West Bengal News Highlights: যাদবপুরে ছাত্র বিক্ষোভের জের, বিরাট ঘোষণা নবান্নর

West Bengal News Updates Today 5 March, 2025:পশ্চিমবঙ্গ ও দেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু খবরের টাটকা আপডেট জেনে নিন। রাজনীতির দুনিয়া থেকে শিল্প-সংস্কৃতির গুরুত্বপূর্ণ খবর এক ঝলকে জেনে নিন।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
NULL

যাদবপুর কান্ডের জের, নিরাপত্তা বাড়ল ব্রাত্য'র

Latest West Bengal News Updates: নিরাপত্তা বাড়ল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। যাদবপুর কান্ডের জেরেই বাড়ানো হয়েছে তাঁর নিরাপত্তা বলেই নবান্ন সূত্রে জানানো হয়েছে। এবার থেকে জেড ক্যাটাগরির নিরাপত্তা পাবেন ব্রাত্য। 

Advertisment

গত শনিবার ওয়েবকুপার বার্ষিক সাধারণ সভাকে কেন্দ্র করে যাদবপুর বিশ্ববিদ্যালয় রণক্ষেত্রের চেহারা নিয়েছিল। এই পরিস্থিতিতে গতকাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সংগঠন ও আধিকারিকদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেছেন ভারপ্রাপ্ত উপাচার্য। এদিকে আন্দোলনরত পড়ুয়ারা জানিয়েছেন, আজ বিকেল চারটের মধ্যে উপাচার্যকে তাঁদের সঙ্গে কথা বলতেই হবে। তা না হলে বড়সড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে রেখেছেন তাঁরা। এদিকে শারীরিক অসুস্থতার কারণে এখনও হাসপাতালে চিকিৎসাধীন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য ভাস্কর গুপ্ত। এদিন সন্ধ্যায় তাঁকে দেখতে হাসপাতালে যান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

৩০ সেকেন্ডে যাদবপুর দখলের ডাক মদনের, নেত্রী সংযত থাকতে বলেছেন তাই সংযত রয়েছি বার্তা কামারহাটির তৃণমূল বিধায়কের। এর আগে মন্ত্রী অরূপ বিশ্বাস মাত্র এক মিনিটে যাদবপুর দখলের ডাক দিয়েছিলেন এবার আরও এককদম এগিয়ে ৩০ সেকেন্ডে বিশ্ববিদ্যালয় দখলের হুঙ্কার ছুঁড়লেন শাসক নেতা।

গতকালের ১৪৪ টি ওষুধের পর আজ ফের ১৩৪টি বহুল প্রচলিত ওষুধ গুণমান পরীক্ষায় ব্যর্থ প্রমাণিত হয়েছে। সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় ডাহা ফেল দেশের আরও ১৩৪টি ওষুধ ও ইনজেকশন। এর মধ্যে রয়েছে নামী কোম্পানির ওষুধ। যেগুলি নিয়মিত চিকিৎসকরা প্রেসক্রাইব করে থাকেন। তালিকায় রয়েছে রক্ত জমাট বাধার ওষুধ, প্রেসার, সুগারের ওষুধ, হার্টের ওষুধ, বাতের চিকিৎসায় ব্যবহৃত ইনজেকশন, ব্যাথা কমানোর ওষুধ। এই ১৩৪টি ওষুধের মধ্যে কলকাতার বাজার থেকে রয়েছে ২৩টি ওষুধের নমূনা।

Advertisment

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে ২০০ টাকা জরিমানা। শুনানিতে হাজির না থাকার কারণে লখনউয়ের একটি আদালত কংগ্রেস নেতার উপর ২০০ টাকা জরিমানা ধার্য করে। বীর সাভারকরকে নিয়ে বিতর্কিত মন্তব্যের পরিপ্রেক্ষিপ্তে আদালতে দায়ের হওয়া মামলায় হাজির না থাকার কারণে অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালত লোকসভার বিরোধী দল নেতার বিরুদ্ধে এই ব্যবস্থা নিয়েছে। অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আরও সতর্ক করে বলেন যে, যেকোনো মূল্যে রাহুল গান্ধীকে ১৪ এপ্রিলের মধ্যে আদালতে হাজির হতে হবে।

