Leopard: জঙ্গলের প্রকাণ্ড চিতাবাঘ সটান ঠাকুরঘরে, হাড়হিম কাণ্ডে আত্মারাম খাঁচাছাড়া গৃহস্থের

Leopard: এই ঘটনা প্রকাশ্যে আসতেই তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। প্রবল আতঙ্কে ভুগতে থাকেন এলাকার বাসিন্দারা। খবর পেয়ে ওই এলাকায় যান বনদফতরের কর্মীরা।

author-image
IE Bangla Web Desk
New Update
Leopard escapes from Jaldapara sanctuary takes shelter in a house: জলদাপাড়া অভয়ারণ্য থেকে বেরিয়ে গৃহস্থ বাড়িতে চিতাবাঘ

Leopard: প্রতীকী ছবি।

Leopard escapes from Jaldapara sanctuary takes shelter in a house: হাড়হিম কাণ্ড জলদাপাড়া অভয়ারণ্য সংলগ্ন এলাকায়। দিন কয়ের আগেই এই এলাকায় একটি গৃহস্থ বাড়ির শৌচাগারে ঢুকে লুকিয়ে পড়েছিল একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ। তাকে নিয়ে হুলুস্থুল কাণ্ড ঘটে যায় গ্রামে। বনদফতরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে চিতা-বাঘটিকে উদ্ধার করে নিয়ে যান। তবে তার আগে সে যা কাণ্ড ঘটিয়ে গিয়েছে তাতে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছিল গোটা এলাকায়। 

Advertisment

জানা গিয়েছে, দিন কয়েক আগে আলিপুরদুয়ার এবং কোচবিহার সংলগ্ন পাতলাখাওয়া এলাকায় একটি গৃহস্থ বাড়িতে ঢুকে পড়েছিল পূর্ণবয়স্ক একটি পুরুষ চিতা বাঘ। লাগোয়া জলদাপাড়া অভয়ারণ্য থেকে কোনও ভাবে চিতাবাঘটি বেরিয়ে গিয়ে আশ্রয় নিয়েছিল আলিপুরদুয়ার এবং কোচবিহারের সীমানা লাগোয়া ওই এলাকায়।

সুধনের কুঠি গ্রামে ঢুকে পড়েছিল চিতা বাঘটি। প্রথমে গ্রামেরই একটি বাড়ির শৌচালয়ে গিয়ে লুকিয়ে পড়ে চিতা বাঘটি। ওই বাড়ি থেকেই একটি ছাগল মুখে তুলে নিয়ে গিয়ে পালানোর চেষ্টা করে সে। কোনওভাবে ওই বাড়ির এক ব্যক্তির ঘুম ভেঙে গিয়েছিল। তাঁরই তৎপরতায় রক্ষা পায় ছাগলটি। এদিকে চিতা বাঘ ততক্ষণে পালিয়ে গিয়ে আশ্রয় নিয়েছে ওই বাড়িরই ঠাকুরঘরে।

আরও পড়ুন- West Bengal News Live:বিরাট সিদ্ধান্ত মমতার, রাজ্যপালের মামলায় হাইকোর্টে আইনজীবী বদলে ফেললেন মুখ্যমন্ত্রী

Advertisment

এদিকে, এই ঘটনা জানাজানি হতেই তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। রীতিমতো আতঙ্কে ভুগতে থাকেন স্থানীয় বাসিন্দারা। সেই ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছে গিয়েছিলেন বনদফতরের কর্মীরাও। চিতা বাঘটিকে কাবু করতে রীতিমতো তৎপরতা শুরু করে দেন বনকর্মীরা। কিছুক্ষণের চেষ্টাতেই চিতাবাঘটিকে ধরে ফেলেন বনকর্মীরা। খাঁচায় পুরে সেটিকে নিয়ে যাওয়া হয়।হাফ ছেড়ে বাঁচেন এলাকাবাসী।

আরও পড়ুন- Jadavpur University Chaos: যাদবপুরে অচলাবস্থা, রাজ্যকেই পদক্ষেপের পরামর্শ হাইকোর্টের

leopard north bengal north bengal forest Bengali News Today jaldapara news in west bengal news of west bengal