Advertisment

Land dispute in Malda : জমির দখলদারি নিয়ে রণক্ষেত্র, মালদহে খুন, গুরুতর আহত ২, তুমুল চাঞ্চল্যে দিনভর তোলপাড়

Land dispute in Malda : জমি দখলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষে খুন। গুরুতর জখম হয়েছে আরও দুই। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে চাচোল থানার খেমপুর গ্রাম পঞ্চায়েতের কাঠালপাড়া এলাকায়।

author-image
Madhumita Dey
New Update
malda land dispute

জমির দখলদারি নিয়ে রণক্ষেত্র, মালদহে খুন, গুরুতর আহত ২, তুমুল চাঞ্চল্যে দিনভর তোলপাড় Photograph: (ফাইল ছবি)

Land dispute in Malda :জমি দখলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষে খুন এক ব্যক্তি। গুরুতর জখম হয়েছে আরও দুজন। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে চাচোল থানার খেমপুর গ্রাম পঞ্চায়েতের কাঠালপাড়া এলাকায়। আহতদের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। এই সংঘর্ষের ঘটনার পর মৃতের পরিবারের পক্ষ থেকে হামলাকারীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তেরা ।

Advertisment

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম সাদ্দাম হোসেন (৪২) । আহত দুজনের নাম উসমান আলি (৩৮) এবং মকবুল হোসেন (৩৬) । এরা দুজনেই মৃত সাদ্দাম হোসেনের আত্মীয়। 
পুলিশ সূত্রে জানা গিয়েছে, খেমপুর গ্রাম পঞ্চায়েতের কাঁঠালপাড়া এলাকায় একটি ছয় বিঘার জমির দখলদারী নিয়ে গোলমালের সূত্রপাত।

রতুয়া থানার ভাদো এলাকার সাইদুল ইসলাম ও তার দলবল গত পঞ্চাশ বছর ধরে চাচোলের কাঁঠালপাড়া এলাকার ওই ছয় বিঘা জমিটি ভোগ দখল করছিল বলে অভিযোগ। কিন্তু ওই জমিটি নিজেদের বলে দাবি করে চাচোলের কাঁঠালপাড়া এলাকার বাসিন্দা জর্জিস আলি ও তার পরিবার। গত কয়েক মাস ধরে এই জমির দখলদারি নিয়ে ওই দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ চলছিল।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে সাইদুল ইসলাম দলবল নিয়ে ওই ছয় বিঘা জমিটি ঘেরার পরিকল্পনা নেই। সেই সময় জার্জিস আলির পক্ষ নিয়ে সাদ্দাম হোসেন ও তার দলবল বাঁধা দিতে যায়। তখনই দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ বাঁধে । সেই সংঘর্ষের মধ্যে সাদ্দাম হোসেনকে বাঁশ, লাঠি দিয়ে পিটিয়ে এবং ধারালো রক্ত দিয়ে কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ।

Advertisment

সংঘর্ষের মধ্যে সাদ্দামকে বাচাতে গিয়ে তার দুই আত্মীয় জখম হয়েছে। চাচোলের এসডিপিও সোমনাথ সাহা জানিয়েছেন, সংঘর্ষ এবং খুনের ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক। পুরো ঘটনাটি নিয়ে অভিযোগ দায়ের হয়েছে চাচোল থানায়।  পুলিশ অভিযুক্তদের খোঁজ শুরু করেছে। 

Murder Malda
Advertisment