মেদিনীপুর মহিলা থানার বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগে সরব বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের তিন প্রাক্তনী। যাদবপুর কাণ্ডের প্রতিবাদে ছাত্র ধর্মঘটের দিন থানায় তুলে নিয়ে বেধড়ক মারধরের অভিযোগ AIDSO-এর  ওসির বিরুদ্ধে সাংবাদিক সম্মেলনে গর্জে উঠলেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীরা। অভিযোগ কোমরের বেল্ট খুলে মারার পাশাপাশি, জলন্ত মোমের ছ্যাঁকা দেওয়া হয়। গোটা ঘটনায় সরব AIDSO

চলতি মাসেই বঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। ২৬-এই বিধান সভা নির্বাচন, তার আগে বিজেপির মাস্টারপ্ল্যান নির্ধারণেই কী তড়িঘড়ি শাহের বঙ্গ সফর? প্রশ্ন বিশেষজ্ঞ মহলে। 

মন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইন্দ্রানুজ রায়। তার অভিযোগের ভিত্তিতে আজই FIR-এর নির্দেশ কলকাতা হাইকোর্টের। পাশাপাশি গোটা ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে আদালত। আগামী ১২ মার্চের মধ্যে রিপোর্ট তলব বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। গোটা ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্ট। যাদবপুর কাণ্ডে কেন মন্ত্রীকে বাঁচাতে পারল না পুলিশ, তদন্ত করে গোটা বিষয় দেখার পরামর্শ সাংসদ সৌগত রায়ের। তিনি আরও বলেন, গোটা ঘটনা নিন্দনীয় । সরকার বিচার করে দেখুক কী ব্যবস্থা নেবে?  

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজ্যপাল সিভি আনন্দ বোস মামলা দায়ের করেছিলেন। সেই মামলায় এবার আইনজীবী বদল করলেন মুখ্যমন্ত্রী। সঞ্জয় বসুর বদলে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে রাজ্যপালের দায়ের করা মামলা লড়বেন বর্ষীয়ান আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দুই বিধায়কের শপথ গ্রহণ নিয়ে টানাপোড়েনের জল গড়ায় কলকাতা হাইকোর্টে। তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রায়াত হোসেন সরকারের শপথ-জট নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়- সহ চারজনের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেই মামলাতেই আইনজীবী বদল মমতা বন্দ্যোপাধ্যায়ের।

 

  • Mar 05, 2025 18:19 IST

    West Bengal News Live: কবে থেকে শুরু অমরনাথ যাত্রা?

    ৩ জুলাই থেকে শুরু হচ্ছে অমরনাথ যাত্রা, ৯ আগস্ট পর্যন্ত চলবে যাত্রা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার-হাজার পুণ্যার্থী অমরনাথ দর্শনে যান। এবছরও তার ব্যতিক্রম হচ্ছে না। শ্রী অমরনাথ শ্রাইন বোর্ড এবং জম্মু ও কাশ্মীর প্রশাসন ইতিমধ্যে যাত্রার তারিখ ঘোষণা করেছে। গত বছরের মতো, এই বছরও, অমরনাথ যাত্রার জন্য রেজিস্ট্রেশন অনলাইন এবং অফলাইন উভয় মাধ্যমেই করা হবে। অমরনাথ শ্রাইন বোর্ডের চেয়ারম্যান এবং জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর (এলজি) মনোজ সিনহার নেতৃত্বে যাত্রার প্রস্তুতি নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। জম্মু ও কাশ্মীরের ডিজিপি নলিন প্রভাত, মুখ্য সচিব অটল ধুল্লু সহ  ঊর্ধ্বতন কর্মকর্তা বৈঠকে উপস্থিত ছিলেন। 



  • Mar 05, 2025 16:55 IST

    West Bengal News Live: কেন মন্ত্রীকে বাঁচাতে পারল না পুলিশ, প্রশ্ন সৌগত'র

    যাদবপুর কাণ্ডে কেন মন্ত্রীকে বাঁচাতে পারল না পুলিশ, তদন্ত করে গোটা বিষয় দেখার পরামর্শ সাংসদ সৌগত রায়ের। তিনি আরও বলেন, গোটা ঘটনা নিন্দনীয় । সরকার বিচার করে দেখুক কী ব্যবস্থা নেবে? 



