/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/05/dev_9c25c0.jpg)
Dev: দলীয় কর্মীর বাইকে ঘুরছেন দেব।
Ghatal-Dev: এবারেও ঘাটাল থেকে জয়ের ব্যাপারে আশাবাদী অভিনেতা দেব। গত কয়েক সপ্তাহ ধরে নির্বাচনী প্রচারে চষে ফেলেছেন গোটা ঘাটাল। বিধানসভা কেন্দ্র ধরে ধরে প্রচারে ঝড় তুলেছেন তারকা। তবে ভোটের দিনেও দুরন্ত মেজাজে দেখা গেল তৃণমূলের এই অভিনেতা-প্রার্থীকে। অশান্তির খবর পেয়েই তড়িঘড়ি ছুটলেন তিনি। মাথায় চড়ালেন হেলমেট, দলের এক কর্মীর বাইকে চেপেই বুথে বুথে ঘুরলেন দেব।
ঘাটালে এদিন ভোটের শুরু থেকেই নানা দিক থেকে অশান্তির খবর আসতে থাকে। তেমনই বিক্ষিপ্ত গন্ডগোলের খবর মেলে দৌলতচকের ৭১ নং বুথ থকে। সেই খবর পেয়েই সেখানে যাওয়ার পরিকল্পনা করেন দেব। ওই বুথে তৃণমূলের এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। খবর পেয়েই দৌলতচকে পৌঁছোন দেব।
দলেরই এক কর্মীর বাইকে চেপে সেখানে যান তিনি। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব বলেন, "১০ বছর ধরে সবাইকে আগলে রেখেছি। আজ কিছু জায়গায় বিক্ষিপ্ত অশান্তি হয়েছে। কিন্তু আমি চাই সবাই ভোট দিক। আমি সবাইকে বলেছি, নির্ভয়ে ভোট দিন। যাঁকে পছন্দ তাঁকে ভোট দিন।"