Advertisment

Premium: ভাঙড়ে সবচেয়ে খারাপ ফল সিপিএমের, তর্জন-গর্জন করলেও ভোট প্রাপ্তিতে ISF-কে জোর টেক্কা জোড়াফুলের

Bhangar: লোকসভা নির্বাচনের প্রচারে নেমেও সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যের দাবি ছিল, তাঁদের দল এবার নানা কৌশল নিয়েছে। ভাঙড়ে তৃণমূল বিরোধী মানুষ তাঁদেরই ভোট দেবেন বলে তাঁরা মনে করেন। ভাঙড়ে জোরদার প্রচার করতেও দেখা গিয়েছে সিপিএমের এই যুব নেতাকে। তবে ফল প্রকাশের পর দেখা গেল অন্য ছবি।

author-image
Joyprakash Das
New Update
Lok Sabha Election 2024 CPM Bhangar Tmc ISF Jadavpur constituency

Srijan Bhattacharya- Sayani Ghosh: সৃজন ভট্টাচার্য ও সায়নী ঘোষ।

Lok Sabha Election 2024 Results-Jadavpur: যাদবপুর লোকসভা নির্বাচনে বিজেপি ও সিপিএম প্রার্থীদের কয়েক যোজন পিছনে ফেলে দিয়ে বিপুল জয় পেয়েছেন তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। এই নির্বাচন ছিল সিপিএমের কাছ ভোট শতাংশ বৃদ্ধির কঠিন লড়াই। ৭ বিধানসভার মধ্যে ভাঙড় সব থেকে বেশি ডুবিয়েছে সিপিএমকে। আইএসএফের ভোট সিপিএমের ঝুলিতে আনতে পারেননি সৃজন। ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের পর বেশি ভোট পেয়েছে নওশাদ সিদ্দিকীর আইএসএফ।

Advertisment

লোকসভা নির্বাচনে ভাঙড়ের বিরোধী ভোট কীভাবে ম্যানেজ করছে সিপিএম? প্রচার চলাকালীন সৃজনের জবাব ছিল, কৌশল নেওয়া হয়েছে। ওখানে তৃণমূল বিরোধী মানুষ তাঁদেরই ভোট দেবে। ভাঙড়ে জোরদার প্রচার করতেও দেখা সিপিএমের এই যুব নেতাকে। ফল প্রকাশের পর দেখা গেল নির্দল প্রার্থীদের মতো ভোট পেয়েছে সিপিএম। বাকি ৬ বিধানসভা এলাকায় এতো কম ভোট পায়নি সিপিএম।

ভাঙড়ে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ পেয়েছেন ১,১৬,৪৮৬টি ভোট। বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের প্রাপ্ত ভোট ২৯,২১১। আইএসএফ প্রার্থী নুর আলম খান পেয়েছেন ৭৫,০০৪টি ভোট। যাদবপুর কেন্দ্রের আইএসএফ প্রার্থী অন্য ৬ বিধানসভা এলাকা থেকে ৫ হাজারের গণ্ডিও টপকাতে পারেনি। বরং টালিগঞ্জ এলাকায় পেয়েছে মাত্র ৯২টি ভোট। ২০২১ সালের নির্বাচনে ভাঙড়ে আইএসএফের নওশাদ সিদ্দিকী ১,০৯,২৩৭টি ভোট পেয়েছিলেন।

আরও পড়ুন- Suvendu Adhikari-Sukanta Majumdar: ‘এখনই দিল্লি আসুন’, ‘চাকরি’ যাচ্ছে শুভেন্দু-সুকান্তদের? তড়িঘড়ি ডেকে কী বলবেন মোদী, শাহরা?

সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যকে ভাঙড়ে ১০,২৫৯টি ভোট পেয়েই সন্তুষ্ট থাকতে হল। তিনি ৭টি বিধানসভার মধ্যে সব থেকে কম ভোট পেয়েছেন ভাঙড় থেকেই। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ভাঙড় থেকেই একমাত্র বিধায়ক নির্বাচিত হয়েছিল আইএসএফের। সিপিএমের সঙ্গে শেষমেশ কোনও নির্বাচনী সমঝোতায় যাননি নওশাদ সিদ্দিকী। তবে ভাঙড়ে এতটা কম ভোট জুটবে তা সিপিএমের ছোট বড় কোনও নেতাই আন্দাজ করতে পারেননি।

আরও পড়ুন- World University Ranking: চমকে যাবেনই! পৃথিবীর সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ! কলকাতা ও যাদবপুরের স্থান কত জানেন?

tmc Bhangar CPIM ISF loksabha election 2024
Advertisment