  • Mar 05, 2025 16:02 IST

    West Bengal News Live: মহাকুম্ভে নিখোঁজ স্বামী, মমতাকে চিঠি প্রৌঢ়ার

    উত্তরপ্রদেশ সরকার অসহযোগিতা করছে, তাই এবার কুম্ভে হারিয়ে যাওয়া স্বামীকে ফিরে পেতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হলেন স্ত্রী। রামপুরহাট মহকুমা শাসকের কাছে আবেদনপত্র জমা দিয়েছেন বীরভূমের মল্লারপুরের মঞ্জু রাউত। মহকুমা শাসক তাঁর সেই আবেদনপত্রটি মুখ্যমন্ত্রীর কাছে পাঠানোর প্রতিশ্রুতিও দিয়েছেন।

    বিস্তারিত পড়ুন- Birbhum News: মহাকুম্ভে নিখোঁজ স্বামী, চূড়ান্ত অসহযোগিতা যোগীর পুলিশের, মমতাকে চিঠি প্রৌঢ়ার



  • Mar 05, 2025 15:40 IST

    West Bengal News Live:ঠাকুরঘরে চিতাবাঘ

    হাড়হিম কাণ্ড জলদাপাড়া অভয়ারণ্য সংলগ্ন এলাকায়। দিন কয়ের আগেই এই এলাকায় একটি গৃহস্থ বাড়ির শৌচাগারে ঢুকে লুকিয়ে পড়েছিল একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ। পরে চিতাবাঘটি গিয়ে লুকিয়ে পড়ে ঠাকুরঘরে। তাকে নিয়ে হুলুস্থুল কাণ্ড ঘটে যায় গ্রামে। বনদফতরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে চিতা-বাঘটিকে উদ্ধার করে নিয়ে যান। তবে তার আগে সে যা কাণ্ড ঘটিয়ে গিয়েছে তাতে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছিল গোটা এলাকায়। 

    বিস্তারিত পড়ুন- Leopard: জঙ্গলের প্রকাণ্ড চিতাবাঘ সটান ঠাকুরঘরে, হাড়হিম কাণ্ডে আত্মারাম খাঁচাছাড়া গৃহস্থের



  • Mar 05, 2025 15:11 IST

    West Bengal News Live:JU-এর আহত ছাত্রের অভিযোগ FIR হিসেবে নিতে নির্দেশ

    যাদবপুর কাণ্ডে এবার বিরাট নির্দেশ কলকাতা হাইকোর্টের। যাদবপুরের ছাত্র ইন্দ্রানুজ রায়ের অভিযোগ পুলিশকে FIR হিসেবে নেওয়ার নির্দেশ উচ্চ আদালতের। সেই সঙ্গে যাদবপুরের ঘটনায় রাজ্যের কাছে রিপোর্টও তলব করেছে উচ্চ আদালত।



  • Mar 05, 2025 15:03 IST

    West Bengal News Live:রাজ্যকেই পদক্ষেপের পরামর্শ হাইকোর্টের

    যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) অচলাবস্থা কাটাতে এবার রাজ্য সরকারকে নিজেদের মতো করে পদক্ষেপ করার কথা বললেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। গত কয়েকদিন ধরেই উত্তাল পরিস্থিতি রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। লাগাতার ছাত্র বিক্ষোভের জেরে বিশ্ববিদ্যালয়ের পঠন-পাঠন ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। যাদবপুরের অচলাবস্থা কাটাতে হাইকোর্টের হস্তক্ষেপ চেয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। মামলার দ্রুত শুনানির আর্জি জানানো হয়।

    বিস্তারিত পড়ুন- Jadavpur University Chaos: যাদবপুরে অচলাবস্থা, রাজ্যকেই পদক্ষেপের পরামর্শ হাইকোর্টের



  • Mar 05, 2025 14:43 IST

    West Bengal News Live:জ্বলন্ত খড়ের গাদায় মহিলার অগ্নিদগ্ধ দেহ

    নির্জন এলাকায় জ্বলন্ত খড়ের গাদা থেকে মহিলার অগ্নিদগ্ধ দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার ফলতা থানার গোপালপুর গ্রাম পঞ্চায়েতের বুদা এলাকার। উদ্ধার হওয়া মহিলার পরিচয় জানা যায়নি। স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে ফলতার বুদা গ্রামের নির্জন জায়গায় খড়ের গাদায় আগুন জ্বলছিল। স্থানীয়রা আগুন দেখে ছুটে গেলে খড়ের গাদার মধ্যেই এক মহিলার অগ্নিদগ্ধ দেহ দেখতে পান। পরে খবর পেয়ে ফলতা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ডায়মন্ড হারবার পুলিশ মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়। তবে কীভাবে নির্জন এলাকায়  জ্বলন্ত খড়ের গাদার মধ্যে ওই মহিলার দেহ এলো তা নিয়ে উঠছে প্রশ্ন। মহিলার পরিচয় জানতে ঘটনার তদন্ত শুরু করেছে ফলতা থানার পুলিশ।



