Lok Sabha Election 2024-Sandeshkhali: সপ্তম তথা শেষ পর্বের ভোটের আগের রাত থেকেই উত্তপ্ত ছিল সন্দেশখালি। পুলিশকে সঙ্গে নিয়ে সন্দেশখালির বেড়মজুরে ঢুকে রাতভর তাণ্ডব চালিয়েছে তৃণমূল, এমনই অভিযোগ এলাকার মহিলাদের একটা বড় অংশের। যাদের একটি অংশ আবার বিজেপির সমর্থক। রাতভর লাঠি, বাঁশ হাতে গ্রাম পাহারা দিয়েছেন মহিলারা। তাঁদের অভিযোগ, আজ যাতে তাঁরা ভোট দিতে না পারেন সেই জন্যই ওই হামলা ও তাণ্ডব চলে। তবুও হুমকি-বাধা এড়িয়ে আজ সকাল থেকে ভোটের লাইনে সন্দেশখালির বেড়মজুর। গোটা এলাকার ভোট পর্ব ঘুরে দেখল ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা।
শেষ পর্বের ভোটে চূড়ান্ত উত্তেজনা বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত সন্দেশখালিতে। বেড়মজুর গ্রামের আট পাড়ায় গতরাতে পুলিশের সঙ্গেই এলাকায় ঢুকে তাণ্ডব চালায় তৃণমূল, এমনই অভিযোগ বাসিন্দাদের একাংশের। এই এলাকায় বিজেপির প্রভাব রয়েছে। সেই কারণে রীতিমতো পরিকল্পনা করে তৃণমূল পুলিশকে সঙ্গে নিয়ে হামলা চালিয়েছে বলে দাবি গেরুয়া দলের।
বেড়মজুরে BJP-র এক পঞ্চায়েত সদস্যা রয়েছেন। ডাকাবুকো এই বিজেপি নেত্রীর সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা রয়েছে। তিনি এদিন বলেন, " গতকাল রাতে মমতার গুণ্ডারা গ্রামে ঢুকেছিল। ছেলেদের তাড়া করেছে। জলে চুবিয়েছে। মেয়েদের উপরে অত্যাচার করেছে। ওরা আমাদের আজ ভোট দিতে যেতে দেবে না। এটাই ছিল উদ্দেশ্য। ফোনে হুমকি দিচ্ছে। গ্রামের ছেলেদের ফোন কেড়ে নিয়ে জলে ফেলে দিয়েছে।"
আর এক মহিলা বললেন, "যত গুণ্ডারা ঢুকে আমাদের উপর অত্যাচার করছে। এই এলাকার সর্বনাশ করে দিচ্ছে। পুলিশ চোরদের ছেড়ে রাখছে আর ভালো লোকগুলোকে তুলে নিয়ে যাচ্ছে।"
তবে ভয়-ভীতি এড়িয়ে সন্দেশখালির বেড়মজুরের বাসিন্দাদের আজ সকাল থেকে দেখা গেল ভোটের লাইনে। বেড়মজুর নতুন পাড়া প্রাথমিক বিদ্যালয়ের বুথে সকাল থেকে ভোটারদের লম্বা লাইন চোখে পড়েছে। বুথে মহিলাদের উপস্থিতিও ছিল নজরকাড়া।
বেড়মজুর নতুন পাড়া প্রাথমিক বিদ্যালয়ের ১৪৭ এবং ১৪৮ নম্বর বুথে সকাল থেকে ভোটারদের লম্বা লাইন। ১৪৭ নম্বর বুথে ১১২৪ জন ভোটার রয়েছেন। ১৪৮ নম্বর বুথে ভোটার সংখ্যা ১২৬৪। কেন্দ্রীয় বাহিনীর কড়া প্রহরায় সকাল থেকে বেড়মজুরের এই স্কুলে চলছে ভোট গ্রহণ।