Advertisment

Sealdah Division Local Train: আপনি শিয়ালদহ শাখায় লোকালের যাত্রী? তাহলে জানুন- কোন ট্রেন বাতিল, কোনগুলির রুটে বদল

Eastern Rail: যাত্রীদের দুর্ভোগের কথা আগেই স্বীকার করে নিয়েছে রেল, এ জন্য যাত্রীদের থেকে আগাম ক্ষমাও চেয়ে নিয়েছে পূর্ব রেল।

IE Bangla Web Desk এবং Joyprakash Das
New Update
local train service dispute due to maintenance work at dumdum in sealdah division from 18 april to 7 may , শিয়ালদহ শাখার দমদম স্টেশনে রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামী ১৮ মার্চ থেকে ৭ মে পর্যন্ত বহু লোকাল ট্রেন পরিষেবা বাতিল ও কয়েকটির রুট বদল

Local Train: শিয়ালদহ শাখার মেন ও উত্তর বিভাগের যাত্রীদের হয়রানির আশঙ্কা।

Local Train Services From Sealdah: দমদমের পাঁচ নম্বর প্ল্যাটফর্মের আধুনিকীকরণ এবং রক্ষণাবেক্ষণের কাজের জন্য টানা ২০ দিন শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল ব্যাহত হবে। পূর্ব রেলওয়ের তরফে জানানো হয়েছে যে, আগামী ১৮ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত (৪৮০ ঘণ্টা) দমদমের পাঁচ নম্বর প্ল্যাটফর্মে কাজ চলবে। সেই কারণেই ওই সময়কালে শিয়ালদহ থেকে বেশ কিছু লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। পাশাপাশি কয়েকটি ট্রেনের রুট বদল ও সংক্ষিপ্ত করা হয়েছে।

Advertisment

কোন কোন লোকাল ট্রেন বাতিল?

  • ৩০৩৫১ এবং ৩০৩১৩ মাঝেরহাট-বারাসত
  • ৩৩৩১১ বারাসত-হাসনাবাদ
  • ৩০৩২২ হাসনাবাদ-বিবাদী বাগ
  • ৩০১৪৫ বিবাদী বাগ-কৃষ্ণনগর সিটি
  • ৩০৩৫৭ মাঝেরহাট-মধ্যমগ্রাম
  • ৩০৩৫৮ মধ্যমগ্রাম-মাঝেরহাট
  • ৩০৩৬১ মাঝেরহাট-হাসনাবাদ
  • ৩৩২৮২ হাসনাবাদ-দমদম
  • ৩৩২৩১ দমদম-ব্যারাকপুর
  • ৩৩২৩২ ব্যারাকপুর-দমদম
  • ৩৩২৭১ দমদম-গোবরডাঙা
  • ৩৬৮৬ গোবরডাঙা-শিয়ালদহ
  • ৩০৩৩৩ মাঝেরহাট-হাবড়া
  • ৩০৩৩২ হাবড়া-মাঝেরহাট
  • ৩০৩৫৩ মাঝেরহাট-দত্তপুকুর
  • ৩০৩১৪ দত্তপুকুর-মাঝেরহাট
  • ৩৩৪২৫ শিয়ালদহ-বারাসত
  • ৩১২২৩ শিয়ালদহ-ব্যারাকপুর
  • ৩০১১৬ ব্যারাকপুর-বিবাদী বাগ
  • ৩০১১৩ বিবাদী বাগ-ব্যারাকপুর
  • ৩১২৪২ ব্যারাকপুর-শিয়ালদহ
  • ৩০৩১২ বারাসত-মাঝেরহাট

কোন কোন লোকাল ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে?

  • ৩০৩৩৪৬ বনগাঁ-মাঝেরহাট ট্রেন চলবে দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত।
  • ৩০৩৪৪ বনগাঁ-মাঝেরহাট এবং ৩০৩২৪ হাসনাবাদ-মাঝেরহাট লোকাল বারাসত পর্যন্ত চলবে।
  • ৩০১৪২ গেদে-মাঝেরহাট লোকাল চলবে রাণাঘাট পর্যন্ত।
  • ৩০৭১১ লক্ষ্মীকান্তপুর-মাঝেরহাট লোকাল চলবে বালিগঞ্জ পর্যন্ত।

কোন কোন লোতাল ট্রেনের রুট বদল?

  • ৩০৩৩১ মাঝেরহাট-হাবড়া লোকাল ছাড়বে বারাসত থেকে।
  • ৩০৩১১ মাঝেরহাট-হাবড়া লোকাল মিলবে দমদম ক্যান্টনমেন্ট থেকে।
  • ৩০৩১৭ মাঝেরহাট-দত্তপুকুর লোকাল বালিগঞ্জ থেকে ছাড়বে (এই ট্রেনটি আপ কর্ড লাইন দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে)।

যাত্রীদের দুর্ভোগের কথা আগেই স্বীকার করে নিয়েছে রেল, এ জন্য যাত্রীদের থেকে আগাম ক্ষমাও চেয়ে নিয়েছে পূর্ব রেল।

আরও পড়ুন- রোজই চড়েন লোকাল ট্রেনে, জানেন সেটা EMU নাকি MEMU? পার্থক্য কোথায়? জানুন সহজে

এর আগে, দমদম স্টেশনে নন-ইন্টারলকিংয়ের কাজের জন্য (গত ১৬ মার্চ থেকে) টানা ৫২ ঘণ্টা শিয়ালদহ শাখায় (উত্তর) ট্রেন চলাচল আংশিক ব্যাহত ছিল। সে সময় ১৪৩টি লোকাল বাতিল করা হয়েছিল। পাশাপাশি বেশ কয়েকটি এক্সপ্রেস ট্রেনও বাতিল করা হয়েছিল

আরও পড়ুন- Summer Special Train: এই গরমে পাহাড়ে যাবেন? চাই নিশ্চিৎ টিকিট? সুখবর দিল পূর্ব রেল

Indian Railways kolkata local train Local Train Eastern Railway Sealdah
Advertisment