Advertisment

Premium: অভিষেকের বাড়ি-গাড়ি নেই? তাঁর আয়-পড়াশোনার এই তথ্যে চোখ কপালে উঠবেই!

Abhishek Banerjee-Diamond Harbour: ফের একবার ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে লোকসভা ভোটের লড়াইয়ে তৃণমূলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতবারের চেয়ে এবার আরও বেশি মার্জিনে জয় পাবেন বলে প্রত্যয়ী সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক। অভিষেককে আরও বড় মার্জিনে জেতাতে তাঁর দলের নেতা-কর্মীরাও একজোটে লড়ছেন। তৃণমূলের এই শীর্ষ নেতার বিরুদ্ধে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে এবার বামেদের হয়ে লড়াইয়ে দলের তরুণ মুখ প্রতিকূর রহমান। BJP এই কেন্দ্রে টিকিট দিয়েছে দলের পুরনো নেতা অভিজিৎ দাসকে। তবে শুরু থেকে অভিষেকের বিরুদ্ধে লড়বনে বলে এলেও শেষমেশ রমে ভঙ্গ দিয়েছেন ISF বিধায়ক নওশাদ সিদ্দিকী।

author-image
Joyprakash Das
New Update
Lok Sabha Election 2024 Results Tmc Abhishek Banerjee directs his party leaders

Abhishek Banerjee: তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Lok Sabha Election 2024: ডায়মন্ড হারবার (Diamond Harbour) লোকসভা কেন্দ্রে এবারও তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এর আগে দু'বার এই কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন অভিষেক। নানা অভিযোগের প্রেক্ষিতে ইতিমধ্যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED), CBI তাঁকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে। বিরোধীরাও নানা অভিযোগ করছে তাঁর বিরুদ্ধে। কিন্তু নির্বাচনী হলফনামা অনুযায়ী তৃণমূলের যুবরাজের না আছে গাড়ি, না আছে বাড়ি। দিল্লি থেকে MBA পাশ করেছেন ২০০৯ সালে।

Advertisment

নির্বাচনী হলফনামা অনুযায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনও স্থাবর সম্পত্তি নেই। কৃষি জমি, অকৃষি জমি, বানিজ্যিক ভবন, বসবাসের বাড়ি কিছুই নেই। কোনও চারচাকাও নেই তৃণমূলের যুবরাজের। আয়কর রিটার্ন অনুযায়ী ২০২২-২৩ আর্থিক বছরে আয় করেছেন ৮২,৫৮,৩৬০ টাকা। তাঁর আয়ের উৎস সাম্মানিক, সাংসদ ও সুদ। স্ত্রী রুজিরা নারুলার ২০২১-২২ আর্থিক বছরে আয় ছিল ৬০,৬৫,৯৯৯ টাকা। ২০২২-২৩ আর্থিক বছরের কোনও আয়ের উল্লেখ নেই হলফনামায়। ২০২২-২৩ বর্ষে স্ত্রীর আয় নেই বলে দেখানো আছে। অভিষেকের ঋণ (Loan) আছে ৩৬ লক্ষ টাকা।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অস্থাবর সম্পত্তির মধ্যে ৩০ গ্রাম সোনা ও ৪০ গ্রাম রূপো আছে। রুজিরা নারুলার সোনা রয়েছে ৬৫৮ গ্রাম ও রূপো আছে ২.৩ কেজি। অভিষেকের কোনও চার চাকা, মোটর বাইক নেই। তাঁর বা স্ত্রী বা নির্ভরশীল কারও নামে কোনও গাড়ির রেজিস্ট্রেশন নেই। ৪ এপ্রিল অভিষেকের কাছে নগদ ছিল ৭,৭৩,৩৩৫ টাকা। তাঁর স্ত্রীর কাছে কোনও নগদের উল্লেখ নেই হলফনামায়। ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থীর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ১কোটি ২৬ লক্ষ ২০ হাজার ২০৪.৯০ টাকা। স্ত্রীর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ৭৮,৭০,৩৮২ টাকা।

আরও পড়ুন- Dilip Ghosh: BJP-র হেভিওয়েট প্রার্থী দিলীপ ঘোষ, দাপুটে নেতার পড়াশোনা কতদূর? সম্পত্তির পরিমাণ ও আয় জানেন?

আগামী ১ জুন দক্ষিণ ২৪ পরগণার ডায়মন্ড হারবার কেন্দ্রে নির্বাচন। অভিষেকের বিরুদ্ধে BJP-র প্রার্থী অভিজিৎ দাস। CPM-এর প্রার্থী প্রতিকূর রহমান (Pratikur Rahman)। অভিষেকের বিরুদ্ধে ডায়মন্ড হারবারে দাঁড়াতে পারেন বলে ঘোষণা করেও শেষমেশ রাজ্যের কোনও কেন্দ্রেই প্রার্থী হননি ISF বিধায়ক নওশাদ সিদ্দিকী (Nawsad Siddique)।

tmc abhishek banerjee Diamond Harbour loksabha election 2024
Advertisment