/indian-express-bangla/media/media_files/2025/02/24/wZYoqdIL3s84qUMncso8.jpg)
News in West bengal Live: গুরুত্বপূর্ণ খবরের টাটকা আপডেট জানুন।
Latest West Bengal News Highlights: পানাগড় কাণ্ডে চাঞ্চল্যকর মোড়। এবার পুলিশের দাবিই শোনা গেল নিহত সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের গাড়িচালকের মুখে থেকে। চালক রাজদেও শর্মার দাবি, সুতন্দ্রা ম্যাডামই বাবলু যাদবের গাড়ির পিছনে ধাওয়া করতে বলেছিলেন। পিছু ধাওয়া করতে গিয়ে গাড়ির স্পিড ১০০ কিলোমিটারও উঠে গিয়েছিল। রাজদেওর দাবি, স্পিড এতটাই ছিল যে নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে উল্টে যায়। এর আগে পুলিশও একই দাবি করে। পুলিশের সুরেই গাড়িচালকের প্রকাশ্য দাবিতে সুতন্দ্রার মৃত্যুর ঘটনায় নয়া মোড়।
আনুষ্ঠানিক ভাবে আত্মপ্রকাশ হল বাংলাদেশের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির। শুক্রবার বিকেলে ঢাকার মানিক মিঞা অ্যাভিনিউয়ের মঞ্চে প্রথমে কোরান পাঠ করেন নতুন দলের সদস্যরা। তার পর গীতা, বাইবেল, ত্রিপিটকের মতো ধর্মগ্রন্থ পাঠ হয়। দলের আত্মপ্রকাশ হয় বাংলাদেশের জাতীয় সঙ্গীত দিয়ে।
গতকালই নেতাজি ইন্ডোরের সভা থেকে ভূতুড়ে ভোটার লিস্ট নিয়ে সরব হয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রীর সেই অভিযোগের পাল্টা এবার বিরোধী দলনেতার। শুভেন্দু অধিকারী বলেন, "ভূতুড়ে ভোট তুলেছে তৃণমূল কংগ্রেস। রোহিঙ্গা মুসলিম, অবৈধ অনুপ্রবেশকারীদের নাম তুলেছে তৃণমূল কংগ্রেস। ৯টা সীমান্তবর্তী জেলায় ভূতুড়ে ভোটারের নাম তুলেছে তৃণমূল। পশ্চিমবঙ্গে আধার ও এপিক লিংক করে বায়োমেট্রিক মেশিন দিয়ে ভোট করাতে হবে।"
-
Feb 28, 2025 18:14 IST
West Bengal News Live: সুতন্দ্রার কথাতেই সাদা গাড়িকে ধাওয়া! চাঞ্চল্যকর দাবি চালকের, পানাগড় কাণ্ডে নয়া মোড়
পানাগড় কাণ্ডে চাঞ্চল্যকর মোড়। এবার পুলিশের দাবিই শোনা গেল নিহত সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের গাড়িচালকের মুখে থেকে। চালক রাজদেও শর্মার দাবি, সুতন্দ্রা ম্যাডামই বাবলু যাদবের গাড়ির পিছনে ধাওয়া করতে বলেছিলেন। পিছু ধাওয়া করতে গিয়ে গাড়ির স্পিড ১০০ কিলোমিটারও উঠে গিয়েছিল। রাজদেওর দাবি, স্পিড এতটাই ছিল যে নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে উল্টে যায়। এর আগে পুলিশও একই দাবি করে। পুলিশের সুরেই গাড়িচালকের প্রকাশ্য দাবিতে সুতন্দ্রার মৃত্যুর ঘটনায় নয়া মোড়।
-
Feb 28, 2025 17:38 IST
West Bengal News Live: গীতা, বাইবেল, কোরান পাঠ করে জাতীয় নাগরিক পার্টির পথচলা শুরু
আনুষ্ঠানিক ভাবে আত্মপ্রকাশ হল বাংলাদেশের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির। শুক্রবার বিকেলে ঢাকার মানিক মিঞা অ্যাভিনিউয়ের মঞ্চে প্রথমে কোরান পাঠ করেন নতুন দলের সদস্যরা। তার পর গীতা, বাইবেল, ত্রিপিটকের মতো ধর্মগ্রন্থ পাঠ হয়। দলের আত্মপ্রকাশ হয় বাংলাদেশের জাতীয় সঙ্গীত দিয়ে।
-
Feb 28, 2025 16:47 IST
West Bengal News Live:জীবিতকে মৃত বলে উল্লেখ সরকারি তালিকায়
