Advertisment

সিপিএমের হয়ে জিতেই এই মহিলা যা কাণ্ড বাঁধালেন, দেখে বায়রনও লজ্জা পাবেন!

ভোটের ফল ঘোষণার দিনেই এই কাণ্ড নিয়ে জোরদার চর্চা শুরু!

author-image
IE Bangla Web Desk
New Update
left candidate joined Tmc after winning on cpm ticket in kalna

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চর্চা তুঙ্গে।

রাজনৈতিক মহলের একাংশ টিপ্পনি কেটে বলছেন ইনি কালনার 'বায়রন বিশ্বাস'। ভোটে সিপিএমের হয়েই লড়াই করেছিলেন তিনি। তবে আজ ফলপ্রকাশের পরেই তাঁর সোজা ইউ-টার্ন। জিতেই যোগ তৃণমূলে। তবে স্থানীয় বাম নেতৃত্ব বলছেন, শাসকদল তৃণমূলের মারাত্মক চাপের কাছে কার্যত নতিস্বীকার করেই সিপিএম প্রার্থী গীতা হাঁসদা জোড়াফুলে যোগ দেওয়ার কথা জানিয়েছেন।

Advertisment

পূর্ব বর্ধমানের কালনার কাকুরিয়া পঞ্চায়েতে সিপিএমের প্রার্থী হিসেবে গ্রাম সভার আসনে জিতেছেন গীতা হাঁসদা। আজ জিতেই তিনি তৃণমূলে যোগ দেওয়ার কথা ঘোষণা করেন। সহজপুরের ১৬৯ সংসদ থেকে জেতা সিপিএম প্রার্থী গীতা হাঁসদা ২৩ ভোটে নিকটতম প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে দেন। এই পঞ্চায়েতের মোট ১৮টি আসনের মধ্যে তৃণমূল ১৭টিতেই জয় লাভ করে।

আরও পড়ুন- কেষ্টকে কেস খাইয়েছিলেন! তাও শিবঠাকুরের স্ত্রীকেই প্রার্থী করে তৃণমূল, ফল কী হল?

মাত্র একটি আসনে জয় পায় সিপিএম। এদিন কালনার গননা কেন্দ্র থেকে বেরিয়েই তৃণমূলে যোগ দেওয়ার কথা জানান গীতা হাঁসদা। এপ্রসঙ্গে তিনি বলেন, 'আগে আমি তৃণমূলই করতাম। কিছু রাগের কারণে সিপিএমে যোগ দিয়েছিলাম। ফের তৃণমূলে যোগ দান করলাম।' যদিও স্থানীয় সিপিএম নেতৃত্বের দাবি, তৃণমূল নেতাদের চাপের কারণেই গীতা দলবদল করেছেন। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন জোড়াফুলের স্থানীয় নেতৃত্ব।

আরও পড়ুন- লজ্জায় মাথা হেঁট আরাবুলের! ভাঙড়ে ভোটের ফল শুনেই যা বললেন…

tmc CPIM West Bengal Purba Bardhaman Kalna Bayron Biswas panchayat election 2023
Advertisment