  • Mar 05, 2025 13:38 IST

    West Bengal News Live:হাইকোর্টে সুতন্দ্রার মা

    কলকাতা হাইকোর্টের দ্বারস্থ পানাগড়ে গাড়ি দুর্ঘটনায় মৃত সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মা তনুশ্রী চট্টোপাধ্যায়। মেয়ের মৃত্যুর উপযুক্ত তদন্তের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তনুশ্রী চট্টোপাধ্যায়। তাঁর আবেদনটি গৃহীত হয়েছে। চলতি সপ্তাহেই এই মামলার শুনানি হতে পারে। গত ২৩ ফেব্রুয়ারি পানাগড়ে গাড়ি দুর্ঘটনায় চন্দননগরের বাসিন্দা পেশায় ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্মী সুতন্দ্রা চট্টোপাধ্যায়। 

    বিস্তারিত পড়ুন- Panagarh Death Case: পানাগড়ে মেয়ের সঙ্গে ঠিক কী ঘটেছিল? পূর্ণাঙ্গ তদন্ত চেয়ে হাইকোর্টে সুতন্দ্রার মা



  • Mar 05, 2025 13:12 IST

    West Bengal News Live:অসুস্থ যাদবপুরের উপাচার্য, ভর্তি হাসপাতালে

    আজ বিকেল চারটের মধ্যে তাঁকে আলোচনায় বসার দাবি জানিয়েছিলেন যাদবপুরের আন্দোলনরত পড়ুয়ারা। এরই মধ্যে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভাস্কর গুপ্তকে। জানা গিয়েছে, তাঁর রক্তচাপ হঠাৎ করে বেড়ে গিয়েছে। বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করেছেন পরিবারের সদস্যরা। আজ সকালেই ভাস্কর গুপ্তের রক্তচাপের মাত্রা অতিরিক্তভাবে বেড়ে যায়। বছরখানেক আগেই তাঁর সেরিব্রাল অ্যাটাক হয়ে গিয়েছে। সেই কারণেই আর কোনও ঝুঁকি নিতে চাননি পরিবারের সদস্যরা। দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।



  • Mar 05, 2025 12:29 IST

    West Bengal News Live:ব্রাত্যের বিরুদ্ধে 'হিট অ্যান্ড রান' মামলা দায়েরের দাবি

    যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা জারি। গতকাল রাতভর ধরনা চালিয়ে গিয়েছেন পড়ুয়ারা। গত শনিবারের ঘটনায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বিরুদ্ধে 'হিট অ্যান্ড রান'-এর মামলা দায়েরের দাবি তুলেছেন পড়ুয়ারা। গোটা ঘটনায় ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্তকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি উঠেছে। বুধবার বিকেল চারটের মধ্যে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে হবে উপচার্যকে, এমনই দাবি আনদোলনকারী পড়ুয়াদের।

    বিস্তারিত পড়ুন-Jadavpur: আন্দোলনের আঁচে পুড়ছে যাদবপুর, ব্রাত্যের বিরুদ্ধে 'হিট অ্যান্ড রান' মামলা দায়েরের দাবি, ধরনায় পড়ুয়ারা

     



  • Mar 05, 2025 12:12 IST

    West Bengal News Live:যাদবপুরে অচলাবস্থা জারি

    চর্চায় যাদবপুর। আজ অর্থাৎ বুধবার বিকেল চারটের মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ভাষ্কর গুপ্তকে আন্দোলনরত পড়ুয়াদের সঙ্গে আলোচনায় বসতেই হবে, তা না হলে এবার বড়সড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে রেখেছেন পড়ুয়াদের একাংশ। ওয়েবকুপার বার্ষিক সাধারণ সভাকে কেন্দ্র করে যাদবপুর বিশ্ববিদ্যালয় রণক্ষেত্রের চেহারা নিয়েছিল। এই পরিস্থিতিতে গতকাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সংগঠন ও আধিকারিকদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেছেন ভারপ্রাপ্ত উপাচার্য। এদিকে আন্দোলনরত পড়ুয়ারা জানিয়েছেন, বুধবার বিকেল চারটের মধ্যে উপাচার্যকে তাঁদের সঙ্গে কথা বলতেই হবে। তা না হলে বড়সড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে রেখেছেন তাঁরা।