দু'বছর আগে নদিয়ায় বিয়ে হয়েছে মালদার হরিশ্চন্দ্রপুরের এক মহিলার। ফলে মালদার হরিশ্চন্দ্রপুর থেকে তাঁর রেশন কার্ড নদিয়ায় শ্বশুরবাড়ি এলাকায় স্থানান্তরিত করার আবেদন জানিয়েছিলেন হরিশ্চন্দ্রপুর ১ ব্লক প্রশাসনের কাছে। কিন্তু সেই গৃহবধূর রেশন কার্ডে নদিয়ায় মৃত হিসেবে নাম উঠে আসে বলে অভিযোগ। শুক্রবার মালদার চাঁচোল মহাকুমার হরিশ্চন্দ্রপুর ১ ব্লক প্রশাসনের কাছে গোটা বিষয়টি নিয়ে লিখিত আকারে জানিয়েছেন গৃহবধূ আখতারা খাতুন।
-
Feb 28, 2025 15:39 IST
West Bengal News Live:আবারও ভূমিকম্প নেপালে
আবারও ভূমিকম্প নেপালে। বৃহস্পতিবার মাঝরাতে নেপালের স্থানীয় সময় রাত ২.৫১ মিনিট নাগাদ প্রবল ভূকম্পন অনুভূত হয় নেপালের মধ্য এবং পূর্ব দিকের কিছু অংশে। পড়শি দেশ নেপালের এই ভূমিকম্পের জেরে কেঁপে ওঠে এরাজ্যের শিলিগুড়ি-সহ উত্তরবঙ্গের বেশ কিছু এলাকা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.১। জানা গিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল নেপালের সিন্ধুপালচক জেলার ভৈরবকুণ্ডে। ভূপৃষ্ঠ থেকে অন্তত ১০ কিলোমিটার গভীরে ছিল ভূকম্পনের উৎসস্থল।
বিস্তারিত পড়ুন- Nepal Earthquake: নেপালে জোরালো ভূমিকম্প, থর থর করে কেঁপে উঠল দার্জিলিং, শিলিগুড়িও
-
Feb 28, 2025 13:08 IST
West Bengal News Live:তারাপীঠে পুজো দিলেন উপ-রাষ্ট্রপতি
তারাপীঠে সস্ত্রীক পুজো দিলেন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনকড়। দেশের মঙ্গল কামনায় মা তারার কাছে প্রার্থণা করেছেন তিনি। আজ বেলা ১০টা ১৫ মিনিটে তারাপীঠ মন্দিরে পৌঁছোন উপ-রাষ্ট্রপতি। তারপর মন্দিরের গর্ভগৃহে প্রায় ১৫ মিনিট ধরে পুজো-অর্চনা করেন তিনি। পুজো দিয়ে সাংবাদিকদের তিনি বলেন, "মা তারার কাছে দেশের মঙ্গল কামনা করছি। মা তারার দর্শনে আমরা দু'জনেই এক আলাদা অনুভূতি পেয়েছি।"
-
Feb 28, 2025 12:28 IST
West Bengal News Live:SSC-র দুর্নীতিতেও যোগ 'কাকু'র?
সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে 'কালীঘাটের কাকু' SSC-র নিয়োগ দুর্নীতিতেও অভিযুক্ত বলে চার্জশিটে দাবি করেছে CBI। সুজয় কৃষ্ণ ভদ্র তার সহযোগীদের দিয়ে শুধুমাত্র প্রাথমিকের চাকরির জন্য টাকা তোলেননি, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতেও শিক্ষক, শিক্ষাকর্মী পদে নিয়োগের জন্য টাকা নিয়েছিলেন বলে দাবি কেন্দ্রীয় তদন্ত সংস্থার। এমনকী রেলে চাকরির জন্যও কর্মপ্রার্থীদের থেকে তিনি টাকা তুলেছিলেন বলে চার্জশিটে দাবি করেছে সিবিআই।
-
Feb 28, 2025 10:40 IST
West Bengal News Live:বাবার সঙ্গে আর থাকতেই চায় না কিশোর
ট্যাংরা-কাণ্ডের এখনও স্পষ্ট কিনারা করতে পারেনি পুলিশ। ট্যাংরার দে বাড়ির কিশোরের সঙ্গে গতকালই কথা বলেছেন রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের সদস্যরা। ওই কিশোর তাঁদের জানিয়েছে, এখন সে আর তার বাবার কাছে থাকতে চায় না। বরং কাকিমার বাবা-মার কাছেই সে থাকতে চায়। পুলিশকে এবং রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের সদস্যদের ওই কিশোর জানিয়েছে, তার বাবাও তাকে মেরে ফেলতে চেয়েছিল। সেই কারণেই বাবার সঙ্গে এখন আর থাকতে চায় না সে।
-
Feb 28, 2025 10:03 IST
West Bengal News Live:তারাপীঠ মহাশ্মশানে বিজেপির বিক্ষোভ
