BJP Candidate List: স্বেচ্ছায় অবসর নেওয়া বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তমলুক লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছেন। ইস্তফা দিয়ে প্রার্থী হলেও তাঁকে নিয়ে বিতর্ক অব্যাহত। এমনকী বিচারপতি থাকাকালীন তাঁর বিভিন্ন রায় বা নির্দেশ নিয়েও প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস ছাড়াও নানা মহল। এই পরিস্থিতিতে কেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বিজেপি প্রার্থী করেছে তার ব্যাখ্যা দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি সন্দেশখালির প্রার্থী নিয়েও জবাব দিয়েছেন শুভেন্দু।
বসিরহাট কেন্দ্রে রেখা পাত্রের প্রার্থী হওয়া নিয়ে স্থানীয় স্তরে দলে অসন্তোষ দেখা দিয়েছে। এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, 'এটা আমি জানি না। এই রাজ্যে গত আড়াই বছরে ২টো বড় ইস্যু। লোকসভা নির্বাচনে দুটো ইস্যু কাজ করবে। একটা শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি, আরেকটা সন্দেশখালি। পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতার বাড়ি থেকে প্রায় ৫১ কোটি টাকা উদ্ধার হয়েছে। পার্থ চট্টোপাধ্যায় শিক্ষা দুর্নীতিতে গ্রেফতার হয়েছেন। তাঁর পুরো দফতর জেলে। দুর্নীতি ফাঁস করে লড়াইটা করেছেন তাঁর মুখ হচ্ছেন অবসরপ্রাপ্ত আইনজীবী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি তমলুকে দাঁড়িয়েছেন। দ্বিতীয় হচ্ছে সন্দেশখালির আন্দোলন। সে আন্দোলনে অনেক মাতৃশক্তি লড়াই করেছেন। তার মধ্যে অন্যতম পরিচিত মুখ রেখা পাত্র। একজন দলিত কন্যা। একটা মানুষের ৫টা আঙুল সমান হয় না। যাঁরা বলেছেন তাঁরা যদি আমাদের শুভানুধ্যায়ী হন, আমরা কথা বলে নেব। এর পিছনে যে তৃণমূলের কেউ কেউ নেই সেটাও তো বোঝা যাচ্ছে না। আমি এর মধ্যে যাব না। রেখা পাত্র ওখানে সন্দেশখালির আন্দোলনে মহিলাদের প্রতিবাদী আন্দোলনের প্রতিবাদী মুখ হিসাবে লড়াই করছেন। তাঁকে অনুমোদন দিয়েছেন স্বয়ং কেন্দ্রীয় নেতৃত্ব। স্বাভাবিক ভাবে রেখা পাত্র ওই আসনে লড়বেন।'
৫ জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে ইডি তল্লাশি চালাতে গিয়ে সরবেড়িয়ায় তাঁর অনুগামীদের হাতে তদন্তকারী আধিকারিকের মাথা ফাটে। হামলা চলে সংবাদ মাধ্যমের উপর। সঙ্গে কেন্দ্রীয় বাহিনী থাকা সত্বেও তল্লাশি না চালিয়ে ফিরে আসতে হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের। তারপর থেকে সন্দেশখালি উত্তপ্ত হয়ে ওঠে। সেখানকার মহিলারা পথে নামে শাহজাহান ও তাঁর সাঙ্গপাঙ্গদের গ্রেফতারের দাবিতে। মহিলাদের নির্যাতন, মারধর, জমি দখল, অর্থ আত্মসাৎ সহ একাধিক অভিযোগে সন্দেশখালির মহিলাদের আন্দোলনে তোলপাড় হয় বঙ্গ রাজনীতি। সেই আন্দোলনের অন্যতম মুখ রেখা পাত্রকে বসিরহাট কেন্দ্রে প্রার্থী করেছে বিজেপি।
আরও পড়ুন Rekha Patra: বিজেপি প্রার্থী রেখা পাত্রকে চাইছে না সন্দেশখালি! ভূমিকন্যার বিরুদ্ধে পোস্টারে শোরগোল
অন্যদিকে শিক্ষা ক্ষেত্রে নিয়োগ দুর্নীতি নিয়ে হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একের পর এক নির্দেশে কেঁপে ওঠে রাজ্যের শিক্ষা দফতর। রাজ্যের শিক্ষা মন্ত্রী থেকে ওই দফতরের আমলারা প্রায় সবাই জলবন্দি। শুভেন্দু অধিকারী ব্যাখ্যা দিয়েছেন কেন সন্দেশখালিতে রেখা পাত্র ও তমলুকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বিজেপি প্রার্থী করেছে।
বিরোধী দলনেতা বলেন, 'চাকরির দুর্নীতি, বেকারদের চাকরি লুঠ, সন্দেশখালির মা-বোনেদের ডেকে নিয়ে গিয়ে শাহজাহানদের পিঠে খাওয়ার প্রতিবাদ, এই দুটো ইস্যুর উপর দাঁড়িয়ে নির্বাচন হবে। বাংলার মানুষ দলমত নির্বিশেষে দেখেছে একজন অভিজিৎ গঙ্গোপাধ্যায় আরেকজন সন্দেশখালির রেখা পাত্রকে। আমি মনে করি সঠিক সিদ্ধান্ত। অতএব ব্যক্তি নয়, সন্দেশখালির মায়েদের লড়াইকে যাঁরা সমর্থন করেন তাঁরা পদ্মফুলে ভোট দেবেন। যাঁরা পিঠে খাওয়াকে সমর্থন করেন তাঁরা অন্য কোথাও ভোট দেবেন।'