letter demanding an investigation against CBI investigating officers in the RG kar case: আরজি কর কাণ্ডে (RG Kar Case) তদন্তকারী অফিসার ও তাঁর টিমের বিরুদ্ধে এবার বিভাগীয় তদন্ত দাবি নির্যাতিতার পরিবারের। CBI অধিকারিককে চিঠি দিয়ে এই দাবি জানিয়েছেন নির্যাতিতা তরুণীর বাবা-মা। দিল্লিতে গিয়ে তাঁরা CBI অধিকর্তার সঙ্গে দেখা করেছেন।
আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে শিয়ালদহ আদালত। তবে আদালতের এই নির্দেশে খুশি নয় নির্যাতিতার পরিবার। তরুণী চিকিৎসকের নৃশংস খুনের পেছনে আরও গভীর ষড়যন্ত্র থাকার আশঙ্কা তাঁদের। এদিকে মেয়ের মৃত্যুতে CBI তদন্তের ধরন নিয়ে শুরু থেকেই নানা প্রশ্ন তুলেছিল নির্যাতিতার পরিবার। কেন্দ্রীয় সংস্থার তদন্তে নির্যাতিতার বাবা-মা খুশি নয় বলে জানিয়েছেন।
এবার দিল্লিতে গিয়ে সিবিআই অধিকর্তার সঙ্গে দেখা করেছেন নিহত তরুণী চিকিৎসকের বাবা-মা। সিবিআই অধিকর্তাকে চিঠি লিখে আরজি করের তদন্তকারী অফিসার সীমা আহুজা এবং তার টিমের সদস্যদের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন তাঁরা। সীমা আহুজা এবং তাঁর টিমের সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের আবেদন করেছেন আরজি করের নির্যাতিতার বাবা-মা।
আরও পড়ুন- West Bengal News Live:মমতার মন্তব্যের তীব্র সমালোচনা, নির্বাচন কমিশনে কড়া চিঠি বিরোধী দলনেতার
কলকাতায় ফিরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরজি করের নির্যাতিতা চিকিৎসকের মা বলেন, "কোনও তদন্তই সেভাবে এগোয়নি। সেই রাতে আমার মেয়ের সঙ্গে যারা ডিউটি করেছিলেন তাঁদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়নি। সেই একজনকে ধরেছিল সিবিআই। ওখানেই তদন্ত আটকে আছে। সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডলকেও ছেড়ে দিয়েছে। তদন্ত কতটা এগিয়েছে বুঝতে পারছি না। আমরা এখনও মেয়ের ডেথ সার্টিফিকেট পর্যন্ত পাইনি।"
আরও পড়ুন- RG Kar: আরজি কর কাণ্ডের নেপথ্যে আরও 'বিরাট ষড়যন্ত্র'? স্ট্যাটাস রিপোর্ট জমা CBI-এর