Advertisment

Premium: তাঁর ধারে-কাছেও নেই অনেকে! এটায় 'রেকর্ড' অর্জুনের! সম্পত্তি-লেখাপড়াই বা কতদূর BJP প্রার্থীর?

Lok Sabha Election 2024: ব্যারাকপুরের BJP প্রার্থী অর্জুন সিংয়ের বাবা সত্যনারায়ন সিং ছিলেন ভাটপাড়া বিধানসভার তিন বারের কংগ্রেস বিধায়ক। অর্জুন সিং ২০০১ সালে ভাটপাড়া বিধানসভা থেকে তৃণমূল প্রার্থী হিসাবে প্রথমবার জয় পান অর্জুন। তারপর ২০১৬ পর্যন্ত মোট ৪ বার বিধায়ক হয়েছেন তিনি। ২০১৯ সালে দলবদল করে বিজেপিতে যোগ দিয়ে প্রার্থী হন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে। তৃণমূল ঘুরে এবার আবার বিজেপি প্রার্থী তিনি।

author-image
Joyprakash Das
New Update
Lok Sabha Election 2024 Barrackpore BJP Candidate Arjun Singh income education

Arjun Singh: অর্জুন সিং।

Arjun Singh-Barrackpore BJP Candidate: ২০১৯ সালে লোকসভা ভোটের টিকিট না পেয়ে তৃণমূল কংগ্রেস ছেড়ে BJP-তে যোগ। ২০২২-এ BJP ছেড়ে ফের তৃণমূলে কামব্যাক। ২০২৪-এ আবার লোকসভার প্রার্থী তালিকায় নাম নেই। ফের তৃণমূল ছেড়ে BJP-তে যোগ। আবার ব্যারাকপুরে BJP-র প্রার্থী ৬২ বছরের অর্জুন সিং (Arjun Singh)। নির্বাচন কমিশনে হলফনামা অনুযায়ী পাহাড় প্রমাণ ক্রিমিনাল কেস রয়েছে অর্জুন সিংয়ের। তাঁর অস্থাবর-স্থাবর সম্পত্তি কত? শিক্ষাগত যোগ্যতাই বা কতদূর?

Advertisment

ব্যারাকপুরের BJP প্রার্থী অর্জুন সিংয়ের বাবা সত্যনারায়ন সিং ছিলেন ভাটপাড়া বিধানসভার তিন বারের কংগ্রেস বিধায়ক। অর্জুন সিং ২০০১ সালে ভাটপাড়া বিধানসভা থেকে তৃণমূল প্রার্থী হিসাবে প্রথমবার জয় পান। তারপর ২০১৬ পর্যন্ত মোট ৪ বার বিধায়ক হয়েছেন তিনি। ২০১৯ সালে দলবদল করে বিজেপিতে যোগ দিয়ে প্রার্থী হন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে। তৃণমূল ঘুরে এবার আবার বিজেপি প্রার্থী। হলফনামার বয়ান অনুযায়ী, দাপুটে অর্জুন সিংয়ের মোট ক্রিমিনাল কেসের সংখ্যা ৯৩। সম্ভবত এবার রাজ্যের সব দলের প্রার্থীদের কোনও একজনের ক্রিমিনাল কেসের সংখ্যার দিক থেকে এগিয়ে আছেন অর্জুন সিং।

হলফনামা অনুযায়ী, ২০২২-২৩ আর্থিক বছরে অর্জুন সিংয়ের আয় ১৭,৪৩,৯৬০ টাকা। স্ত্রী উষা সিং গৃহবধূ। হলফনামায় অর্জুনের নগদ দেখানো হয়েছে ১০,০৮,৩২৫.৭৮ টাকা। স্ত্রীর কাছে নগদ ছিল ১০ হাজার টাকা। অর্জুন সিংয়ের অস্থাবর সম্পত্তি ১,২২,৫৭,৩০৯.৬১ টাকা। কোনও কৃষি জমি, অকৃষি জমি ও কমার্শিয়াল বিল্ডিং নেই অর্জুন সিংয়ের। তবে একাধিক আবাসিক ভবন আছে। তাঁর স্থাবর সম্পত্তির পরিমাণ ১,৪৫,১৬,৪৫৬ টাকা। ঋণ আছে ১,১৮,০৭,৫৩৯ টাকা। তাঁর ব্যবসা রয়েছে। তাছাড়া সাংসদ হিসাবে বেতন ও অন্যান্য এলাওয়েন্স থেকে আয় রয়েছে তাঁর।

আরও পড়ুন- Mamata Banerjee: একুশের ‘বদলা’ চান মমতা! শুভেন্দু-গড়ে আগুনে মন্তব্য মুখ্যমন্ত্রীর! নন্দীগ্রাম নিয়েও ‘বিরাট তথ্য’ ফাঁস!

অর্জুন সিং ১৯৮০ সালে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন। ২০২৩ সালে তিনি একটি ফরচুনা গাড়ি কিনেছেন। অর্জুন সিংয়ের সোনার গয়না রয়েছে ৫২.৪০ গ্রাম সোনা। স্ত্রীর সোনার গয়না আছে ৯৩.২ গ্রাম। এবার দেখার বিষয় ফের বিজেপিতে গিয়ে তিনি জয় ধরে রাখতে পারেন কিনা? নাকি এবার ব্যারাকপুরে বাজিমাত করবেন তৃণমূলের প্রার্থী তথা রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক (Partha Bhowmick)?

Barrackpore Arjun Singh tmc bjp loksabha election 2024
Advertisment