Chinmoykrishna Das: 'চিন্ময়কৃষ্ণের প্রাণহানির আশঙ্কা', বারাকপুরে বললেন রবীন্দ্র ঘোষ

Chinmoykrishna Das-Rabindra Ghosh: বাংলাদেশের দিকে দিকে হিন্দুদের উপর নির্যাতন চলছে। সে দেশে সংখ্যালঘুদের উপর নির্যাতনের প্রতিবাদে আওয়াজ তুলেছিলেন সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস।

Chinmoykrishna Das-Rabindra Ghosh: বাংলাদেশের দিকে দিকে হিন্দুদের উপর নির্যাতন চলছে। সে দেশে সংখ্যালঘুদের উপর নির্যাতনের প্রতিবাদে আওয়াজ তুলেছিলেন সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস।

author-image
IE Bangla Web Desk
New Update
Chinmoy Krishna Das।

Chinmoykrishna Das: চিন্ময়কৃষ্ণ দাস।

Lawyer Rabindra Ghosh fears the death of Chinmaykrishna Das in Bangladesh jail: চিন্ময়কৃষ্ণ দাসের (ChinmoyKrishna Das) মৃত্যুর আশঙ্কা তাঁর আইনজীবী রবীন্দ্র ঘোষের। বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য এপার বাংলায় এসেছেন রবীন্দ্র ঘোষ। বারাকপুরে বিশেষ কাজে গিয়েছিলেন তিনি। সেখানেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশে জেলবন্দি চিন্ময়কৃষ্ণ দাসের প্রাণহানির আশঙ্কা প্রকাশ করেছেন সে দেশের বিশিষ্ট আইনজীবী।

Advertisment

বাংলাদেশের জেলে বন্দি একদা ISKCON-এর সঙ্গে যুক্ত সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস। আগামী ২ জানুয়ারি ফের চট্টগ্রাম আদালতে চিন্ময়কৃষ্ণ দাসের জামিন মামলা এগনোর আর্জির শুনানি হবে। তার আগে বারাকপুরে একটি বিশেষ কাজে এসেছিলেন সে দেশের বর্ষীয়ান আইনজীবী রবীন্দ্র ঘোষ (Rabindra Ghosh)।

বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে কলকাতায় চিকিৎসা করাতে এসেছেন চিন্ময়কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষ। টিভি নাইন বাংলার মুখোমুখি হয়ে রবীন্দ্র ঘোষ বলেছেন, "চিন্ময়কৃষ্ণ দাসের হয়ে লড়তে গিয়েছিলাম চট্টগ্রামে। কারণ ওর হয়ে কোনও আইনজীবী সেখানে দাঁড়াতে পারছিলেন না। ওঁর বিরুদ্ধে কিছু জামিন অযোগ্য ধারা দেওয়া হয়েছে। এক আইনজীবী খুন হয়েছেন। কে খুন করেছে তা ভিডিও-য় দেখা গেছে। কিন্তু বিষয়টা নিয়ে ৭১ জন আইনজীবীর বিরুদ্ধে মামলা করল।"

Advertisment

আরও পড়ুন-West Bengal News Live: ওপার বাংলায় হিন্দু নির্যাতন, এপার বাংলায় প্রতিবাদ! কলকাতায় বাঙালি হিন্দু সুরক্ষা সমিতির মিছিল

আরও পড়ুন- Bidhannagar News: 'আসারই দরকার নেই', বাংলাদেশি ব্যবসায়ীদের বলল বিধাননগর মেলা কমিটি

উল্লেখ্য, শেখ হাসিনা (Sheikh Hasina) সরকারের অবসানের পর বাংলাদেশের হিন্দুদের উপর অকথ্য নির্যাতন শুরু হয়। মহম্মদ ইউনূস (Muhammad Yunus) নেতৃত্বাধীন সে দেশের অন্তর্বর্তীকালীন সরকারের আমলে দিকে দিকে আক্রান্ত হচ্ছে সংখ্যালঘুরা। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের সুরক্ষার দাবিতে আন্দোলন শুরু করেছিলেন চিন্ময়কৃষ্ণ দাস। 

আরও পড়ুন -Noapara-Barasat Metro: নোয়াপাড়া-বারাসত মেট্রোরেল চালু কবে? খোদ মন্ত্রীর কথায় বিরাট আশা!

ইসকনের প্রাক্তন সন্ন্যাসী বাংলাদেশে সংখ্যালঘুদের হয়ে আওয়াজ তুলেছিলেন। তারপরেই রাষ্ট্রদ্রোহিতার মামলায় চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে বাংলাদেশের পুলিশ। বারবার সে দেশের আদালতে তাঁর জামিনের আবেদন নাকচ করা হয়েছে। তাঁর হয়ে দাঁড়াতে চাইলেই হুমকি, মারধরের শিকার হচ্ছেন আইনজীবীরা।

Bangladesh Chinmoy Krishna Das arrest Bangladesh Crisis