Advertisment

Lok Sabha Election 2024: গরমে 'ঠান্ডা' থাকার দারুণ 'দাওয়াই'! কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের 'টোটকা'য় ম্যাজিকের মতো 'কাজ'!

Lok Sabha Election 2024-BSF: এখনও অবধি রাজ্যে ৪ দফায় ১৮টি লোকসভা কেন্দ্রে নির্বাচন সম্পন্ন হয়েছে। যদিও এখন পর্যন্ত বুথে তেমন বড় কোনও অশান্তির ঘটনা ঘটেনি। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে ৪ জন ভোটার নিহত হয়েছিলেন। এবারের ভোটেও সেই স্মৃতি ছিল টাটকা। বাড়তিভাবে সতর্কতা নিয়েছিল আধাসেনাও।

author-image
Joyprakash Das
New Update
Lok sabha election 2024 central force bsf jawan told voters to maintain peace

Lok Sabha Election 2024: বুথ পাহারায় BSF জওয়ান সোহন পাল সিং। এক্সপ্রেস ফটো: পার্থ পাল।

Lok Sabha Polls 2024-Central Force: সোহন পাল সিং, বয়স ৩৬। বাড়ি রাজস্থানের আলোয়ার। অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র হাতে সদা কর্তব্যে অবিচল গণতন্ত্রের এই পাহারাদার। চতুর্থ দফার লোকসভা ভোটে (Lok Sabha Polls 2024) বহরমপুরের বড়ঞার তারাপুর গ্রামের বুথে সকাল থেকে একনাগাড়ে টানা বুথের গেটের পাহারায় ছিলেন BSF-এর জওয়ান সোহন। এবারই বাংলায় তাঁর প্রথম ভোটের ডিউটি। অল্প কিছুক্ষণের কথাতেই বাংলার ভোট নিয়ে নিজের অভিজ্ঞতা জানালেন তরতাজা এই যুবক।

Advertisment

সোহন পাল সিংয়ের কথায়, "এমনিতে এখন প্রচণ্ড গরম। ঘেমে-নেয়ে একাকার হয়ে গিয়েছি। বলেছি বুথে কেউ অশান্তি করবেন না। মাথা গরম হলে খুব খারাপ হবে। সবাই শান্তিতে ভোট দিন। কোনও অসুবিধা হবে না।" সোহনের এই কথাগুলিই যেন ম্যাজিকের মতো কাজ করেছে। সোমবার বহরমপুর লোকসভার বড়ঞার তারাপুর গ্রামে আনন্দনগর প্রাথমিক বিদ্যালয়ে সকাল থেকে পাহারায় ছিলেন সোহন পাল।

প্রথম দফার ভোটে উত্তরবঙ্গে, তারপর বালুরঘাট, মুর্শিদাবাদে ডিউটি করেছেন সোহন পাল সিং। এই জওয়ানের কথায়, "এই প্রথমবার বাংলায় ভোটের ডিউটি করছি। তেমন কোথাও কোনও অশান্তি হয়নি। শিক্ষা থাকলে গণ্ডগোল হয় না।"

আরও পড়ুন- SSC Scam Case: SSC দুর্নীতিতে গ্রেফতার হয়েছিলেন দাপুটে এই তৃণমূল বিধায়ক, জামিন দিল সুপ্রিম কোর্ট

এখনও অবধি রাজ্যে ৪ দফায় ১৮টি লোকসভা কেন্দ্রে নির্বাচন সম্পন্ন হয়েছে। বুথে তেমন বড় কোনও অশান্তির ঘটনা ঘটেনি। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে ৪ জন ভোটার নিহত হন। তোলপাড় হয়ে যায় সারা বাংলায়। সেই বিতর্ক এখনও অব্যাহত।

আরও পড়ুন- CV Ananda Bose: ফের রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির নালিশ! এবার এক নৃত্যশিল্পীর অভিযোগে নবান্নে রিপোর্ট জমা

এরাজ্যের পাশাপাশি গোটা দেশে এবার সাত দফায় নির্বাচন হবে। এখনও ২২টি আসনে ভোট বাকি রয়েছে। এখনও জঙ্গলমহল, কলকাতা-সহ তার আশেপাশের জেলাগুলিতে নির্বাচন বাকি রয়েছে। এই জওয়ানরাই পরের ভোটগুলিতে বুথ-পাহারার কাজে দায়িত্ব সামলাবেন। সুষ্ঠু ও অবাধ নির্বাচনের লক্ষ্যে এবছর বাংলায় পর্যাপ্ত পরিমাণে কেন্দ্রীয় বাহিনী পাঠিয়েছে নির্বাচন কমিশন। তাও কিছু কিছু জায়গায় নির্বাচনের আবহে অশান্তি এড়ানো যায়নি। আরও তিন দফায় ভোট বাকি রয়েছে। এই পর্বগুলিও নির্বিঘ্নে সম্পন্ন করতে বদ্ধপরিকর কমিশন।

West Bengal BSF Central Force loksabha election 2024 Berhampore
Advertisment