Kolkata Waterlogging:দেবীপক্ষে নিম্নচাপের গর্জনে ভাসল কলকাতা থেকে জেলা, আজ থেকেই সরকারি স্কুলে পুজোর ছুটি

Heavy Downpour-Red Alert: লাগাতার বৃষ্টি কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে। দিকে দিকে জলমগ্ন পরিস্থিতি। বেসরকারি স্কুলগুলির প্রতি কী বার্তা মুখ্যমন্ত্রীর?

Heavy Downpour-Red Alert: লাগাতার বৃষ্টি কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে। দিকে দিকে জলমগ্ন পরিস্থিতি। বেসরকারি স্কুলগুলির প্রতি কী বার্তা মুখ্যমন্ত্রীর?

author-image
IE Bangla Web Desk
New Update
Debipaksha Rainfall  ,Low Pressure Impact,  Kolkata Waterlogging  ,Districts Flooded , Government Schools Puja Holiday  ,South Bengal Weather  ,Heavy Downpour  ,Red Alert  ,Traffic Disruption,  Commuter Hardship  ,Durga Puja Preparations,  Monsoon Low Pressure,দেবীপক্ষের বৃষ্টি  ,নিম্নচাপের গর্জন,  কলকাতা জলাবদ্ধতা  ,জেলা ভাসল বৃষ্টিতে , সরকারি স্কুলে পুজোর ছুটি,  দক্ষিণবঙ্গ আবহাওয়া  ,প্রবল বর্ষণ  ,রেড অ্যালার্ট  ,যান চলাচল ব্যাহত,  দুর্ভোগে যাত্রীরা  ,দুর্গাপুজো প্রস্তুতি  ,মৌসুমি নিম্নচাপ

Government Schools Puja Holiday: লাগাতার বৃষ্টিতে দিকে দিকে জল। সরকারি স্কুলে আজ থেকেই পুজোর ছুটি।

Government Schools Puja Holiday:দেবীপক্ষে নিম্নচাপের তুমুল গর্জনে শহর কলকাতার পাশাপাশি লাগোয়া জেলাগুলিরও দিকে দিকে জল। লাগাতার বৃষ্টিতে জলের তলায় রাজপথ থেকে অলি-গলি। বহু জায়গায় দোকান-বাড়িতে জল ঢুকেছে। কলকাতা শহরের একাধিক হাসপাতালেও হাঁটু-জল।

Advertisment

এককথায় শারদোৎসবের শুরুতেই দুর্বিষহ জল-যন্ত্রণায় কাতর কলকাতা ও লাগোয়া জেলাগুলি। দিকে দিকে জলমগ্ন পরিস্থিতি। এই পরিস্থিতিতে রাজ্য সরকারি স্কুলগুলিতে আজ থেকেই পুজোর ছুটি ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন- Mamata Banerjee: 'নবান্নে কন্ট্রোল রুম খুলেছি, আমি দেখছি', বৃষ্টি-বিপর্যয়ে পুজো উদ্বোধন বাতিল মমতার

Advertisment

নিম্নচাপের বৃষ্টিতে জলের তলায় কলকাতা। তিলোত্তমা মহানগরী লাগোয়া জেলাগুলির দিকে দিকে জলমগ্ন পরিস্থিতি। কলকাতা শহরের দিকে দিকে জল। এরই মধ্যে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুমিছিল কলকাতায়। কমপক্ষে ৭ জনের মৃত্যুর খবর মিলেছে। বাড়ি থেকে বাইরে বেরোতেই রীতিমতো আতঙ্কে রয়েছেন শহরবাসী।

জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। সরকারের তরফে মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের পাশাপাশি চাকরি দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন মুখ্যমন্ত্রী। এক্ষেত্রে CESC-কেও মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে আবেদন করেছেন তিনি। CESC-এর কর্ণধার সঢ্জীব গোয়েঙ্কার সঙ্গে কথাও বলেছেন তিনি। 

আরও পড়ুন- Durga Puja 2025:ইংরেজদের আগুনেও থামেনি ঐতিহ্যবাহী এই দুর্গাপুজো, এক কাঠামোর প্রতিমায় খদিত আড়াইশো বছরের ইতিহাস

এরই পাশাপাশি লাগোয়া জেলাগুলিতেও একই পরিস্থিতি। জলের তলায় বিস্তীর্ণ প্রান্ত। পরিস্থিতির গুরুত্ব পর্যালোচনায় এবার রাজ্যের সরকারি স্কুলগুলিতে আজ থেকেই পুজোর ছুটি ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেসরকারি স্কুলগুলিতেও অর্থাৎ ICSE ও CBSE স্কুলগুলিতেও অন্তত দু'দিন ছুটি দেওয়ার অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বেসরকারি অফিসেও আগামী দু'দিন ওয়ার্ক-ফ্রম হোমের অনুরোধ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এছাড়াও বিশ্ববিদ্যালয়গুলিকেও আগামী দু'দিন অনলাইন ক্লাসের অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে সম্ভব হলে আগামী দু'দিন বিশ্ববিদ্যালয়গুলিকেও ছুটি দিতে অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী।

Mamata Banerjee Heavy Rainfall Waterlogged street