Sandeshkhali: সপ্তম তথা শেষ পর্বের ভোটে বুথের লাইনে শেখ শাহজাহানের পাড়ার লোকজন। 'ভাইজান' জেলে যাওয়ার পর থেকে এলাকায় দাপট বেড়েছে বিজেপির। শাসকদলের সঙ্গে সেয়ানে সেয়ানে টক্কর গেরুয়া শিবিরের। ময়দানে সিপিএমও। তবে ভোটের দিন শাহজাহানের সরবেড়িয়ার আকুঞ্জিপাড়ার বাড়িতে গিয়ে দেখা গেল অন্য ছবি।
শেখ শাহাজাহানের গ্রামের বুথের ভোট-পর্ব ঘুরে দেখল ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা। এদিন সকালে আকুঞ্জিপাড়ায় তাঁর বাড়িতে গিয়েছিলেন ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার প্রতিনিধিরা।
কোনও কেলাহাল নেই, কোনও পুরুষের দেখা মিলল না। শাহজাহানের মা দূর থেকে দেখে সাড়া না দিয়েই চলে গেলেন ঘরে। বড়ির দওয়ায় তখনও বসে ছিলেন কয়েকজন মহিলা। তাঁরা শাহজাহানের ভাই আলমগীরের স্ত্রী, শাশুড়ি ও মাসি-শাশুড়ি। চাকদহ থেকে তাঁরা এসে রয়েছেন মেয়ের বাড়িতে।
শাহজাহানের ছোটভাই আলমগীরের শাশুড়ি বললেন, "জামাইয়ের ছোটো খাটো ব্যবসা রয়েছে। সেভাবে কোনও অপরাধ ও করেনি। কিন্তু এখন জেলে রয়েছে। ৯ দিন আগে আমার মেয়ের একটি ছেলে হয়েছে। এছাড়া আরও ৮ ও ৫ বছরের দুটি মেয়ে আছে। তারা সারাদিন আব্বা-আব্বা করে যাচ্ছে। আব্বাকে ওরা খুঁজে বেড়াচ্ছে। আমার মেয়ের এখন যা অবস্থা তা মুখে বলার নয়।"
আরও পড়ুন- Lok Sabha Election 2024 Phase 7 Live Updates: সন্দেশখালিতে ধুন্ধুমার, মাথা ফাটল বিজেপি কর্মীর
আলমগীররে স্ত্রী এদিন কোনও কথা বলতে চাননি। সন্দেশখালি কাণ্ডে শেখ শাহজাহান গ্রেফতার হওয়ার পর জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়ে ইডি গ্রেফতার করে তাঁর ভাই আলমগীরকে।
আরও পড়ুন- Mithun Chakraborty: ফের দলবদল? ভোটের সকালে বিরাট ঘোষণায় তোলপাড় ফেললেন মিঠুন চক্রবর্তী!
এদিকে, আজ সপ্তম দফার ভোটে শাহাজাহান-হীন সন্দেশখালিতে তাঁর গ্রামের বুথের ছবিটা বেশ অন্যরকম। সকাল থেকে বুথে ভোটারদের দীর্ঘ লাইন। শাহজাহান ও তাঁর সঙ্গীরা জেলে যাওয়ার পর থেকে এলাকায় বিজেপি বেশ পাকা সংগঠন গড়েছে। এককথায় এলাকায় শাসকদলের সঙ্গে সেয়ানে-সেয়ানে টক্কর দিচ্ছে গেরুয়া শিবির। এদিন বুথে কিছুক্ষণের জন্য বিজেপি-তৃণমূল কর্মীদের মধ্যে বচসা তৈরি হয়। যদিও সেখানে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও পুলিশের হস্তক্ষেপে দ্রুত পরিস্থিতি শান্ত হয়।