Advertisment

Mamata Banerjee: আজ কলকাতায় মেগা রোড শো তৃণমূল সুপ্রিমোর, কোন পথ ধরে গিয়ে কোথায় শেষ বর্ণাঢ্য শোভাযাত্রা?

Lok Sabha Election 2024: আগামী ১ জুন অর্থাৎ শনিবার সপ্তম তথা শেষ পর্বের লোকসভা নির্বাচন। তার আগে আজ বৃহস্পতিবারই ভোটের প্রচার শেষ। আজ শেষবেলার প্রচারে মহানগরী তিলোত্তমার দক্ষিণ অংশে ঝড় তুলবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতায় মেগা রোড শো তৃণমূল সুপ্রিমোর। কোন পথ ধরে এগোবে রোড শো? কোথায় গিয়ে শেষ বর্ণাঢ্য সেই শোভাযাত্রা?

author-image
IE Bangla Web Desk
New Update
Lok Sabha Election 2024 tmc mamata banerjee road show in kolkata

Mamata Banerjee: কলকাতায় রোড শো তৃণমূলনেত্রীর।

Mamata Banerjees Road Show in Kolkata: আগামী ১ জুন অর্থাৎ শনিবার সপ্তম তথা শেষ পর্বের লোকসভা নির্বাচন। তার আগে আজ বৃহস্পতিবারই ভোটের প্রচার শেষ। আজ শেষবেলার প্রচারে মহানগরী তিলোত্তমার দক্ষিণ অংশে ঝড় তুলবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতায় মেগা রোড শো তৃণমূল সুপ্রিমোর। এর আগে গত মঙ্গলবারই কলকাতায় রোড শো করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই দিনেই কলকাতা উত্তর ও দক্ষিণে জোড়া রোড শোয়ে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কেও।

Advertisment

বৃহস্পতিবার রোড শো করার কথা গতকালই জানিয়ে দিয়েছিলেন তৃণমূল নেত্রী। গতকাল ডায়মন্ডহারবারের তৃণমূল প্রার্থী তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারে গিয়েছিলেন তিনি।

এছাড়াও গতকাল তিনি বারুইপুরে নির্বাচনী সভা করেছিলেন। মঙ্গলবার বারুইপুরের যে মাঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভা করেছিলেন, সেই মাঠেই বুধবার পাল্টা সভা করেন তৃণমূল নেত্রী।

আরও পড়ুন- Rituparna Sengupta: টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে ED-র তলব! হঠাৎ কেন এই ডাক জানেন?

আজ কলকাতায় রোড শো মমতা বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, আজ যাদবপুর ৮বি বাস স্ট্যান্ড থেকে যাদবপুর থানা, ঢাকুরিয়া, গোলপার্ক, গড়িয়াহাট, বালিগঞ্জ ফাঁড়ি, হাজরা রোড ধরে এগোবে তৃণমূল সুপ্রিমোর রোড শো। চক্রবেরিয়া রোড, জাস্টিস চন্দ্রমাধব রোড, অ্যালেনবাই রোড, পদ্মপুকুর রোড, যদুবাবুর বাজার, হরিশ মুখার্জী রোড হয়ে আলিপুরের গোপালনগরে শেষ হবে রোড শো।

আরও পড়ুন- Kolkata Weather Today: সত্যিই কি আর দিন কয়েকেই বঙ্গে বর্ষা? বেলা গড়ালেই প্রবল বৃষ্টি কোন কোন জেলায়?

Mamata Banerjee kolkata news Road Show loksabha election 2024
Advertisment