কবে থেকে বাংলায় লোকাল ট্রেন চালু করা হবে? চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে আগামী ৫ নভেম্বর। রাজ্য়ে লোকাল ট্রেন চালু নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামী ৫ নভেম্বর ফের রাজ্য়ের সঙ্গে বৈঠকে বসবে রেল। করোনা অতিমারী আবহে ৫০ শতাংশ যাত্রী নিয়ে ট্রেন চালানোর ভাবনা নেওয়া হচ্ছে বলে এদিন রেল-রাজ্য় বৈঠক শেষে জানালেন মুখ্য়সচিব আলাপন বন্দ্য়োপাধ্য়ায়।
রেলের তরফে জানানো হয়েছে, প্রাথমিকভাবে ১০-১৫ শতাংশ ট্রেন চালানো হবে। পরে ২৫ শতাংশ ট্রেন চালানো হবে।
বৈঠক শেষে এদিন রাজ্য়ের মুখ্য়সচিব আলাপন বন্দ্য়োপাধ্য়ায় জানান, ‘‘রেল কর্তৃপক্ষ ও রাজ্য় সরকার মনে করছে, অতিমারীর কারণে সুরক্ষাবিধি মানতে হবে। কীভাবে যাত্রী স্বার্থ মেটানো যায়, সে ব্য়াপারে রূপরেখা বানানো হচ্ছে। কোন রুটে, কোন সময়ে কীভাবে ট্রেন চালানো হবে, তা দক্ষিণ পূর্ব ও পূর্ব রেল নিজ নিজ সেক্টরে পরিকল্পনা করছে। রেল পুলিশ বাহিনী ও রাজ্য় পুলিশ বাহিনীর মধ্য়ে সমন্বয় করতে হবে।আগামী ২-৩ দিনের মধ্য়েই চুড়ান্ত করা হবে’’।
আরও পড়ুন: স্টাফ স্পেশ্যাল ট্রেনে উঠতে দিতে হবে! যাত্রী বিক্ষোভে ধুন্ধুমার কাণ্ড হাওড়া স্টেশনে
করোনা আবহে প্রয়োজনীয় সুরক্ষাবিধি মেনেই চালানো হবে ট্রেন।
উল্লেখ্য়, লোকাল ট্রেন চালুর দাবিতে কয়েকদিন ধরেই রাজ্য়ের বিভিন্ন প্রান্তে বিক্ষোভের ছবি সামনে এসেছে। এমনকি, করোনা পরিস্থিতিতে স্টাফ স্পেশাল ট্রেনে জোর করে ওঠার ঘটনাও সামনে এসেছে। দূরত্ববিধি শিকেয় তুলে সাধারণ যাত্রীদের ভিড়ে স্টাফ স্পেশাল ট্রেনের ছবি উদ্বেগ বাড়িয়েছে। একাধিক স্টেশনে এ নিয়ে অবরোধের ঘটনাও ঘটেছে। রুজিরুটির টানে তাই লোকাল ট্রেন চালুর দাবি যেমন উঠেছে,ঠিক তেমনই, লোকাল ট্রেন চালানো হলে কীভাবে করোনা বিধি মানা হবে এবং সংক্রমণ কীভাবে রোখা যাবে, সে নিয়েও চিন্তায় প্রশাসন। এই পরিস্থিতিতে সম্প্রতি, হাওড়া স্টেশনে স্টাফ স্পেশাল ট্রেনে উঠতে দেওয়া নিয়ে যাত্রী বনাম রেলরক্ষী বাহিনীর খণ্ডযুদ্ধ বাধে। যে ছবি সামনে আসার পর লোকাল ট্রেন চালুর দাবি আরও জোরালো হয় বিভিন্ন মহলে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন