Advertisment

Dev: দুরন্ত দেব! ফোন আসতেই তড়িঘড়ি সিদ্ধান্ত, মাথায় চড়ালেন হেলমেট, বাইকে চেপে গেলেন কোথায়?

Lok Sabha Election 2024-Ghatal: শনিবার ভোট শুরুর পর থেকেই ঘাটালের বিভিন্ন প্রান্ত থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর আসতে শুরু করে। অনেক ক্ষেত্রেই অশান্তির পিছনে বিজেপি যুক্ত বলে অভিযোগ শোনা যায় দেবের মুখ থেকে। প্রতিপক্ষ প্রার্থী হিরণকেই ঘাটালে অশান্তির জন্য দায়ী করেছেন দেব।

author-image
IE Bangla Web Desk
New Update
lok sabha election 2024 ghatal dev hiran

Dev: দলীয় কর্মীর বাইকে ঘুরছেন দেব।

Ghatal-Dev: এবারেও ঘাটাল থেকে জয়ের ব্যাপারে আশাবাদী অভিনেতা দেব। গত কয়েক সপ্তাহ ধরে নির্বাচনী প্রচারে চষে ফেলেছেন গোটা ঘাটাল। বিধানসভা কেন্দ্র ধরে ধরে প্রচারে ঝড় তুলেছেন তারকা। তবে ভোটের দিনেও দুরন্ত মেজাজে দেখা গেল তৃণমূলের এই অভিনেতা-প্রার্থীকে। অশান্তির খবর পেয়েই তড়িঘড়ি ছুটলেন তিনি। মাথায় চড়ালেন হেলমেট, দলের এক কর্মীর বাইকে চেপেই বুথে বুথে ঘুরলেন দেব।

Advertisment

আরও পড়ুন- Suvendu Adhikari-Nandigram: ‘একুশেও যা পারিনি তা এবার করেছি’, নন্দীগ্রামে অভিজিতের লিডের ‘অঙ্ক’ বলে দিলেন শুভেন্দু!

ঘাটালে এদিন ভোটের শুরু থেকেই নানা দিক থেকে অশান্তির খবর আসতে থাকে। তেমনই বিক্ষিপ্ত গন্ডগোলের খবর মেলে দৌলতচকের ৭১ নং বুথ থকে। সেই খবর পেয়েই সেখানে যাওয়ার পরিকল্পনা করেন দেব। ওই বুথে তৃণমূলের এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। খবর পেয়েই দৌলতচকে পৌঁছোন দেব।

আরও পড়ুন- Lok Sabha Election 2024 Phase 6 Live Updates: ভোটের ‘ষষ্ঠীপুজো’, ধুন্ধুমার-কাণ্ড গড়বেতায়, মাথা ফাটল জওয়ানের, BJP প্রার্থীর গাড়ি ভাঙচুর

দলেরই এক কর্মীর বাইকে চেপে সেখানে যান তিনি। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব বলেন, "১০ বছর ধরে সবাইকে আগলে রেখেছি। আজ কিছু জায়গায় বিক্ষিপ্ত অশান্তি হয়েছে। কিন্তু আমি চাই সবাই ভোট দিক। আমি সবাইকে বলেছি, নির্ভয়ে ভোট দিন। যাঁকে পছন্দ তাঁকে ভোট দিন।"

আরও পড়ুন- Cyclone Remal Update: ‘রেমাল’ আতঙ্কে বুক কাঁপছে! ঘূর্ণিঝড়ের লেটেস্ট আপডেট ‘ভয়াবহ’? ফাঁকা করা হল সমুদ্র সৈকত

Dev Ghatal Hiran Chatterjee loksabha election 2024
Advertisment