Biman Bose Hospitalised: গুরুতর অসুস্থ বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। প্রবীণ সিপিএম নেতাকে সোমবার রাতেই কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। জানা গিয়েছে, তাঁর ভীষণ জ্বর এসেছিল। জ্বর না কমায় তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। সংক্রামক জ্বর কি না তা আজ, মঙ্গলবার পরীক্ষা করা হবে। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানিয়েছেন, জ্বর না কমায় বিমানদাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মঙ্গলবার কিছু শারীরিক পরীক্ষা করা হবে। দুপুরে ডাক্তাররা দেখবেন তাঁকে। তার পর চিকিৎসা এগোবে কীভাবে তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
সিপিএম সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুরে দলীয় কর্মসুচি সেরে ফিরছিলেন বিমান বসু। মালদা থেকে তাঁর শরীর খারাপ হতে শুরু করে। জ্বর না কমায় সোমবার রাতেই তাঁকে হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
আরও পড়ুন সলমন-শাহরুখের পর এবার মিঠুন, পাকিস্তান থেকে প্রাণনাশের হুমকি 'মহাগুরু'কে
সূত্রের খবর, প্রথমে হাসপাতালে যেতে রাজি হননি বিমান বসু। আলিমুদ্দিন স্ট্রিটে দলীয় কার্যালয়েই তাঁর চিকিৎসা হোক চেয়েছিলেন বিমান। ওখানেই তিনি থাকেন। অনেক বুঝিয়ে-সুঝিয়ে তাঁকে হাসপাতালে ভর্তি হতে রাজি করা হয়। হাসপাতালে গিয়ে বিমানকে দেখে এসেছেন সেলিম-সহ দলের অন্যান্য নেতারা।