Mamata Banerjee-TMC: আবারও বাংলায় বাজিমাত তৃণমূলের! বাংলা জুড়ে লোকসভা ভোটে সবুজ সুনামি। এবারের নির্বাচনে শোচনীয় ফল বিজেপির। কংগ্রেস টিম টিম করে জ্বলছে একটি আসনে। এবারেও লোকসভা ভোটে বাংলায় দাগ কাটতেই পারল না বামেরা। গগনচুম্বী এই সাফল্যের দিনে বাংলার মানুষকে অভিনন্দন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই সঙ্গে তাঁর অভিযোগ, "আমাদের কয়েকটি জেতা সিটে বিজেপির অবজার্ভাররা সার্টিফিকেট দিচ্ছে না।" এরই পাশাপাশি এদিন ফের একবার নাম না করে তৃণমূলনত্রী তুলোধনা করেছেন শুভেন্দু অধিকারীকে।
এবারের লোকসভা ভোটে বাংলায় দুরন্ত ফল তৃণমূলের। প্রায় সমস্ত এক্সিট পোলকে ভুল প্রমাণ করে পশ্চিমবঙ্গে বেনজির সাফল্য জোড়াফুলের। তবে কিছু সিটে তৃণমূল হেরেছে। সেগুলিতে হারের পিছনে গভীর ষড়যন্ত্র রয়েছে বলে মনে করেন তৃণমূল সুপ্রিমো।
কাঁথির প্রসঙ্গ টেনেছেন তৃণমূল নেত্রী। কাঁথিতে শুভেন্দু অধিকারীর ভাই বিজেপির সৌমেন্দু অধিকারী জিতেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, "কাঁথিতে তৃণমূলের প্রার্থী জিতলেও বিজেপিকে জয়ের সার্টিফিকেট দিয়েছেন অবজার্ভাররা।" যদিও আজ সন্ধেয় এই প্রতিবেদন লেখা পর্যন্ত কাঁথিতে বিজেপির সৌমেন্দু অধিকারী এগিয়ে রয়েছেন বলে জানানো হয়েছে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে।
আরও পড়ুন- Arjun Singh: বারবার দল বদলই ‘কাল’ হল? লড়াকু অর্জুনের রাজনৈতিক ভবিষ্যৎ খাদের কিনারায়!
পুনর্গননা হলে কাঁথি কেন্দ্রেও তৃণমূল জয় পাবে বলে মনে করেন তৃণমূল নেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "এখনও কয়েকটা সিটে বিজেপির অবজার্ভাররা সার্টিফিকেট দিচ্ছে না আমাদের প্রার্থীদের। সার্টিফিকেট আটকে রেখেছে বিজেপিকে জয়ী করার জন্য। আমাদের ভোট বেড়েছে। যেখানে হেরেছি জোর করে হারানো হয়েছে।। আরও তিন থেকে চারটি সিট পাওয়ার কথা আছে। দরকারে পুনর্গণনার দাবি জানাব।"
আরও পড়ুন- Isha Khan Choudhury: বাম-কংগ্রেস জোটের মান রাখলেন গণিখানের ভাইপো ঈশা
এদিকে, তমলুক কেন্দ্র এগিয়ে রয়েছেন বিজেপির অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর কথায়, "তমলুকে ভোটই হয়নি। তমলুকেও পুনর্গণনা হলে প্রমাণ হবে সেটাতেও ওরা হেরেছে।" এবারের লোকসভা নির্বাচনে বাংলা জুড়ে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এর পিছনেও বিজেপির রাজনীতি রয়েছে বলে অভিযোগ করেছেন তৃণমূলনেত্রী। এপ্রসঙ্গে নাম না করে এদিন ফের একবার মমতা বন্দ্যোপাধ্যায় নিশানা করেছেন শুভেন্দু অধিকারীকে। তাঁর কথায়, "বাংলার ভোট পরিচালনা করেছেন এক গদ্দার। রাজ্য পুলিশকে কাজেই লাগানো হয়নি।"
লোকসভা ভোটের ঠিক আগে সন্দেশখালির ঘটনা নিয়ে উত্তাল হয়েছে রাজ্য। সন্দেশখালি ইস্যু নিয়ে বিজেপি জাতীয়স্তরেও তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়ে সোচ্চার হয়েছে। তবে ভোটে সন্দেশখালির বাসিন্দারা তৃণমূলেরই পাশে থেকেছেন। সে প্রসঙ্গে মুখ্যমন্ত্রী এদিন বলেন, "যে সন্দেশখালি নিয়ে এত অপপ্রচার হয়েছে, সেখানেও আমরা জিতেছি।"
আরও পড়ুন- Dilip Ghosh: কেন্দ্র পাল্টাতেই ঘোল খেলেন, তর্জন গর্জনই সার! লোকসভায় আর পা রাখা হল না দিলীপের