Advertisment

Mithun Chakraborty Death Threat: সলমন-শাহরুখের পর এবার মিঠুন, পাকিস্তান থেকে প্রাণনাশের হুমকি 'মহাগুরু'কে

Actor-BJP Leader Mithun Chakraborty Receive Death Threat From Pakistan: সলমন-শাহরুখ খানের পর এবার মিঠুন চক্রবর্তী। পাকিস্তান থেকে ভিডিও বার্তায় দাদাসাহেব ফালকে পুরস্কার জয়ী অভিনেতাকে খুনের হুমকি। কেন তাঁকে হুমকি দেওয়া হল জানুন।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
 mithun chakraborty dadasaheb phalke award

Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীকে প্রাণনাশের হুমকি পাকিস্তান থেকে

Pakistani Gangster Shahzad Bhatti Threatens Mithun Chakraborty Over Provocative Remarks: একের পর এক বলিউড অভিনেতারা পাচ্ছেন প্রাণনাশের হুমকি। সলমন খান, শাহরুখ খানদের খুনের হুমকি দেওয়া হচ্ছে। অভিযোগ, এই হুমকির নেপথ্যে রয়েছে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। এবার প্রাণনাশের হুমকি পেলেন প্রবীণ অভিনেতা মিঠুন চক্রবর্তী। দাদাসাহেব ফালকে সম্মানপ্রাপ্ত অভিনেতা তথা বিজেপি নেতাকে পাকিস্তান থেকে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ।

Advertisment

জানা গিয়েছে, পাকিস্তান থেকে শাহজাদা ভাট্টি নামের এক গ্য়াংস্টারের তরফে ভিডিও বার্তায় হুমকি দেওয়া হয়েছে মিঠুনকে। সরাসরি প্রাণনাশের হুমকি দিয়ে দাবি করা হয়েছে, সম্প্রতি মিঠুনের উসকানিমূলক মন্তব্যে মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে। তারই বদলা নিতে এই প্রাণনাশের হুমকি। ভিডিও বার্তায় অভিনেতাকে ক্ষমা চাইতে বলা হয়েছে। বেঁধে দেওয়া হয়েছে সময়সীমাও। ১০-১৫ দিনের মধ্যে মন্তব্যের জন্য ক্ষমা না চাইলে খুন করা হবে মিঠুনকে, এমনই হুমকি দেওয়া হয়েছে।

সম্প্রতি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভায় দাঁড়িয়ে উসকানিমূলক মন্তব্যের জেরে বিজেপি নেতা তথা প্রবীণ অভিনেতা মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। লালবাজার সূত্রে খবর, বউবাজার থানায় পদ্মভূষণ অভিনেতার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। সেই অভিযোগ বলা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে বিজেপির সভায় দাঁড়িয়ে উসকানিমূলক মন্তব্য করেছেন মিঠুন। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি করা হয়েছে।

আরও পড়ুন শাহের সভায় 'গরমা-গরম' কথা বলে বিপাকে মিঠুন, বিরাট ঝামেলার সম্মুখীন পদ্মভূষণ অভিনেতা

কী মন্তব্য করেছিলেন মিঠুন চক্রবর্তী?

উল্লেখ্য, সম্প্রতি বিজেপির সদস্য সংগ্রহ অভিযানের সূচনায় কলকাতায় এসেছিলেন অমিত শাহ। ২৭ অক্টোবর সেই কর্মসূচির অংশ হিসাবে কলকাতায় একটি সভায় উপস্থিত ছিলেন দাদাসাহেব ফালকে সম্মান প্রাপ্ত অভিনেতা। লোকসভা নির্বাচনের প্রচারের সময় তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর একটি মন্তব্য করেছিলেন। বিতর্কিত সেই মন্তব্যের রেশ টেনেই শাহের সভায় মিঠুন বলেন, 'আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সামনেই বসছি, যা করতে হয় সব করব। এই সব কিছু মধ্যে অনেক অর্থ লুকিয়ে রয়েছে। আমাদের এখানকার এক নেতা বলেছেন, ৭০ শতাংশ মুসলিম, ৩০ শতাংশ হিন্দু। কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব। ভাবলাম মুখ্যমন্ত্রী কিছু বলবেন। কিছু হল না। আমি মুখ্যমন্ত্রী নই। কিন্তু বলে রাখছি, ভাগীরথী নদী আমার মা। তাই ভাগীরথীতে কেটে ভাসিয়ে দেব না। কিন্তু তোমার মাটিতেই তোমাকে পুঁতে দেব।'

আরও পড়ুন '৫০ লক্ষ না পেলে খুন', হুমকি পেতেই নিরাপত্তা বাড়ল শাহরুখের, 'মন্নতে'র বাইরে কড়া পাহারা

সেদিন মিঠুন আরও বলেন, 'বার বার বলছি, যা করতে হয় সব করব। এমন সদস্য চাই যাঁরা বুক চিতিয়ে বলবেন মার! কত গুলি আছে দেখি! এমন কর্মী চাই না, যাঁরা টাকা নিয়ে কাজ করেন। এমন করলে আপনারা তৃণমূলে চলে যান। আমি বলে যাচ্ছি, আপনারা আমাদের বাগানের একটা ফল যদি ছেঁড়েন, আমরা তাহলে ৪টে ছিঁড়ব। এটা সত্যি, নাহলে জিততে পারব না।'

pakistan West Bengal bjp mithun chakraborty
Advertisment