তারাপীঠ (Tarapith) শ্মশানে গড়া হচ্ছিল নোংরা জল মজুতের ট্যাঙ্ক, এমনই অভিযোগে সোচ্চার হয়ে সেই কাজ বন্ধ করে দিল BJP। মাটি ফেলে ওই নির্মাণ কাজ বন্ধ করে দেওয়টা হয়। অভিযোগ, তারাপীঠ মহাশ্মশানে বৈষ্ণব সম্প্রদায়ের সমাধিস্থলের উপর এই কংক্রিটের স্থায়ী ট্যাঙ্ক নির্মাণ করার কাজ শুরু হয়। সেই কাজেরই প্রতিবাদ জানায় স্থানীয় বিজেপি নেতৃত্ব।
বিস্তারিত পড়ুন- Tarapith: তারাপীঠ মহাশ্মশানে জলের ট্যাঙ্ক তৈরি ঘিরে উত্তেজনা, BJP-র 'বাধা'য় বন্ধ কাজ
-
Feb 28, 2025 09:42 IST
West Bengal News Live: রেশম কৃষি মেলা
রেশম কৃষি মেলার আয়োজন করা হয় মালদায়। বৃহস্পতিবার ইংরেজবাজার শহরের মনস্কামনা রোড সংলগ্ন একটি বেসরকারি ভবনে এই রেশন কৃষি মেলার আয়োজন করা হয়। কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে রেশমের উৎপাদন বাড়াতে বিভিন্ন রকমভাবে প্রযুক্তিগত প্রশিক্ষণ ও সহযোগিতা করা হয় এই মেলায়। কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকের অধীনস্থ রেশম কৃষি মেলায় উপস্থিত হয়েছিলেন আঞ্চলিক রেশম প্রযুক্তিগত গবেষণা কেন্দ্র বহরমপুরের অধিকর্তা এম. মহেশ্বরী। এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের বিজ্ঞানী দেবাশিস চট্টোপাধ্যায়, রাজ্য সিল্ক বোর্ডের অধিকর্তা সুরজিৎ চৌধুরী, মালদা সিল্ক প্রডিউসার অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা চাষী এবং বয়নশিল্পীরা।
-
Feb 28, 2025 09:14 IST
West Bengal News Live: স্টেশনে ভাঙচুর, ধৃত ২
ওভারহেডের তার ছিড়ে গতকাল বেশ কিছুক্ষণ বর্ধমান এবং কাটোয়া দুই লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বহু লোকাল ট্রেন একাধিক স্টেশনে দাঁড়িয়ে পড়ে। ভোগান্তিতে পড়েন নিত্যযাত্রীরা। ব্যান্ডেল স্টেশনে গতকাল ট্রেন বন্ধের জেরে ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হয়। তারই মধ্যে উন্মত্ত জনতা ভাঙচুর চালায় স্টেশনের টিকিট কাউন্টারে। এই ঘটমায় দু'জনকে আটক করেছে পুলিশ।
-
Feb 28, 2025 09:12 IST
West Bengal News Live: চিকিৎসক নিগ্রহে ধৃত ২
হাসপাতালের মধ্যে কর্তব্যরত চিকিৎসককে হেনস্থার অভিযোগ উঠল। চিকিৎসককে রীতিমতো ধাক্কাধাক্কি দেওয়ার ছবি ভাইরাল হয়েছে। গতকাল বিকেলে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজে এই ঘটনা ঘটে। এই ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ। ঘটনার সূত্রপাত হাসপাতালের ফিমেল মেডিসিন ওয়ার্ডে এক তরুণীর মৃত্যু ঘিরে। তরুণীর মৃত্যুর পর পরিবারের লোকজন কর্তব্যরত চিকিৎসক আবু বক্কর সিদ্দিকির সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এরপর ওই চিকিৎসককে ধাক্কাধাক্কি করা হয় বলে অভিযোগ।
-
Feb 28, 2025 09:10 IST
West Bengal News Live: বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস কোন কোন জেলায়?
ফেব্রুয়ারি মাস শেষে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চড়ছে পারদ। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, মার্চের শুরু থেকেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তাপমাত্রা বাড়বে, সেই সঙ্গে বাড়বে গরমের অনুভূতিও। তবে এরই মধ্যে একাধিক জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনাও।
বিস্তারিত পড়ুন- Kolkata Weather Today: মার্চের শুরু থেকেই চড়বে পারদ, আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস কোন কোন জেলায়?