Lok Sabha Election 2024: লোকসভা ভোট (Lok Sabha Polls 2024) চলছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত ঘুরে-ঘুরে প্রচারে ঝড় তুলছেন তৃণমূলনেত্রী। তৃতীয় দফার নির্বাচনের আগে রবিবার মালদার (Malda) কালিয়াচকে প্রচারে তৃণমূলনেত্রী। স্বভাবসিদ্ধ ঢঙেই তাঁর রোষের মুখে বিরোধীরা। BJP-র পাশাপাশি এদিনও মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তীব্র আক্রমণ শানিয়েছেন কংগ্রেস-সিপিএমকে। সেই সঙ্গে মালদা নিয়ে বিরাট এক আক্ষেপের কথা শোনা গেল তৃণমূলনেত্রীর মুখে।
Advertisment
মালদা নিয়ে কী আক্ষেপ মমতার?
"মালদা জেলায় কোনও দিন লোকসভা আসন পাইনি। বিধানসভায় মালদা আমাদের ঢেলে আসন দিয়েছেন। সেই কারণেই BJP-কে রুখে দিতে পেরেছিলাম। বাংলায় কংগ্রেস জিতবে না মনে রাখবেন। বাংলায় কোনও জোট নেই, তৃণমূল একা লড়ছে। বাংলায় কংগ্রেসের জোট সিপিএমের সঙ্গে। বাংলায় কংগ্রেস-সিপিএম আসন ভাগাভাগি করেছে। দিল্লিতে BJP-কে রুখতে বাংলায় ভোট কাটাকাটি নয়। বাংলা কারও কাছে আত্মসমর্পণ করে না। বাংলা নিজের দাবি ছিনিয়ে আনবে। সংসদে সরব হবে না, টিকি দেখা যাবে না..তাঁকে ভোট দেবেন কেন? ভোট কাটাকাটি করে বিজেপিকে জেতাবেন না।"
"যত চাকরি খাচ্ছে BJP-CPIM-এর উকিলদের দিয়ে। কংগ্রেস দালালি করছে। যতটুকু আছে সিপিএমের সঙ্গে আছে। ছাত্রছাত্রীদের কাছ থেকে টাকা নিয়ে চাকরি খেয়ে নিয়েছে। ভোট কাটাকাটি করে BJP-কে জেতাবেন না। সংখ্যালঘুদের জীবন নিয়ে খেলতে দিইনি। সংখ্যালঘুদের উন্নয়নে সদা তৎপর রাজ্য সরকার। মানুষখেকো বাঘ দেখেছেন, এরা চাকরিখোকো বাঘ। প্রধানমন্ত্রী এসে বলে দিলেন সব তৃণমূলের জন্য হয়েছে। চাকরিহারাদের পাশে আছি। দেশের প্রধানমন্ত্রী লোকের চাকরি খান।"