Isha Khan Choudhury-Congress: পারলেন না রাজ্য কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। লক্ষ্যে ব্যর্থ হয়েছেন হয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমও। মালদার গনিখান চৌধুরীর উত্তর পুরুষ বাম কংগ্রেস জোটের মান রাখল। গনিখান চৌধুরীর ভাইপো ঈশা খান চৌধুরী মালদা দক্ষিণ কেন্দ্র থেকে জয়ের পথে। আপাতত ঈশা খান এগিয়ে রয়েছেন এক লক্ষেরও বেশি ভোটের ব্যবধানে।
মুর্শিদাবাদের সাগরদিঘি উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাসের জয় কংগ্রেস ও বামেদের মনোবল তুঙ্গে তুলেছিল। যদিও বায়রন বিধানসভা অধিবেশনে যোগ দেওয়ার আগেই তৃণমূল কংগ্রেসে যোগ দেন। ইন্ডিয়া জোটে তৃণমূল থাকলেও বাম ও কংগ্রেস জোট বেধে এরাজ্যে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। কংগ্রেস ও বাম নেতৃত্ব বেশ কয়েকটি আসনে জয়ের আশা করেছিল। কিন্তু কার্যক্ষেত্রে একমাত্র ঈশা খানই জয় পেতে চলেছেন।
অধীর চৌধুরীর বিরুদ্ধে তৃণমূল প্রার্থী করেছিল প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠানকে। শেষমেশ পাঠানের হাতে বধ হতে চলেছেন মুর্শিদাবাদের বিদায়ী কংগ্রেস সাংসদ। মালদা দক্ষিণ প্রাক্তন কংগ্রস সাংসদ আবু হাসেম খান চৌধুরীর ছেলে ঈশা খান চৌধুরী। সম্পর্কে মালদার প্রবাদ প্রতীম কংগ্রেস নেতা গনিখান চৌধুরীর ভাইপো তিনি। গনি পরিবারই এবার রাজ্য কংগ্রেসের মান রাখল। এমনকী শূন্য হওয়ার লজ্জা থেকে রক্ষা করতে চলেছেন ঈশা খান।
আরও পড়ুন- Adhir Ranjan Chowdhury: দিল্লি যাওয়া আর হল না অধীরের, গুজরাতি পাঠানের হাতেই কাত একদা বহরমপুরের ‘রবিনহুড’
আরও পড়ুন- Dilip Ghosh: কেন্দ্র পাল্টাতেই ঘোল খেলেন, তর্জন গর্জনই সার! লোকসভায় আর পা রাখা হল না দিলীপের
২০২১ সালের বিধানসভা নির্বাচনে জোট করে লড়েও বাম ও কংগ্রেস কোনও আসন পায়নি। তার আগে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেস দুটি আসনে জয় পেলেও বামেরা সেবারও কোনও আসনে জয় পায়নি। এবার মালদা দক্ষিণ আসনে কংগ্রেস প্রার্থীর জয়ে জোটের মুখ রক্ষা হল।