Advertisment

Lok Sabha Election 2024 Result-West Bengal: ধোপেই টিকল না সন্দেশখালি কিংবা দুর্নীতি ইস্যু, মমতা ম্যাজিকে খড়কুটোর মতো উড়ল মোদীর গ্যারান্টি

India Election Results 2024: মমতা-অভিষেক জুটির কাছে বিরাট হার মোদী-শাহের জুটির। লক্ষ্মীর ভাণ্ডার বড়সড় মাইলেজ দিল রাজ্যের শাসকদলকে। ফের একবার বাংলায় অভাবনীয় সাফল্যের বেনজির মাইলস্টোন ছুঁয়ে ফেলল তৃণমূল।

author-image
IE Bangla Web Desk
New Update
lok sabha election 2024 result west bengal tmc mamata abhishek banerjee

Lok Sabha Election 2024 Result: লোকসভা ভোটে বাংলায় বিপুল সাফল্য তৃণমূলের। এক্সপ্রেস ফটো: শশী ঘোষ।

India Election Results 2024: লক্ষ্মীর ভাণ্ডারই তৃণমূলের ভোট-ভাণ্ডার, লোকসভা ভোটে বঙ্গে জোড়াফুলের এই বিক্রম দেখে এমনটাই বলতে শুরু করেছেন রাজনৈতিক মহলের একাংশ। বাংলা তৃণমূলের। ফের একবার লোকসভা ভোটেও তা প্রমাণ করে দেখিয়ে ছাড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত এটা বলাই যায় যে এবারের লোকসভা নির্বাচনে বাংলায় বিরোধীদের ধরাশায়ী করে ছাড়ছে জোড়াফুল।

Advertisment

মমতা-অভিষেক জুটির কাছে বিরাট হার মোদী-শাহের জুটির। লক্ষ্মীর ভাণ্ডার বড়সড় মাইলেজ দিল রাজ্যের শাসকদলকে। ফের একবার বাংলায় অভাবনীয় সাফল্যের বেনজির মাইলস্টোন ছুঁয়ে ফেলল তৃণমূল।

বেলা ২ টো পর্যন্ত এই প্রতিবেদন লেখার সময়ও রাজ্যের ৪২ টি আসনের মধ্যে ৩১ টিতেই এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। জোড়াফুলের বহু পিছনে পড়ে রয়েছে বিজেপি। মাত্র ১০ টি আসনে এগিয়ে রয়েছে গেরুয়া দলের প্রার্থীরা। কংগ্রেস এগিয়ে একটি আসনে। এবারের লোকসভা ভোটেও বাংলায় খাতাই খুলতে পারেনি বামেরা।

আরও পড়ুন- West Bengal Lok Sabha Election Result 2024 Live: বেশিরভাগ জায়গায় তৃণমূলের হেভিওয়েট প্রার্থীরা এগিয়ে, সবুজ আবির খেলা শুরু সমর্থকদের

তৃণমূলের জয় প্রায় নিশ্চিত ২৮ আসনে। সেই আসনগুলির মধ্যে যাদবপুর, দক্ষিণ কলকাতা, ডায়মন্ড হারবার, জয়নগর, মথুরাপুর, শ্রীরামপুর, ব্যারাকপুর, হাওড়া, হুগলি, উলুবেড়িয়া, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর, বোলপুর, বীরভূম, বসিরহাট, কৃষ্ণনগর, মেদিনীপুর, ঝাড়গ্রাম, আসানসোল, উলুবেড়িয়া আসন অন্যতম।

আরও পড়ুন- West Bengal Lok Sabha Election Result 2024 Live:বাংলায় সবচেয়ে বেশি ভোটে জয়ের পথে অভিষেক! মমতা ম্যাজিকে ফুৎকারে উড়ল মোদীর ‘গ্যারান্টি’

মোটের উপর সন্দেশখালি, একাধিক দুর্নীতি ইস্যু এবারের লোকসভা ভোটে বঙ্গ রাজনীতিতে দাগ কাটতে পুরোপুরি ব্যর্থ। তৃণমূলের বিরুদ্ধে তোলা বিরোধীদের কোনও অভিযোগই ধোপে টিকল না। অন্তত নির্বাচনী ফল প্রকাশের এই ট্রেন্ড দেখে অনেক রাজনৈতিক বিশ্লেষকই একথাই বলতে শুরু করেছেন।

abhishek banerjee West Bengal tmc Mamata Banerjee Lok Sabha Election Result 2024
Advertisment