Advertisment

Srijan Bhattacharya: প্রচারে যেতেই সৃজনকে ঘিরে ধরলেন মহিলারা, অভিযোগ শুনেই তাজ্জব বাম প্রার্থী!

Lok Sabha Polls 2024-Jadavpur: এর আগে নির্বাচনী প্রচারের ফাঁকে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার মুখোমুখি হয়েছিলেন যাদবপুরের বাম প্রার্থী। সেই সময়েও এই একই অভিযোগ প্রসঙ্গে তিনি জানিয়েছিলেন, নির্বাচনে জিতলে এই জ্বলন্ত সমস্যা সমাধানের চেষ্টা করবেন তাঁরা। তবে নির্বাচনে হেরে গেলেও যিনি সাংসদ হবেন তাঁর কাছে গিয়ে এই সমস্যা দূর করার ব্যাপারে আবেদন জানাবেন বলেও প্রতিশ্রুতি মেলে এই বাম প্রার্থীর কাছ থেকে।

IE Bangla Web Desk এবং Nilotpal Sil
New Update
Lok sabha election 2024 cpim Srijan Bhattacharya Jadavpur constituency campaign

Srijan Bhattacharya: নির্বাচনের প্রচারে যাদবপুরের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য।

Lok Sabha Election 2024: চলছে লোকসভা ভোট (Lok Sabha Polls 2024)। ইতিমধ্যেই দুই দফায় নির্বাচন পর্ব সম্পন্ন হয়েছে। আগামী ৭ মে তৃতীয় দফার লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024)। তার আগে প্রচারে ঝড় তুলছেন শসক-বিরোধী প্রার্থীরা। শনিবার দক্ষিণ ২৪ পরগনার সাউথ গড়িয়া এলাকায় নির্বাচনের প্রচারে গিয়েছিলেন যাদবপুরের CPIM প্রার্থী সৃজন ভট্টাচার্য (Srijan Bhattacharya)। এলাকার মহিলারা তাঁকে ঘিরে ধরে একগুচ্ছ অভিযোগ শোনালেন। সব অভিযোগ শুনে তা নিরসণের প্রতিশ্রুতিও দিয়েছেন বামদের এই তরুণ তুর্কি।

Advertisment

ফের একবার পানীয় জলের সমস্যা নিয়ে অভিযোগ শুনতে হল যাদবপুর লোকসভার বাম প্রার্থী সৃজন ভট্টাচার্যকে। শনিবার বারুইপুরের সাউথ গড়িয়া পঞ্চায়েতের ওরঞ্চ স্কুল মাঠ থেকে পায়ে হেঁটে প্রচার শুরু করেন সৃজন। মহিলাদের চোখে পড়ার মতো ভিড় ছিল এই ৱ্যালিতে। গ্রামের রাস্তায় এগোতেই মহিলাদের একাংশ তাঁকে ঘিরে ধরে অভিযোগ জানাতে শুরু করেন।

publive-image
শনিবার সাউথ গড়িয়া এলাকায় প্রচারের ফাঁকে সৃজন ভট্টাচার্য।

সৃজন তাঁদের আশ্বস্ত করেন। পরে বাম প্রার্থী বলেন, "পানীয় জল, রাস্তা, আলোর সমস্যা যেখানেই যাচ্ছি সেখানেই শুনছি। এটা শুধু সাউথ গড়িয়ার ব্যাপার নয়। রুজি-রুটির সমস্যার সমাধান সমাধান করাটাই রাজনীতিবিদদের কাজ। তৃণমূল রাস্তায় বেরিয়ে এগুলো শুনছে। মানুষ তাদের ছেঁকে ধরছে যে তোমরা পঞ্চায়তে লুঠ করলে তারপরে কী করলে? তোমাদের বিধায়ক, সাংসদরা কী করেছেন? আমরা মনুষের কাছে গিয়ে বলছি লাল ঝান্ডাকে জেতাতে হবে। জিতলে মানুষের অভাব-অভিযোগ পূরণের চেষ্টা করব।"

আরও পড়ুন- Dilip Ghosh: রাজ্যপালকে ‘ফাঁসাতে’ রাজভবনে কারা? ভয়ঙ্কর ইঙ্গিত দিলীপ ঘোষের!

এদিকে, পানীয় জলের অভিযোগ এই প্রথমবার নয়। এর আগেও যাদবপুর লোকসভা কেন্দ্রের নানা জায়গায় প্রচারে গিয়ে এই একই অভিযোগ শুনতে হয়েছে সৃজন ভট্টাচার্যকে। এবার ফের একবার সেই একই অভিযোগ সৃজন শুনলেন সাউথ গডিয়া এলাকায় প্রচারে গিয়ে।

আরও পড়ুন- Kolkata Weather Today: বদলাচ্ছে আবহাওয়া, দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টির জোরালো সুখবর! ইঙ্গিত শনির সকাল থেকেই

এর আগে নির্বাচনী প্রচারের ফাঁকে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার মুখোমুখি হয়েছেলিনে যাদবপুরের বাম প্রার্থী। সেই সময়েও পানীয় জলের অভিযোগ প্রসঙ্গে তিনি জানিয়েছিলেন, নির্বাচনে জিতলে সমস্যা সমাধানের চেষ্টা করবেন তাঁরা। তবে নির্বাচনে হেরে গেলেও যিনি সাংসদ হবেন তাঁর কাছে গিয়ে পানীয় জলের সমস্যা দূর করার ব্যাপারে আবেদন জানাবেন বলেও প্রতিশ্রুতি মেলে এই বাম প্রার্থীর কাছ থেকে।

CPIM loksabha election 2024 srijan bhattacharya Jadavpur Lok Sabha Constituency 2024 Jadavpur
Advertisment