BJP Leader Arrested in Keshpur: ভোটের মুখে গ্রেফতার কেশপুরের BJP নেতা তন্ময় ঘোষ। মিথ্যা মামলায় জড়িয়ে পুলিশ তাঁকে গ্রেফতার করেছে বলে দাবি গেরুয়া দলের। BJP নেতার গ্রেফতারি পর্বের সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ঘাটালের BJP প্রার্থী হিরণ।
তাঁকে মিথ্যা মামলায় পুলিশ গ্রেফতার করেছে বলে দাবি বিজেপি সাধারণ সম্পাদক তন্ময় ঘোষের। কেশপুর থানায় বসেই তিনি বলেন, "কারও ক্ষতি করলে স্বেচ্ছায় জেল খাটব। জীবনে কারও ক্ষতি করিনি। প্রত্যেকটা মিথ্যা কেসে আমাকে ঢুকিয়েছে। ২০১৯ সালে আমার নামে কেসই ছিল না। SP অফিস ঘেরাও করেছে। আমি যেতেও পারিনি। ওই FIR-এ আমার নামও ছিল না। শোন অ্যারেস্ট দেখিয়ে আমাকে আটকে রেখেছিল। আমার ৫০ দিনেও জামিন হয়নি। প্রায় ৬ মাস আমাকে আটকে দিয়েছিল। বিভিন্ন কেসে আমাকে আটকে রেখেছিল। শুধু BJP করার অপরাধে।"
এই কথাগুলি বলতে-বলতে তাঁকে বারবার কাঁদতে দেখা গিয়েছে। তন্ময় ঘোষের সঙ্গে থাকা BJP-র অন্য কর্মী-সমর্থকরা তাঁকে সান্তনা দেন। সেই সঙ্গে ঘাটালের তৃণমূল প্রার্থী অভিনেতা দেবকে তারা তুলোধনা করেছেন। দলের নেতার গ্রেফতারির পিছনে দেবের হাত রয়েছে বলে দাবি বিজেপি নেতৃত্বের। এক্স হ্যান্ডলে কেশপুরে দলের নেতার এই গ্রেফতারি পর্বের ভিডিও পোস্ট করেছেন ঘাটালের BJP প্রার্থী হিরণ।
আরও পড়ুন- Suvendu on Arjun: অর্জুনকে হঠাৎ সাবধানে থাকার পরামর্শ শুভেন্দুর, কেন জানেন?
তিনি এক্স হ্যান্ডলে লিখেছেন, "কেশপুর থানায় এসেছি আমরা । তন্ময় ঘোষ, সাধারণ সম্পাদককে গ্রেফতার করলো মমতার দলদাস পুলিশ! আরো অনেক কর্মীকে গ্রেফতার করেছে । এইভাবে বিজেপিকে আটকে রাখতে পারবেন না আপনারা। মানুষকে সন্ত্রাস করে, ভয় দেখিয়ে কতদিন আটকে রাখবেন ??? যত আটকাবেন, তত পদ্মফুল ফুটবে।"