/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/05/Mamata-Banerjee.jpg)
Mamata Banerjee: তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Lok Sabha Election 2024: শুভেন্দু গড় হলদিয়ায় দাঁড়িয়ে নাম না করে অদিকারী পরিবারকে তুলোধনা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যেপাধ্যায়ের। নন্দীগ্রামে একুশের ভেটাে তাঁর পরাজয় থেকে শুরু করে নন্দীগ্রাম-কাণ্ড নিয়েও তীব্র সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশ নিয়েও নাম না করে শুভেন্দু অধিকারীকে নিশানা তৃণমূলনেত্রীর।
নন্দীগ্রামে একুশের ভোটে হার নিয়ে কী বললেন মমতা?
"নন্দীগ্রামে সিপিএমের সঙ্গে সমঝেতাা করে অশান্তি বাপ-ব্যাটার। নন্দীগ্রামে আমার সঙ্গে প্রতারণা হয়েছে। নন্দীগ্রামে আমার ভোট লুঠ হয়েছে। ভোটের পর লোডশেডিং করে রেজাল্ট বদলাল। জেলাশসাক পাল্টে লোডশেডিং করে রেজাল্ট পাল্টেছে। আজ না হলে কাল তার বদলা নেবই। চিরকাল বিজেপি থাকবে না। চিরকাল ইডি, সিবিআই কোলে রাখবে না।"
শিক্ষকদের চাকরি-বাতিল ইস্যুতে মমতার নিশানায় শুভেন্দু…
"শিক্ষকদের চাকরি যাওয়ার আগে এক বাবু বোমা ফাটাবে। বোমা ফাটাবে বলে ২৬ হাজার শিক্ষকের চাকরি খেয়ে নিল। মেদিনীপুরে কারচুপি করে চাকরি বেশি। ২৬ হাজার ছেলেমেয়ে ভয়ে মুখ খুলছে না। এই জেলায় চাকরিখেকো আছে, সাবধান।"
আরও পড়ুন- Monteswar: ভোট মিটতেই BJP নেতার ঝুলন্ত দেহ উদ্ধার, তুমুল চাঞ্চল্য মন্তেশ্বরে
মমতার নিশানায় সিপিএম…
"সিপিএমের সঙ্গে সমঝোতা করে নন্দগ্রামে গণহত্যা। আজ নয় কাল প্রকাশ্যে আসবে। আমি না থাকলে সেদিন নন্দীগ্রামের মানুষ বাঁচত না।"
আরও পড়ুন- Md Selim-Nawsad Siddique: সেলিমে চটে লাল নওশাদ? জোট ভেস্তে যাওয়ায় কী বললেন ISF বিধায়ক?
নাম না করে অধিকারী পরিবারকে তুলোধনা...
"বাপ-ব্যাটা ১০ বছর কোন কাজটা করেছে? আমাদের মন্ত্রী হিসেবে ১০ বছর ছিল। যা পেরেছে করে। সব লুঠে নিয়েছে। যখন তৃণমূল তৈরি করি বাপ-ব্যাটা কেউ ছিল না। ছিলেন অখিল গিরি। ওনারা তখন কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছিলেন। গদ্দার আমার হাত দিয়ে জেতবার আগে অনেকবার ভোটে হেরেছে। যাদের নিজেদের হাজার-লক্ষ-কোটি টাকার সম্পত্তি আজ তারা বিজেপিতে গেছেন টাকা বাঁচাবার জন্য।"