  • Mar 05, 2025 11:44 IST

    West Bengal News Live:কসবা-কাণ্ডে গ্রেফতার ২

    কসবা-কাণ্ডের তদন্ত নেমে পুলিশ গ্রেফতার করেছে মৃত সোমনাথ রায়ের মামা এবং মামিকে। সোমনাথের শ্যালিকা এবং শ্বশুরের অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে। ধৃত প্রদীপ কুমার ঘোষাল এবং নীলিমা ঘোষালের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা-সহ একাধিক অভিযোগ এনেছে পুলিশ। মঙ্গলবার সকালে কসবার হালতুর পূর্ব পল্লির বাড়ি থেকে সোমনাথ রায়, তাঁর স্ত্রী সুমিত্রা রায় এবং তাঁদের আড়াই বছরের শিশুপুত্রের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। সুমিত্রার বাড়ির লোকজনদের দাবি, সম্পত্তিগত বিবাদের কারণেই আত্মঘাতী হয়েছেন ওই দম্পতি। এক্ষেত্রে তাঁদের অভিযোগের আঙুল উঠেছিল মৃত সোমনাথ রায়ের মামা-মামির দিকেই।



  • Mar 05, 2025 10:39 IST

    West Bengal News Live:অক্ষরধামের আদলে তৈরি হচ্ছে বাংলার সুবিশাল এই কালী মন্দির

    প্রায় ৫ কোটি ব্যয়ে তৈরি হচ্ছে নতুন এক মন্দির। যা সাধারনের জন্য খুলে দেওয়া হবে বাংলার নতুন বছরের শুরুতেই। এখন চলছে শেষ মুহুর্তের কাজ। ঐতিহ্য, পুরাণ কথা ও আধুনিকতার মেলবন্ধনে গড়ে উঠছে সুবিশাল এই মন্দির। পূর্ব মেদিনীপুরের মহিষাদলের জগৎপুরের কালী মন্দির (Kali Mandir)। স্থানীয় আর্কিটেক্ট, শিল্পীদের ভাবনা ও তাঁদেরই ছোঁয়ায় এই মন্দির হয়ে উঠেছে প্রাচীন মন্দির শৈলীর নবতম সাংস্করণ। সবুজে ঘেরা গ্রামীণ পরিবেশে মন্দিরের অসাধারণ নির্মানকাজ সকলকে মুগ্ধ করবেই। 

    বিস্তারিত পড়ুন- Kali Mandir: অক্ষরধামের আদলে তৈরি হচ্ছে বাংলার সুবিশাল এই কালী মন্দির, দ্বারোদ্বাঘটন কবে? কীভাবে যাবেন?



  • Mar 05, 2025 10:03 IST

    West Bengal News Live:ফের বন্ধ মেট্রো

    ফের এক দফায় সম্পূর্ণ বন্ধ থাকবে ইস্ট-ওয়েস্ট মেট্রোরেলের (East-West Metro) পরিষেবা। আগামী শনি এবং রবিবার বন্ধ থাকবে পরিষেবা। এর আগেও দুই দফায় মোট আট দিন বন্ধ ছিল ইস্ট ওয়েস্ট মেট্রোরেলের পরিষেবা। মেট্রোরেলের তরফে জানানো হয়েছে, কলকাতা মেট্রোর হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর V পর্যন্ত সমগ্র ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডোর (গ্রিন লাইন)-এ যোগাযোগ ভিত্তিক ট্রেন নিয়ন্ত্রণ (CBTC) সিস্টেমের পরীক্ষার জন্য ০৮.০৩.২০২৫ (শনিবার) এবং ০৯.০৩.২০২৫ (রবিবার) (দুই দিন, শনিবার এবং রবিবার) আরও একটি সম্পূর্ণ ট্র্যাফিক ব্লক নিতে চলেছে। এই সময়ের মধ্যে ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডোরে কোনও পরিষেবা পাওয়া যাবে না। ০৭.০৩.২০২৫ সন্ধ্যা এবং ১০.০৩.২০২৫ সকালেও এই লাইনে মেট্রো পরিষেবা আংশিকভাবে ব্যাহত হবে। শুক্রবার সন্ধ্যের পর থেকেই পরিষেবা বন্ধ হবে। এমনকি আগামী সোমবারেও নির্ধারিত সময়ের চেয়ে বেশ কিছুটা দেরিতে চালু হবে পরিষেবা। 

    বিস্তারিত পড়ুন- Kolkata Metro: ফের পরপর বন্ধ থাকবে মেট্রো, চরমে উঠতে পারে যাত্রী-দুর্ভোগ



