হাত-পা বাধা অবস্থায় যুবকের দেহ উদ্ধার করে। পুলিশের প্রাথমিক অনুমান ওই যুবককে খুন করা হয়েছে। তবে কে বা কারা করেছে সেই বিষয়ে তদন্ত শুরু করেছে রাজারহাট থানার পুলিশ।
-
May 27, 2025 09:30 IST
Kolkata News Live Update: মেট্রোয় ১ জুন থেকে নয়া নিয়ম
মেট্রো কর্তৃপক্ষ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ক্রমাগত বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করে। সেন্ট্রাল কন্ট্রোল এবং স্টেশনগুলিতে নিযুক্ত মেট্রো কর্মীরা সিসিটিভি নজরদারি ব্যবস্থার মাধ্যমে স্টেশন এলাকায় এবং প্ল্যাটফর্মগুলিতে যাত্রীদের চলাচলে নজরদারি চালান। স্টেশনের পাবলিক অ্যাড্রেস সিস্টেমের মাধ্যমে যাত্রীদের নিয়মিতভাবে অনুরোধ করা হয় যে ট্রেন আসার আগে প্ল্যাটফর্মের প্রান্তে হলুদ লাইন অতিক্রম না করার জন্য। কিন্তু দেখা গেছে যে বারবার অনুরোধ করার পরেও যাত্রীদের একটি অংশ অপ্রয়োজনীয়ভাবে হলুদ লাইন অতিক্রম করে।
বিস্তারিত পড়ুন- Kolkata Metro:মেট্রোযাত্রীরা সতর্ক হোন আজই! না হলে স্টেশনেই দিতে হবে মোটা টাকা জরিমানা
-
May 27, 2025 08:52 IST
Kolkata News Live Update: ভারী বৃষ্টির পূর্বাভাস
আর দিন কয়েকের মধ্যেই বাংলায় পাকাপাকিভাবে ঢুকে পড়ছে বর্ষা। তার আগে আজ এবং আগামীকাল বুধবার নিম্নচাপের জেরে জেলায়-জেলায় বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। বৃষ্টির সঙ্গেই দোসর হবে ঝোড়ো হাওয়া। সবমিলিয়ে প্রাক-বর্ষার ভরপুর আমেজ মিলতে শুরু করেছে রাজ্যজুড়েই। চলতি সপ্তাহে কেমন থাকবে গোটা রাজ্যের আবহাওয়া? এসব নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট।
বিস্তারিত পড়ুন- Kolkata Weather Update today: নিম্নচাপ তৈরি হতে পারে আজই, ভারী বৃষ্টির পূর্বাভাস, বর্ষা নিয়ে বড় আপডেট