Lok Sabha Election 2024: ভোট মিটেছে গতকাল। গণনার ঢের দেরি। তার আগেই বিজয় মিছিল বীরভূমের নানুরে। বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফায়েজুল হক ওরফে কাজল শেখের (Kajal Sheikh) নেতৃত্বে সবুজ আবির খেললেন তৃণমূলের কর্মী-সমর্থকেরা। বিলি করা হল মিষ্টি। কাজলের দাবি, "বোলপুর লোকসভা কেন্দ্রে আমাদের প্রার্থী অসিত মাল ৩ লক্ষেরও বেশি ভোটে জয়ী হবেন। তাই আগাম সবুজ আবির খেলা হল।"
বোলপুর, ময়ূরেশ্বর, লাভপুর, নানুর, কেতুগ্রাম, মঙ্গলকোট এবং আউশগ্রাম বিধানসভা নিয়ে তৈরি বোলপুর লোকসভা (Bolpur Lok Sabha constituency)। এই লোকসভায় ভোট পড়েছে ৮২.৬৬ শতাংশ। বোলপুর লোকসভায় তৃণমূলের প্রার্থী অসিত মাল। BJP-র প্রার্থী পিয়া সাহা ও CPM-এর হয়ে লড়েছেন শ্যামলী প্রধান।
প্রার্থী নিয়ে এই লোকসভা কেন্দ্রে শুরু থেকেই গেরুয়া দলের মধ্যে চাপা অসন্তোষ ছিল। ৭টি বিধানসভা কেন্দ্রই প্রচারে চষে বেরিয়েছেন পিয়া সাহা। তৃণমূলের দাবি, BJP-র অন্দরের চোরাস্রোত বয়ে গিয়েছে এবারের নির্বাচনে। তারই জেরে জোড়াফুল এবার বোলপুর কেন্দ্রে ভালো ফল করবে বলে আশাবাদী কাজল শেখরা।
দলের তরফে নানুর, মঙ্গলকোট, কেতুগ্রাম বিধানসভা দেখার দায়িত্ব দেওয়া হয়েছিল কাজল শেখকে। দলনেত্রীকে খুশি করতে 'প্রাণপাত' করেছিলেন কাজলও। ভোটের পরের দিনেই অতি প্রত্যয়ী কাজল কর্মী-সমর্থকদের নিয়ে নিজের গড় নানুরে মাতলেন বিজয় উৎসবে।
আরও পড়ুন- Fact Check: মোদীকে রবিঠাকুরের উল্টো ছবি দিয়েছেন অর্জুন-পুত্র পবন! ভাইরাল ভিডিওর সত্যিটা জানুন
মঙ্গলবার কাজল শেখের নিজের গ্রাম পাপুড়ির দলীয় কার্যালয় থেকে মিছিল বের হয়। কর্মী-সমর্থকদের হাতে দেওয়া হয় মিষ্টি। সবুজ আবির খেলে গ্রাম ঘোরে তৃণমূলের বিজয় মিছিল। কাজল শেখ বলেন, “আমরা সারা বছর মানুষের সঙ্গে থাকি। ফলে ভোটের সময় আমাদের বেশি পরিশ্রম করতে হয় না। আমরা এখানে ৩ লক্ষেরও বেশি ব্যবধানে জয়ী হব। তাই আমরা আগাম বিজয় মিছিল এবং মিষ্টি মুখ করলাম।” যদিও বিজেপির জেলা সভাপতি সন্ন্যাসী চরণ মণ্ডল বলেন, “ওরা মূর্খের স্বর্গে বাস করছে। শেষ হাসি হাসব আমরাই।”
আরও পড়ুন- SSC Scam Case: SSC দুর্নীতিতে গ্রেফতার হয়েছিলেন দাপুটে এই তৃণমূল বিধায়ক, জামিন দিল সুপ্রিম কোর্ট