  • Mar 05, 2025 10:02 IST

    West Bengal News Live:স্বরূপনগরে শুটআউট, নিহত ১

    সাতসকালে গুলি চলল উত্তর ২৪ পরগনার স্বরূপনগরে। এদিন সকালে স্বরূপনগরের দত্তপাড়া উচুপোলের কাছে গুলির শব্দ শুনতে পান স্থানীয় বাসিন্দারা। দ্রুত এলাকায় গিয়ে তারা দেখেন স্থানীয় এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে পড়ে রয়েছেন। মৃতের নাম ইসারুল গাজী বলে জানা গিয়েছে। ইসারুলকে গুলি করে খুন করেছে দুষ্কৃতীরা। এই ঘটনার নেপথ্যের কারণ এখনও স্পষ্ট হয়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।



  • Mar 05, 2025 09:49 IST

    West Bengal News Live:দেউচা-পাঁচামিতে কাজ বন্ধ

    “নিজেদের ভিটে-মাটি ছাড়ব না। কয়লা খনি করতে দেওয়া হবে না।” এই দাবিতে দেউচা-পাঁচামিতে খনন কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালেন আদিবাসী মহিলারা। মূলত সাগরবাঁধি গ্রামের মহিলারা বিক্ষোভে সামিল হন। তাড়িয়ে দেওয়া হয় কর্মরত JCB মেশিন চালক, ডাম্পার চালকদের। খবর পেয়ে এলাকায় যান জেলাশাসক বিধান রায়। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত এলাকায় উত্তেজনা রয়েছে। খনির সঙ্গে যুক্ত কর্মীদের বের করে এলাকায় চড়কা কেটে সাধারণের যাতায়াতও বন্ধ করে দেন বিক্ষোভরত আদিবাসী মহিলারা।

    বিস্তারিত পড়ুন- Deucha Pachami: 'ভিটে-মাটি ছাড়ব না', ফের দেউচা-পাঁচামি কয়লা খনির কাজ বন্ধ করল আদিবাসীরা



  • Mar 05, 2025 08:59 IST

    West Bengal News Live:গরুর গাড়িতে সওয়ার বর-কনে

    একদা গরুর গাড়ি’ই ছিল গ্রাম বাংলার জনপ্রিয় যান। কিন্তু গতিময় যুগের সঙ্গে পাল্লা দিতে না পেরে গরুর গাড়ি এখন বিলুপ্তির পথে চলে গিয়েছে। তবে ছোটবেলায় গরুর গাড়িতে চড়ার কথা মনে পড়লেই যুবক জীবনানন্দ দে নস্টালজিক হয়ে পড়তেন। তাই নস্টালজিয়ার প্রকাশ তিনি দেখালেন তাঁর বিয়েতে। সুসজ্জিত গরুর গাড়িতে চেপে তিনি বিয়ে করতে গেলেন। আবার বিয়ে সরে  নববধূকে নিয়ে একই গরুর গাড়িতে চেপে তিনি ফিরলেন নিজের বাড়িতে। পথে থাকা মানুষজন বর ও নব বধূকে গরুর গাড়িতে চেপে যেতে দেখে মুচকি হাসেন বটে। তবে সাবেকি যানকে এমন মাধুর্য্যে স্থান করে দেওয়ার জন্য তারা নবদম্পতির প্রশংসাও করেছেন। 

    বিস্তারিত পড়ুন- Purba Bardhaman News:গরুর গাড়িতে সওয়ার বর-কনে, ঐতিহ্যের যানে জমকালো বিয়ে হইচই ফেলেছে নেট দুনিয়ায়



  • Mar 05, 2025 08:36 IST

    West Bengal News Live:একাধিক জেলায় ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা

    মার্চ মাস পড়তেই গরমের অনুভূতি বাড়তে শুরু করেছে। বসন্তেই গ্রীষ্মের আমেজ ভালোমতো টের পেতে শুরু করছে বঙ্গবাসী। তবে এরই মধ্যে চার জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যের চার জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে আগামী কয়েক দিন গোটা রাজ্যের আবহাওয়া কেমন থাকবে? এসব নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট (Weather Update)।

    বিস্তারিত পড়ুন- Kolkata Weather Today: ফের কমতে পারে তাপমাত্রা, একাধিক জেলায় ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা



Jadavpur University Bengali News Bengali News Today Tangra Body Recover news in west bengal news of west bengal Bangladesh Crisis Kasba death