Advertisment

Kolkata Metro: রাতের মেট্রোয় বাড়ি ফেরেন? কোন স্টেশনে কোন গেট খোলা জেনে নিন

Kolkata Metro: যাত্রীদের স্বার্থে এবার বেশি রাতেও মিলছে মেট্রো। যদিও বেশি রাতের এই বিশেষ পরিষেবায় যাত্রীদের উৎসাহ এখনও পর্যন্ত বেশ কম বলেই মনে করছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ। আপাতত এই পরিষেবা পরীক্ষামূলকভাবে চলছে। পরবর্তী সময়ে যাত্রীদের চাহিদা দেখেই এই বিশেষ পরিষেবা নিয়ে পদক্ষেপ করা হবে বলে মেট্রোরেল সূত্রে জানা গিয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
list of gates remaining open for commuters in night at blue line in kolkata metro

Metro Service: রাতের পরিষেবা নিয়ে বড় খবর!

Metro Railway Kolkata: কলকাতা মেট্রোয় ব্লু লাইনে পরীক্ষামূলক রাতের দিকে কবি সুভাষ ও দমদম থেকে রাত ১১টায় ছাড়ছিল শেষ ট্রেন। আগামী ২৪.০৬.২০২৪ (সোমবার) থেকে রাতের দিকের সেই পরিষেবা ২০ মিনিট এগিয়ে আনা হয়েছে। রাত ১১টার বদলে সোম থেকে শুক্রবার পর্যন্ত কবি সুভাষ ও দমদম থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ১০.৪০ মিনিটে। যাত্রীদের সুবিধার্থে মেট্রো কর্তৃপক্ষ বেশিরভাগ স্টেশনে আরও গেট খোলার সিদ্ধান্ত নিয়েছে। নেতাজি, মাস্টারদা সূর্য সেন, গীতাঞ্জলি, কবি নজরুল, শহিদ ক্ষুদিরাম এবং কবি সুভাষের মতো স্টেশনগুলিতে রাতে যাত্রীদের জন্য ১০০ শতাংশ গেট খোলা থাকে।

Advertisment

দমদম, বেলগাছিয়া, গিরিশ পার্ক, মহাত্মা গান্ধী রোড, ময়দান এবং মহানায়ক উত্তম কুমারের মতো স্টেশনগুলিতে ৬০ শতাংশেরও বেশি গেট খোলা রয়েছে। শ্যামবাজার, শোভাবাজার-সুতানুটি, চাঁদনি চক, পার্ক স্ট্রিট, রবীন্দ্র সদন, নেতাজি ভবন এবং রবীন্দ্র সরোবরের মতো স্টেশনগুলিতে, যাত্রীদের দ্রুত এবং সহজে ঢোকা ও বেরনোর জন্য এই পরীক্ষামূলক রাতের মেট্রো পরিষেবায় ৫০ শতাংশ গেট খোলা থাকছে। প্রায় এক মাস ধরে চালানো এই পরীক্ষামূলক পরিষেবায় দেখা গেছে যে সেন্ট্রাল, এসপ্ল্যানেড, পার্ক স্ট্রিট, ময়দান, নেতাজি ভবন, যতীন দাস পার্ক, গীতাঞ্জলি এবং সহিদ ক্ষুদিরামের মতো স্টেশনগুলিতে গড় যাত্রী সংখ্যা মাত্র ১০ জনের কাছাকাছি।

তা সত্ত্বেও যাত্রীদের জন্য আরও গেট খোলার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। মেট্রো কর্তৃপক্ষ স্টেশনগুলিতে যাত্রীদের পরিসংখ্যান ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং পরিস্থিতির প্রয়োজন হলে যাত্রীদের সুবিধার জন্য ভবিষ্যতে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।

আরও পড়ুন- Wonder Kid: বয়স মাত্র আড়াই! অবিশ্বাস্য কীর্তিতে ইতিহাস গড়ে ‘ভারতশ্রেষ্ঠ’ বাংলার এই খুদেকন্যা

এক ঝলকে দেখে নিন রাতের মেট্রোয় কোন স্টেশনে কোন গেট খোলা থাকছে?

