ফের নিম্নচাপের ভ্রুকুটি বঙ্গে। বঙ্গোপসাগরে দানা বাঁধছে নিম্নচাপ। শনিবার দুপুরের পর ঘূর্ণাবর্তের নিম্নচাপে পিমত হওয়ার সম্ভাবনা প্রবল। তারই জেরে শনিবার বিকেল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার ব্যাপক বদলের সম্ভাবনা রয়েছে। রবিবার নিম্নচাপের জেরে ভারী বৃষ্টির সম্ভাবনা জেলায়-জেলায়।
এবছর বর্ষায় গোটা রাজ্যেই বৃষ্টির ব্যাপক ঘাটতি রয়ে গিয়েছে। উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবছর পর্যাপ্ত বৃষ্টি হয়নি। তবে এবার নিম্নচাপের হাত ধরে কিছুটা হলেও সেই খরা কাটার ইঙ্গিত মিলেছে। বঙ্গোপসাগরে শনিবারই তৈরি হচ্ছে একটি নিম্নচাপ।
রবিবার তা আরও শক্তিশালী হয়ে ওঠার সম্ভাবনা প্রবল। তারই জেরে শনিবার বিকেল থেকেই আবহাওয়ার বদল চোখে পড়বে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নিম্নচাপের জেরে বৃষ্টি চলবে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায়।
আরও পড়ুন- নন্দীগ্রামে ‘তেরঙ্গা যাত্রা’য় পুলিশি ‘বাধা’, শাহকে লেখা চিঠিতে বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই ভারী বৃষ্টি চলবে। শনিবারও বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ ও কাল উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলায়। মোটের উপর গোটা রাজ্যেই শনিবার বিকেলের পর থেকে আবহাওয়ার বদল চোখে পড়বে।