পর্দাফাঁস! করোনা আবহে প্রচুর নকল মাস্ক বাজেয়াপ্ত মেদিনীপুরে

মেদিনীপুর শহরের বটতলা চক থেকে কালেক্টরেট মোড় পর্যন্ত বেশ কয়েকটি দোকানে অভিযান চালায় কোতয়ালি থানার পুলিশ। ওই অভিযানে নকল মাস্ক বিক্রির পর্দাফাঁস করে পুলিশ।

মেদিনীপুর শহরের বটতলা চক থেকে কালেক্টরেট মোড় পর্যন্ত বেশ কয়েকটি দোকানে অভিযান চালায় কোতয়ালি থানার পুলিশ। ওই অভিযানে নকল মাস্ক বিক্রির পর্দাফাঁস করে পুলিশ।

author-image
IE Bangla Web Desk
New Update
mask, মাস্ক

প্রতীকী ছবি

যত দিন গড়াচ্ছে, বাংলায় বাড়ছে করোনা উদ্বেগ। এই আবহে বাংলার বাজারে মাস্কের চাহিদা আকাশচুম্বী। এমন প্রেক্ষিতে দেদার বিকোচ্ছে নকল মাস্ক, এমন অভিযোগই এবার সামনে এল। চড়া দামে নকল মাস্ক বিক্রির অভিযোগে হাতেনাতে পাকড়াও করা হয়েছে এক ওষুধ দোকানের মালিককে। এ ঘটনাটি ঘটেছে মেদিনীপুর শহরে। উদ্ধার করা হয়েছে একাধিক নকল মাস্ক।

Advertisment

জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের বটতলা চক থেকে কালেক্টরেট মোড় পর্যন্ত বেশ কয়েকটি দোকানে অভিযান চালায় কোতয়ালি থানার পুলিশ। ওই অভিযানে নকল মাস্ক বিক্রির পর্দাফাঁস করে পুলিশ। করোনা আতঙ্কে মাস্কের কালোবাজারি শুরু করেছে কয়েকটি ওষুধের দোকান, এমন খবর পেয়েই অভিযানে নামে পুলিশ।

আরও পড়ুন: করোনায় ‘অবিবেচক’ বাংলার আমলার পরিবার, কোভিড ১৯ টেস্ট করাতে টালবাহানা আক্রান্ত তরুণের

৫০-১০০ টাকার মাস্ক ৫০০-৭০০ টাকায় বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার সন্ধ্যায় পুলিশি অভিযানের সময় দেখা যায় নকল এন ৯৫ মাস্কের ট্যাগ লাগিয়ে তা বিক্রি করা হচ্ছে। এ ঘটনা নজরে আসতেই পাকড়াও করা হয় এক ওষুধ দোকানের মালিককে। ওই মাস্কগুলি বাজেয়াপ্ত করেছে পুলিশ।

Advertisment

প্রসঙ্গত, করোনাভাইরাস পরিস্থিতিতে মাস্কের কালোবাজারি রুখতে আগেই পুলিশকে সতর্ক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর নির্দেশ মোতাবেক কলকাতার বিভিন্ন ওষুধ দোকানে অভিযান চালাচ্ছে ইবি। জেলাতেও পুলিশের এই তদারকি চোখে পড়ছে। এদিকে, রাজ্যে করোনায় আক্রান্ত এক তরুণ। বেলেঘাটা আইডি হাসপাতালে তাঁকে আইসোলেশনে রাখা হয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus corona