Suvendu on Arjun: অর্জুনকে হঠাৎ সাবধানে থাকার পরামর্শ শুভেন্দুর, কেন জানেন?

Arjun Singh: তৃণমূল ছেড়ে ফের একবার বিজেপিতে গিয়েই হাতেনাতে পুরস্কার পেয়েছিলেন অর্জুন সিং। এবারের লোকসভা নির্বাচনে ফের একবার ব্যারাকপুর থেকেই বিজেপি তাঁকে টিকিট দিয়েছিল। ব্যারাকপুর কেন্দ্রে নির্বাচন হয়ে গিয়েছে। জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী বিদায়ী সাংসদ। তবে এরই মধ্যে ঘোর আশঙ্কায় ভুগছেন অর্জুন সিং।

author-image
IE Bangla Web Desk
New Update
Suvendu advises Arjun singh to be careful

Arjun Singh-Suvendu Adhikari: অর্জুন সিং ও শুভেন্দু অধিকারী।

Suvendu Adhikari-Arjun Singh: এবার ব্যারাকপুরের BJP প্রার্থী অর্জুন সিংকে সাবধানে-সতর্ক থাকার পরামর্শ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। ইতিমধ্যেই প্রাণনাশের আশঙ্কা প্রকাশ করেছেন দোর্দণ্ডপ্রতাপ এই রাজনীতিবিদ। নির্বাচন কমিশনে পর্যন্ত এই বিষয়ে ঘোর উদ্বেগ জানিয়ে চিঠি দিয়েছেন অর্জুন। এমনকী ব্যারাকপুর সিটি পুলিশের কাছেও লিখিতভাবে এই অভিযোগ জানিয়েছেন BJP প্রার্থী।

Advertisment

তাঁকে ফোনে খুনের হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করেছেন ব্যারাকপুরে BJP প্রার্থী অর্জুন সিং। তাঁকে ভিড়ের মধ্যে এসে খুন করা হতে পারে বলে আশঙ্কা অর্জুনের। তাঁকে নাকি ২৯ মে-র পর খুন করা হবে বলে ফোনে হুমকি দিয়েছে দুষ্কৃতীরা। এই মর্মে রাজ্যপাল সিভি আনন্দ বোসকেও বিষয়টি জানিয়েছেন অর্জুন।

আরও পড়ুন- Cyclone Remal Update: সাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড়! প্রবল প্রতাপে ‘রেমাল’ আছড়ে পড়ার সম্ভাবনা কোথায় সবচেয়ে বেশি?

অর্জুন সিংকে খুনের হুমকি প্রসঙ্গে মুখ খুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। BJP প্রার্থীকে সতর্ক থাকতে পরামর্শ নন্দীগ্রামের BJP বিধায়কের। শুভেন্দু অধিকারী বলেন, "সোমনাথ শ্যাম, সুবোধ অধিকারীরা অনেকদিন ধরেই অর্জুন সিংকে টার্গেটে রেখেছে। সেই কারণে স্বরাষ্ট্রমন্ত্রক থেকে তাঁকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া আছে। অর্জুন সিংকে সাবধানে সতর্ক থাকতে অনুরোধ করব।"

Advertisment

আরও পড়ুন- Premium: উইকেন্ডে দিঘা ঘোরার প্ল্যান? এই দু’দিন বন্ধ থাকবে হোটেল বুকিং, যাওয়ার আগে জেনে নিন 

Arjun Singh Suvendu Adhikari loksabha election 2024