Sandeshkhali Chaos: ভোট মিটলেও অশান্তির দাবানল সন্দেশখালিতে! ভাঙচুর-অবরোধ, পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি
Lok Sabha Election 2024: শেষ দফার লোকসভা নির্বাচনের দিনে অশান্তির আগুন সন্দেশখালিতে। এদিন ভোট পর্বের শুরু থেকে দ্বীপাঞ্চলের বিভিন্ন এলাকায় গন্ডগোলের খবর মেলে। আগরহাটিতে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড বেধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ, RAF-এর বিশাল বাহিনী নামানো হয় এলাকায়।
Lok Sabha Election 2024-Sandeshkhali Chaos: শেষ দফার ভোটের দিনে অশান্তির আগুন সন্দেশখালিতে। ভোট পর্বের শুরু থেকে দ্বীপাঞ্চলের দিকে দিকে গন্ডগোলের খবর মেলে। ভোট পর্বের শেষ বেলাতেও সীমাহীন অশান্তি সন্দেশখালির চুচুরা কাছারি পাড়ায়। বাসন্তী হাইওয়ে অবরোধ ঘণ্টার পর ঘন্টা ধরে। পুলিশের সঙ্গে তুমুল মারপিট-ধস্তাধস্তি।
Advertisment
সন্দেশখালি চুচুরা কাছারিপাড়ার ২৫ নম্বর বুথে BJP-র বুথ ক্যাম্পে হামলা চালায় তৃণমূলের বাইক বাহিনী। এমনই অভিযোগ গেরুয়া দলের। বেশ কয়েকজন যুবক বিজেপির বুথ ক্যাম্পে ঢুকে ভাঙচুর চালায়। পাল্টা প্রতিরোধ করলে দুষ্কৃতীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। এই গন্ডগোলের পরেই ৫ বিজেপি কর্মীকে পুলিশ গ্রেফতার করে। গ্রেফতার করা হয় সুমন সানা, রাহুল সানা, সমর দাস-সহ ৫ BJP কর্মীকে। এরপরেই অগ্নিগর্ভ হয়ে ওঠে এলাকার পরিস্থিতি।
গ্রেফতার হওয়া BJP কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে বাসন্তী হাইওয়ে অবরোধ শুরু করেন গেরুয়া দলের কর্মী-সমর্থকরা। যাঁদের মধ্যে বেশ কিছু মহিলা ছিলেন। অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি-মারামারি বেধে যায় বিজেপি কর্মীদের। পুলিশকে লক্ষ্য করে শুরু হয় ইট-পাথর বৃষ্টি। পাল্টা পুলিশও তাদের লক্ষ্য করে ইট ছোড়ে বলে দাবি বিজেপি কর্মীদের। ব্যাপক লাঠিচার্জ করে পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। এলাকায় আসে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও।
বিক্ষোভকারীদের দাবি, গ্রেফতার হওয়া বিজেপি কর্মীদের মুক্তি না মেলা পর্যন্ত তারা অবরোধ চালিয়ে যাবেন। এদিকে কয়েক ঘন্টা ধরে টানা রাস্তা অবরোধের জেরে বাসন্তী হাইওয়েতে ব্যাপক যানজট তৈরি হয়েছে। পুলিশের শীর্ষকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন। অবরোধকারদের সঙ্গে দফায় দফায় চলছে আলোচনা।