Basirhat-Sandeshkhali: বসিরহাট লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে সন্দেশখালির আন্দোলনকারী রেখা পাত্রকে। প্রার্থী নিয়ে বিজেপির অভ্যন্তরে বিরোধ শুরু হতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রেখা পাত্রকে ফোন করে বুঝিয়ে দিয়েছিলেন তাঁর প্রতি কেন্দ্রীয় নেতৃত্বের সমর্থনের কথা। এই কেন্দ্রে ২০১৯ নির্বাচনে তৃণমূল প্রার্থী নুসরৎ জাহান সাড়ে তিন লক্ষেরও বেশি ভোটে জয়ী হয়েছিলেন। বসিরহাট কেন্দ্রে তৃণমূলের সঙ্গে লড়াইয়ে জুঝতে পারবেন রেখা পাত্র? বিজেপি জয়ের আশা দেখছে এই কেন্দ্রে। তৃণমূল নিশ্চিত এই কেন্দ্র এবারও তাঁদের দখলে থাকবে।
চলতি বছর জানুয়ারির শেষ দিন বসিরহাট লোকসভার অন্তর্গত সন্দেশখালিতে মহিলারা বিক্ষোভ শুরু করেছিলেন। তারপর থেকেই ক্রমশ উত্তপ্ত হতে থাকে উত্তর ২৪ পরগনার দ্বীপ সন্দেশখালি। সন্দেশখালির বেতাজ বাদশা তৃণমূল নেতা শেখ শাহজাহান, শিবু হাজরা ও উত্তম সরদাররা গ্রেফতার হন। তারপরই সন্দেশখালির পরিস্থিতির আমূল বদল ঘটে যায়। তৃণমূল জমি ফেরত পেতে দলের পুরনো, দূরে সরিয়ে রাখা নেতা-কর্মীদের ফের দায়িত্ব দেয়। তবে ততদিনে সন্দেশখালির সাধারণ মানুষের বড় অংশ থেকে ব্যবসায়ীরা তৃণমূল কংগ্রেস থেকে মুখ ঘুরিয়ে নিয়েছেন। সন্দেশখালি বিজেপিকে বসিরহাটে লড়াইয়ের পথ দেখিয়েছে। তবে লড়াই বেশ কঠিন বলেই মনে করছে রাজনৈতিক মহল।
বসিরহাট লোকসভার মধ্যে রয়েছে বাদুড়িয়া, হাড়োয়া, মিনাখাঁ, সন্দেশখালি, বসিরহাট উত্তর, বসিরহাট দক্ষিণ ও হিঙ্গলগঞ্জ। ২০১৯-এ এই ৭ বিধানসভাতে লিড পেয়েছিল তৃণমূল। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই ৭টি বিধানসভা কেন্দ্রেই জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস। ২০১৯ লোকসভা নির্বাচনে বসিরহাট দক্ষিণ বিধানসভা এলাকায় বিজেপি প্রার্থী সায়ন্তন বসু সর্বোচ্চ ৯০,৫০৬ টি ভোট পেয়েছিলেন। হাড়োয়া, মিনাখাঁ ও বসিরহাট উত্তরে বিজেপির থেকে দ্বিগুণের বেশি ভোট পেয়েছে তৃণমূল। জয়ের ব্যবধান ছিল ৩,৫০,৩৬৯। হাড়োয়া বিধানসভা এলাকায় বিজেপির থেকে সাড়ে তিন গুনের বেশি ভোট পেয়েছিল ঘাসফুল শিবির।
বসিরহাটে সিপিএম প্রার্থী নিরাপদ সরদার ও ISF-এর প্রার্থী আখতার রহমান বিশ্বাস। গত লোকসভা নির্বাচনে এখানে কংগ্রেস ও সিপিআই পৃথক ভাবে প্রার্থী দিয়েছিল। কংগ্রেস প্রার্থী কাজী আবদুর রহমান ভোট পেয়েছিলেন ১,০৪,১৮৩টি। সিপিআই প্রার্থী পল্লব সেনগুপ্ত পেয়েছিলেন ৬৮,৩১৬ ভোট। এই কেন্দ্রে এবার জোট প্রার্থী সিপিএমের। রাজনৈতিক মহলের মতে, নির্বাচনে মেরুকরণ এখন ওপেন সিক্রেট নয়, একেবারে খোলাখুলি পর্যায়ে এসে দাঁড়িয়েছে। দক্ষিণবঙ্গে
এই কেন্দ্রে মুসলিম ভোটার কমবেশি ৫০ শতাংশ। এখানে মুসলিমদের একাংশের সমর্থন বিজেপি পাবে বলে দাবি করছেন রেখা পাত্র। তবে মুসলিমদের সমর্থন অক্ষুণ্ণ রাখতে মরিয়া তৃণমূল। রাজনৈতিক মহলের মতে, সিপিএম ও আইএসএফ কার ভোট কতটা কাটবে সেই অঙ্ক হিসেব বদলে দিতে পারে। মঙ্গলবারও বারাসতের জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বসিরহাটের দলীয় প্রার্থী রেখা পাত্রের মনোবল বাড়িয়ে দিয়েছেন।
আরও পড়ুন- Narendra Modi: কোন রাজ্যে BJP-র ফল সবচেয়ে ভালো হবে? রাখঢাক না রেখে ‘বলেই’ দিলেন মোদী
সন্দেশখালিতে মহিলাদের ওপর তৃণমূল নেতৃত্বের অত্যাচারের অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে বঙ্গ রাজনীতি। পরে ভাইরাল ভিডিও-কে হাতিয়ার করে ড্যামেজ কন্ট্রোলে নেমেছে তৃণমূল কংগ্রেস। তবে সন্দেশখালি ইস্যু এখনও জায়গা পাচ্ছে প্রধানমন্ত্রীর মুখেও। মোদ্দা কথা লক্ষ্মীর ভাণ্ডার বা অন্যান্য বিষয় থাকলেও এবার মূলত সন্দেশখালি ইস্যুকে সামনে রেখেই ভোট হচ্ছে বসিরহাটে। ১ জুন সন্দেশখালিতে ভোট। তৃণমূলের এই শক্ত ঘাঁটির হিসেব মিলবে ৪ জুন।