১. দম দম - গেট নং ১ (উত্তর পাশের গেট) এবং গেট নং ৪ (দক্ষিণ পাশের গেট)
২. বেলগাছিয়া – গেট নং ১ (দুধ কলোনি গেট) এবং গেট নং ৩ (রাজবাড়ী গেট)
৩. শ্যামবাজার- গেট নং ১ (ফাইভ পয়েন্ট ক্রসিং) এবং গেট নং ৪ (ভূপেন বোস এভিনিউ)
৪. শোভাবাজার-সুতানুটি - গেট নং ১ (গ্রে স্ট্রিট গেট) এবং গেট নং ৩ (লাল মন্দির গেট)
৫. গিরিশ পার্ক - গেট নং ১ এবং গেট নং ৩
৬. মহাত্মা গান্ধী রোড - গেট নং ১ (মহাজাতি সদন গেট) এবং গেট নং ২ (মেচুয়া গেট)
৭. কেন্দ্রীয়- গেট নং ২ (লাল বাজার গেট), গেট নং ৪ (লোরেটো স্কুল গেট) এবং গেট নং ৬ (মেডিকেল কলেজ গেট)
৮. চাঁদনি চক – গেট নং ১ (হিন্দুস্তান বিল্ডিং গেট), গেট নং ৪ (যোগযোগ ভবন গেট) এবং গেট নং ৫ (এয়ারলাইন্স গেট)

আরও পড়ুন- Premium: কাঁটা বিছনো পথ পেরিয়ে অভাবনীয় সাফল্য! বঙ্গতনয়ের ‘ভারতশ্রেষ্ঠ’ হওয়ার এগল্প প্রেরণা দেবেই! 

৯. এসপ্ল্যানেড - গেট নং ১ (রানি রাশমনি গেট), গেট নং ২ এবং গেট নং ৫
১০. পার্ক স্ট্রিট – গেট নং ১ (মিউজিয়াম গেট), গেট নং ২ এবং গেট নং ৩
১১. ময়দান- গেট নং ১ (ইলিয়ট পার্ক গেট) এবং গেট নং ২ (জীবন দীপ গেট)
১২. রবীন্দ্র সদন - গেট নং ২ (নন্দন গেট) এবং গেট নং ৩ (সংরক্ষণ গেট)
১৩. নেতাজি ভবন- গেট নং ২ (আশুতোষ মুখার্জি রোড গেট) এবং গেট নং ৪ (জগুবাবুর বাজার গেট)
১৪. যতীন দাস পার্ক – গেট নং ১ (হাজরা মোড় গেট), গেট নং ৩ (ক্যান্সার হাসপাতালের গেট) এবং গেট নং ৫ (উত্তম মঞ্চ গেট)
১৫. কালীঘাট – গেট নং ১ (কালী মন্দির গেট), গেট নং ৩ (টালিগঞ্জ অটো স্ট্যান্ড গেট) এবং গেট নং ৪
১৬. রবীন্দ্র সরোবর – গেট নং ১ (মেইন গেট, পূর্ব রেল গেটের বিপরীতে) এবং গেট নং ৬
১৭. মহানায়ক উত্তম কুমার – গেট নং ১ এবং গেট নং ২ (মেইন গেট)
১৮. নেতাজি- অল গেটস

আরও পড়ুন- Ilish: মরশুমের শুরুতেই উপচে পড়া ইলিশের জোগান! এবছর কোথায় নামতে পারে রুপোলি শস্যের দাম?

১৯. মাস্টারদা সূর্য সেন- অল গেটস
২০. গীতাঞ্জলি - সমস্ত গেটস
২১. কবি নজরুল – সব গেটস
২২. সহিদ কুধিরাম- সমস্ত গেটস
২৩. কবি সুভাষ - সমস্ত গেটস।

আরও পড়ুন- Mamata Banerjee-Priyanka Gandhi: একটা ভোট সব ‘অঙ্ক’ মিলিয়ে দিল! প্রিয়াঙ্কার হয়ে ওয়াইনাডে প্রচারে যেতে পারেন মমতা

মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, এই পরীক্ষামূলক রাতের পরিষেবা সোমবার থেকে শুক্রবার পর্যন্ত মিলবে। সমস্ত স্টেশনে থামবে ট্রেন। কোনও স্টেশনে টোকেন, স্মার্ট কার্ড ইত্যাদি দেওয়ার জন্য কোনও টিকিট কাউন্টার খোলা থাকবে না। যাত্রীদের UPI পেমেন্ট মোড ব্যবহার করে সমস্ত স্টেশনে ইনস্টল করা ASCRM মেশিন থেকে টোকেন কেনার জন্য অনুরোধ করেছে মেট্রো কর্তৃপক্ষ। মেট্রোর স্মার্ট কার্ড থাকা যাত্রীরাও এই পরীক্ষামূলকভাবে চলা রাতের পরিষেবাগুলি পাবেন।

kolkata news kolkata metro West Bengal Metro Service metro rail
Advertisment