Advertisment

Dilip Ghosh: BJP-র হেভিওয়েট প্রার্থী দিলীপ ঘোষ, দাপুটে নেতার পড়াশোনা কতদূর? সম্পত্তির পরিমাণ ও আয় জানেন?

Dilip Ghosh: ২০১৯ সালের লোকসভা নির্বাচনে মেদিনীপুর থেকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন গেরুয়া দলের দাপুটে নেতা দিলীপ ঘোষ। ভোটে জয় পেয়ে সাংসদ হয়েছিলেন তিনি। তবে এবার তাঁকে আর মেদিনীপুরে টিকিট দেয়নি দল। তাঁর বদলে এবার মেদিনীপুর কেন্দ্র থেকে বিজেপির হয়ে লড়ছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। দিলীপ ঘোষকে বিজেপি তুলে এনেছে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে। গতবার এই কেন্দ্র থেকে বিজেপির হয়ে যিনি লড়ে জিতেছিলেন সেই সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া এবার লড়ছেন আসানসোল থেকে।

author-image
Joyprakash Das
New Update
dilip ghosh starts again focusing on bengal bjp organisations

Dilip Ghosh: বিজেপি নেতা দিলীপ ঘোষ।

Lok Sabha Election 2024: বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে প্রচার শুরুর দিন থেকেই বিতর্কিত মন্তব্য করে চলেছেন BJP প্রার্থী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। কখনও তৃণমূলের মঞ্চে উঠে হাতে মাইক্রোফোন নিয়ে ছোট্ট বক্তব্য রেখেছেন। শেষমেশ বর্ধমান থানার IC-কে লাগামছাড়া আক্রমণ করেছেন তিনি। রাজনীতিতে এসে ইস্তক দিলীপ ঘোষের ভাবখানা এমন, যেন এলেন, দেখলেন ও জয় করলেন। প্রথমে বিধায়ক, তারপর সাংসদ, বঙ্গ BJP-র সভাপতি, সর্বভারতীয় সহ সভাপতি। এবার মেদিনীপুর থেকে গিয়ে বর্ধমানে সাংসদ হওয়ার লড়াই। BJP প্রার্থী দিলীপ ঘোষের পড়াশোনা, সম্পত্তির হাল কি? আয়ই বা কত?

Advertisment

৫৯ বছরের দিলীপ ঘোষ ১৯৮০ সালে পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদ থেকে মাধ্যমিক পাশ করেছেন। ১৯৮২ সালে ঝাড়গ্রাম থেকে ITI পাশ করেছেন। তাঁর নির্বাচনী হলফনামায় আরও উল্লেখ আছে ১৯৮৩ সালে ITI টালিগঞ্জ থেকে অল ইন্ডিয়া ট্রেড টেষ্ট আন্ডার দ্যা অ্যাপ্রেন্টিস অ্যাক্ট, ১৯৬১ উত্তীর্ণ। মেদিনীপুরের সাংসদের চারচাকা তো দূরের কথা একটা মোটর বাইকও নেই! তাঁর পেশা পার্টির হোলটাইমার।

আরও পড়ুন- Premium: রচনাকে বেশ পছন্দ দীপ্সিতার! মমতা-কল্যাণের অঙ্গভঙ্গি নিয়েও সপাটে জবাব বাম প্রার্থীর 

তবে দিলীপ ঘোষ একাধিক মামলায় অভিযুক্ত। দিলীপ ঘোষের হলফনামা অনুযায়ী, তাঁর জানা ক্রিমিনাল কেসের সংখ্যা ২৮। রাজ্যের নানা থানায় একাধিক কেস আছে। আয়কর রিটার্ন অনুযায়ী ২০২২-২৩-এ তাঁর আয় ৯,৩৩,৯৫০ টাকা। অবিবাহিত দিলীপবাবুর অস্থাবর সম্পত্তি আছে ৪০,৪৫,৫৮৯ টাকার। স্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ৪২ লক্ষ টাকা। তাঁর ঋণ আছে ৫০ লক্ষ টাকা। হলফনামা অনুযায়ী তাঁর নগদের পরিমাণ ৩,৫০,০০০টাকা।

আরও পড়ুন- Rachana Banerjee: ‘ওরে বাপরে বাপ!’ লোকাল ট্রেনে উঠেই বললেন রচনা, জিতলে ফের উঠবেন? উত্তরে যা বললেন…

আগামী সোমবার বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে নির্বাচন। তাঁর মূল প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার কীর্তি আজাদ (Kirti Azad)। এখানে সিপিএমের প্রার্থী সুকৃতি ঘোষাল। তবে লড়াই হবে মূলত বিজেপি ও তৃণমূলের মধ্যেই।

dilip ghosh bjp loksabha election 2024
Advertisment