/indian-express-bangla/media/media_files/2025/09/23/mamata-2025-09-23-13-31-38.jpg)
Government Schools Puja Holiday: লাগাতার বৃষ্টিতে দিকে দিকে জল। সরকারি স্কুলে আজ থেকেই পুজোর ছুটি।
Government Schools Puja Holiday:দেবীপক্ষে নিম্নচাপের তুমুল গর্জনে শহর কলকাতার পাশাপাশি লাগোয়া জেলাগুলিরও দিকে দিকে জল। লাগাতার বৃষ্টিতে জলের তলায় রাজপথ থেকে অলি-গলি। বহু জায়গায় দোকান-বাড়িতে জল ঢুকেছে। কলকাতা শহরের একাধিক হাসপাতালেও হাঁটু-জল।
এককথায় শারদোৎসবের শুরুতেই দুর্বিষহ জল-যন্ত্রণায় কাতর কলকাতা ও লাগোয়া জেলাগুলি। দিকে দিকে জলমগ্ন পরিস্থিতি। এই পরিস্থিতিতে রাজ্য সরকারি স্কুলগুলিতে আজ থেকেই পুজোর ছুটি ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নিম্নচাপের বৃষ্টিতে জলের তলায় কলকাতা। তিলোত্তমা মহানগরী লাগোয়া জেলাগুলির দিকে দিকে জলমগ্ন পরিস্থিতি। কলকাতা শহরের দিকে দিকে জল। এরই মধ্যে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুমিছিল কলকাতায়। কমপক্ষে ৭ জনের মৃত্যুর খবর মিলেছে। বাড়ি থেকে বাইরে বেরোতেই রীতিমতো আতঙ্কে রয়েছেন শহরবাসী।
জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। সরকারের তরফে মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের পাশাপাশি চাকরি দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন মুখ্যমন্ত্রী। এক্ষেত্রে CESC-কেও মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে আবেদন করেছেন তিনি। CESC-এর কর্ণধার সঢ্জীব গোয়েঙ্কার সঙ্গে কথাও বলেছেন তিনি।
এরই পাশাপাশি লাগোয়া জেলাগুলিতেও একই পরিস্থিতি। জলের তলায় বিস্তীর্ণ প্রান্ত। পরিস্থিতির গুরুত্ব পর্যালোচনায় এবার রাজ্যের সরকারি স্কুলগুলিতে আজ থেকেই পুজোর ছুটি ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেসরকারি স্কুলগুলিতেও অর্থাৎ ICSE ও CBSE স্কুলগুলিতেও অন্তত দু'দিন ছুটি দেওয়ার অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বেসরকারি অফিসেও আগামী দু'দিন ওয়ার্ক-ফ্রম হোমের অনুরোধ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এছাড়াও বিশ্ববিদ্যালয়গুলিকেও আগামী দু'দিন অনলাইন ক্লাসের অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে সম্ভব হলে আগামী দু'দিন বিশ্ববিদ্যালয়গুলিকেও ছুটি দিতে অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us