ডুয়ার্সের জলঢাকা নদী সংলগ্ন জঙ্গলে মিলল পূর্ণবয়স্ক একটি চিতাবাঘের দেহ। জঙ্গলে হাতির সঙ্গে লড়াইয়েই মৃত্যু চিতাবাঘটির, এমনই অনুমান বনকর্মীদের। যে এলাকায় চিতাবাঘের দেহ উদ্ধার হয়েছে সেখানে মিলেছে হাতির পায়ের ছাপ। এমনকী চিতাবাঘটির শরীরের একাংশেও হাতির পায়ের থাবার চিহ্ন রয়েছে বলে দাবি বনকর্মীদের।
ডুয়ার্সের গয়েরকাটা রেঞ্জের অন্তর্গত জলঢাকা নদী সংলগ্ন জঙ্গল। সোমবার সেই জঙ্গলেই টহল দিতে গিয়েছিলেন বনকর্মীরা। রুটিন টহলদারির সময় ওই এলাকায় একটি পূর্ণবয়স্ক চিতাবাঘের দেহ দেখতে পান তাঁরা। চিতাবাঘটির দেহের আশেপাশে ছিল হাতির পায়ের ছাপ। এমনকী চিতাবাঘের দেহের কিছু অংশেও হাতির পা তুলে দেওয়ার চিহ্ন রয়েছে বলে দাবি বনকর্মীদের।
আরও পড়ুন- ‘পাড়ায় শিক্ষালয়ের’ জন্য কী কী নির্দেশিকা জারি করা হল, জেনে নিন
জঙ্গলে চিতাবাঘের দেহ উদ্ধারের ঘটনাটি রেঞ্জ অফিসারকে জানান টহলরত বনকর্মীরা। গয়েরকাটার রেঞ্জ অফিসার রাজকুমার পাল জানান, নাথুয়ার জঙ্গলে রুটিন টহলদারি চালাচ্ছিলেন বনকর্মীরা। সেখানেই তাঁরা একটি পূর্ণবয়স্ক চিতাবাঘের মৃতদেহ দেখতে পান।
চিতাবাঘটির গায়ে ও আশেপাশে হাতির পায়ের ছাপ পাওয়া গিয়েছে বলে জানান ওই বনাধিকারিক। মৃত চিতাবাঘটির দেহের ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছেন তিনি। তিনি বলেন, ''হাতির সঙ্গে চিতাবাঘটির লড়াই হতে পারে। তাতেই ওই চিতাবাঘটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। তবে চিতাবাঘটির মৃত্যুর আসল কারণ ময়নাতদন্তের পরেই স্পষ্ট হবে।''